192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025: ITI ডিগ্রিধারীদের জন্য রেলের চাকার নির্মাণ সংস্থায় হাতে কলমে কাজ শেখার ভালো সুযোগ আছে

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025

192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025: রেলের নির্দিষ্ট ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এ সম্বন্ধে বিস্তারিত জানতে উক্ত ওয়েবসাইটটি ভিজিট করুন। এই প্রতিবেদনে সেই সংক্রান্তই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তুলে ধরা হলো।

Overview of 192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025:

  • গুরুত্বপূর্ন তারিখ-
আবেদন শুরুর তারিখ01/03/2025
আবেদন শেষ হবার তারিখ01/04/2025
  • পদের নাম- Apprentice/ শিক্ষানবিস
  • নিয়োগকারী সংস্থা- Rail Wheel Factory
  • শূন্যপদের সংখ্যা- 192 জন।
  • শূন্যপদের বন্টন (192 Apprentices Recruits in Rail Wheel Factory in 2025) –
CategoryVacancy
Filter85
Machinist31
Mechanic (Motor Vehicle)8
Turner5
CNC Programming cum Operator23
Electician18
Electronic Mechanic22
Total192
  • বয়স সীমা- 15-24 বছর
  • বয়সের ছাড়-
ক্যাটেগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
SC/ST5 বছর
OBC3 বছর
PwD10 বছর

192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025 তে স্টাইপেন- Rs. 10899-12261

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক ও সেই সমতুল্য কোন ডিগ্রীতে 50% নম্বর এবং সরকারি কোনো ITI সংস্থার সার্টিফিকেট থাকতে হবে।

প্রয়োজনীয় তথ্যাদি- এই পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র হিসাবে সার্টিফিকেট ও মার্কশিট, আধার কার্ড, শারীরিক দিক থেকে অক্ষম ব্যক্তিদের প্রয়োজনীয় তথ্যাদি, কাস্ট সার্টিফিকেট এবং দুটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে।

আবেদনের মাধ্যম- অফলাইন

আবেদনের প্রক্রিয়া-

  • আবেদনকারীকে প্রথমে রেলের ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশন ডাউনলোড করতে হবে।
  • প্রয়োজনীয় ফিজ জমা করতে হবে।
  • যে সমস্ত তথ্যাদি চাওয়া হয়েছে সেগুলো পূরণ করতে হবে।
  • নোটিফিকেশনে যে পোস্টাল ঠিকানা দেওয়া হয়েছে সেই ঠিকানায় আবেদন পত্রসহ প্রয়োজনীয় তথ্যাদি সময় মত পাঠিয়ে দিতে হবে।

আবেদনের জন্য ফিজ- জেনারেল ও ওবিসি কাস্টের আবেদনকারীদের 100 টাকার ডিমান্ড ড্রাফট অথবা পোস্টাল অর্ডার লাগবে। বাকি কারোর কোন টাকা লাগবে না।

192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025 জন্য আবেদনপত্র পাঠানো ঠিকানা- Assistant Personnel Officer, Personnel Department, Rail Wheel Factory, Yelahanka, Bangalore – 560064

নিয়োগ প্রক্রিয়া-

  • মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় এবং আইটিআই ট্রেড কোর্সে 50% নম্বর থাকলে আবেদনের যোগ্য।
  • কোনরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ হবে না। আবেদনের জন্য উভয় পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তার ভিত্তিতেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্তিম লিস্ট ওয়েবসাইটে প্রকাশিত হবে।

সুযোগ সুবিধা ও স্টাইপেনের পরিমাণ-

  • কোম্পানি থেকে শিক্ষানবিশদের প্রত্যেক মাসে স্টাইপেন হিসাবে কিছু টাকা দেওয়া হবে সেটি নির্ভর করছে কোন ক্যাটেগরিতে আবেদনকারী নিযুক্ত। যদি ফিল্টার মেশিনেস্ট মেশিনস মোটরসাইকেল টিউনার ইলেকট্রীশিয়ান এবং ইলেকট্রনিক মেশিন এর অন্তর্ভুক্ত হয় তাহলে প্রত্যেক মাসে 12261 টাকা এবং সিএনসি প্রোগ্রামিং কাম অপারেটর পদে যুক্ত থাকলে প্রত্যেক মাসে 10899 টাকা করে পাবেন।
  • এই কোম্পানিতে যুক্ত থাকলে হাতে-কলমে কাজ শেখার অভিজ্ঞতার সঙ্গে সার্টিফিকেট পাবেন, যেটি এই কোম্পানিতে বা অন্য কোন কোম্পানিতে পূর্ণ সময়ের কাজ পেতে সাহায্য করবে।

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025)-

অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
অফিশিয়াল নোটিশক্লিক ও ডাউনলোড করুন

To Read More- IOCL Recruitment 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment