RRB Recruitment 2025 in Group D Post, zone wise in Pan India

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
RRB Recruitment 2025

RRB recruitment 2025: ভারতীয় রেল ইতিমধ্যে গ্রুপ ডি পোস্টে লেভেল ওয়ানে প্রচুর কর্মী নিয়োগ করবে বলে ঘোষণা করেছে। রেল কতৃক প্রকাশিত মূল নোটিফিকেশন অনুযায়ী মোট 32438 পদে সারা ভারত জুড়ে বিভিন্ন রাজ্য তথা বিভিন্ন জোন থেকে কর্মী নিয়োগ হতে চলেছে। ভারতীয় সংবিধান স্বীকৃত বিভিন্ন কাস্ট অনুযায়ী বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগ হবে। এই প্রতিবেদনে নিয়োগ সংক্রান্ত মূল বিষয় গুলি আলোচনা করা হলো। মোট পদের পাশাপাশি ফর্ম ফিলাপ সংক্রান্ত তারিখ, পরীক্ষা সংক্রান্ত বিষয়গুলি জানতে হলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Overview of the Recruitment RRB 2025

নিয়োগ সংস্থা (Recruiting Agency)ভারত সরকার, রেলওয়ে নিয়োগ বোর্ড (RRB)
পদের নাম (Post Name)RRB গ্রুপ D – Level 1 এর বিভিন্ন পদ
মোট শূন্যপদ (Vacancy)32438
নিয়োগ স্তর (Level of Recruitment)লেভেল 1
বেতন (Salary)মূল বেতন ₹18000 এবং অন্যান্য ভাতা (7 তম CPC অনুযায়ী)
বয়সসীমা (Age Limit)01/01/2025 পর্যন্ত্য 18-36 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে জাতি অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে।
আবেদন পদ্ধতি (Application Mode)অনলাইন
নিয়োগ প্রক্রিয়া (Selection Process)নিম্নলিখিত চারটি ধাপে নিয়োগ প্রক্রিয়া হবে-
১. কম্পিউটার-ভিত্তিক পরীক্ষা (CBT)
২. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
৩. নথিপত্র যাচাই (DV)
৪. মেডিকেল পরীক্ষা
নিয়োগ ক্ষেত্র (Area of Recruitment)সারা ভারত, অঞ্চলভিত্তিক
আবেদনের সময়সীমা (Date of Application)23rd Jan – 22nd Feb 2025
নোটিফিকেশন (Notification)কেন্দ্রীয় কর্মসংস্থান বিজ্ঞপ্তি (CEN) নং 08/2024 on 22nd January 2025
শিক্ষাগত যোগ্যতা (Educational Qualification)মাধ্যমিক (10ম শ্রেণি) বা সমতুল্য
অথবা NCVT প্রদত্ত জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC)
অথবা ITI
আবেদন ফি (Application Fees to Pay)১) সাধারণ (পুরুষ) ও ওবিসি (পুরুষ) – ₹500
২) অন্যান্য সকল – ₹250
(যদি আবেদনকারী কম্পিউটার-ভিত্তিক পরীক্ষায় (CBT) উপস্থিত হন, ব্যাংক চার্জ কেটে নেওয়ার পর ১ নং শ্রেণির আবেদনকারীরা ₹400 এবং ২ নং শ্রেণির আবেদনকারীরা পুরো টাকাটাই ফেরত পাবেন)
পরিশোধ পদ্ধতি (Payment Method)অনলাইন (ইন্টারনেট ব্যাংকিং, ডেবিট/ক্রেডিট কার্ড, UPI ইত্যাদি)

Important Dates of RRB Recruitment 2025

নোটিফিকেশন প্রকাশনার তারিখ22 শে জানুয়ারী 2025
অনলাইন আবেদন শুরুর তারিখ ও সময়23 শে জানুয়ারী 2025 (রাত 12:00)
অনলাইন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ও সময়22 শে ফেব্রুয়ারী 2025 (রাত 11:59)
আবেদনে সংশোধনের জন্য সংশোধন জানালার তারিখ ও সময় (সংশোধন ফি-সহ)25শে ফেব্রুয়ারী 2025 থেকে 06 শে মার্চ 2025
(রাত 11:59)
পরীক্ষার তারিখপরবর্তী নোটিশে জানানো হবে

RRB Recruitment 2025 এ বয়সে ন্যুনতম ছাড় পাওয়া যাবে

ওবিসি-নন ক্রিমি লেয়ার (OBC-NCL) 3 বছর
তপশিলি জাতি/তপশিলি উপজাতি (SC/ST) 5 বছর
Ex-Servicemen (অন্তত ৬ মাস পরিষেবা সম্পন্ন) সাধারণ (UR), অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণি (EWS) 3 বছর
ওবিসি-নন ক্রিমি লেয়ার (OBC-NCL)6 বছর
তপশিলি জাতি/তপশিলি উপজাতি (SC/ST)8 বছর

মোট পদ ও পদের নাম সমূহ

RRB Recruitment 2025 এ মোট 14 টি বিভিন্ন পদে সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জোনে 32438 টি শূন্যপদ পূরণের জন্য এই পরীক্ষা নেওয়া হবে।

Post Name in RRB Recruitment 2025CategoryTotal Posts
ASSISTANT (S and T)S and T2012
ASSISTANT (WORKSHOP)MECHANICAL3077
ASSISTANT BRIDGEENGINEERING301
ASSISTANT CARRIAGE and WAGONMECHANICAL2587
ASSISTANT LOCO SHED (DIESEL)MECHANICAL420
ASSISTANT LOCO SHED (ELECTRICAL)ELECTRICAL950
ASSISTANT OPERATIONSELECTRICAL744
ASSISTANT P-WAYENGINEERING247
ASSISTANT TL and AC (WORKSHOP)ELECTRICAL624
ASSISTANT TL AND ACELECTRICAL1041
ASSISTANT TRACK MACHINEENGINEERING799
ASSISTANT TRDELECTRICAL1381
POINTSMAN BTRAFFIC5058
TRACK MAINTAINER-IVENGINEERING13187
Total32438

RRB recruitment 2025 in Group D পরীক্ষা নেওয়ার পদ্ধতি

চারটি ধাপের মধ্যে পরীক্ষা সম্পন্ন হবে। প্রথমে চাকরিপ্রার্থীদের কম্পিউটার বেষ্ট টেস্ট দিতে হবে। যেখানে ৯০ মিনিটে মোট চারটি বিভিন্ন বিষয়ে পরীক্ষা হবে। প্রতি তিনটি ভুল উত্তরে এক নম্বর করে প্রার্থীর প্রাপ্ত নম্বর থেকে কাটা যাবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এতে সাধারণ জাতি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া পরীক্ষার্থীদের চল্লিশ শতাংশ নূন্যতম নম্বর পেতে হবে এবং বাকিদের জন্য ৩০ শতাংশ বরাদ্দ করা হয়েছে। এরপর বাছাই করা প্রার্থীদের শারীরিক দক্ষতার পরীক্ষা নেয়া হবে। তারপরের ধাপে নথিপত্র যাচাই করা হবে এবং শেষ ধাপে মেডিকেল পরীক্ষার মাধ্যমে অন্তিম প্রার্থী বাছাই করা হবে।

শিক্ষাগত যোগ্যতা

রেলমন্ত্রক থেকে জানানো হয়েছে RRB Recruitment 2025 এ উক্ত পদগুলিতে আবেদনের জন্য অন্যতম মাধ্যমিক পাস করতে হবে অথবা NCVT প্রদত্ত জাতীয় অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) অথবা আইটিআই থেকে সমতুল্য ডিগ্রি অর্জন করতে হবে।

আবেদন প্রক্রিয়া

RRB Recruitment 2025 এ চাকরিপ্রার্থীদের রেলের নির্ধারিত ওয়েবসাইটে (https://www.rrbapply.gov.in/) অনলাইনে আবেদন করতে হবে।

তবে তার আগে ক্যাটেগরী অনুযায়ী প্রার্থীদের অনলাইনে পরীক্ষার ফি জমা করতে হবে এবং ডকুমেন্ট হিসাবে ট্রানজেকশন চালান সংগ্রহ করে রাখতে হবে।

চাকরি প্রার্থীদের ফরম ফিলাপের আগে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো হাতের কাছে তৈরি রাখতে হবে। তারপর রেল কর্তৃপক্ষের সরকারি ওয়েবসাইটে বা পটালে প্রবেশ করে এপ্লাই বলে বোতামটি ক্লিক করে ভিতরে ঢুকতে হবে এবং উক্ত ফর্মটি ফিলাপ করে রেজিস্ট্রেশন করতে হবে।

আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখের আগে প্রার্থীদের আবেদন ক্রিয়া সম্পন্ন করতে হবে তা না হলে পোর্টাল বন্ধ হয়ে গেলে আবেদনের আর কোনো সুযোগ থাকবে না।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  • প্রার্থীকে অনলাইনে ফরম ফিলাপ করতে হবে তার জন্য বর্তমান সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি যার সাইজ 50 থেকে 100 কেবি jpeg ফরম্যাটে হতে হবে।
  • প্রার্থীর হস্তাক্ষর লাগবে, যেটি একটি jpeg ফরম্যাটে ছবি তুলে সেটিকে আপলোড করতে হবে যার সাইজ 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে।
  • তপশিলি জাতি বা উপজাতির সার্টিফিকেট pdf ফরমেটে 500 কেবির মধ্যে আপলোড করতে হবে।
  • শারীরিক দিক থেকে যে সমস্ত প্রার্থী অক্ষম তাদের প্রয়োজনীয় সার্টিফিকেট আপলোড করতে হবে। এটি ছবির ফরমেটে থাকবে jpeg 50 – 100 kb।
  • প্রার্থী বাছাই বা নির্বাচন সংক্রান্ত সমস্ত খবরাখবর জানার জন্য রেলের ওয়েবসাইটে পেয়ারা নম্বর 21 (A এবং B) দিকে নজর রাখতে হবে।

প্রয়োজনীয় লিঙ্কঃ RRB Recruitment 2025

https://www.rrbapply.gov.in/Click
Create an AccountApply
NotificationClick

Read More: NIT Sikkim Recruitment 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment