তুমি যদি গ্রাজুয়েট হও তাহলে তোমার জন্য একটি সুবর্ণ সুযোগ এনেছে গুগল, Job for Graduates in Google in 2025। বিশাল সংখ্যক চাকরিপ্রার্থীদের চাকরির সুযোগ করে দিচ্ছে গুগল। Account Executive এবং Mid Market Sales এই দুটি পোস্টে Google মহারাষ্ট্রের মুম্বাই শাখায় দ্রুত কর্মী নিয়োগ করবে। গুগলের 2025 এ চাকরি পেতে শীঘ্র আবেদন কর।
Educational Qualification
যেকোনো শাখায় গ্রাজুয়েট বা স্নাতক বা সমতুল্য প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থাকা দরকার। তার সাথে Sales, advertising এবং marketing 5 বছরের অভিজ্ঞতা লাগবে এই কাজের জন্য।
এই কাজে (Job for Graduates in Google in 2025) চাকরি প্রার্থীদের প্রধান ভূমিকা
- এই কাজে নিযুক্ত কর্মীদের প্রধান ভূমিকা হবে, সি লেভেলে কি সিদ্ধান্ত নেওয়া হয় সেটিকে অনুসরণ করে গ্রাহকদের যা জিজ্ঞাসা বা সমস্যা তারা জানতে চাইছেন সেগুলিকে যত্ন সহকারে সমাধান করা। কোম্পানির ব্যবসা কিভাবে বৃদ্ধি করা যায় তার চেষ্টা করা এবং বিজ্ঞাপনে জন্য প্রয়োজনীয় কৌশল নির্ধারণ করা।
- অ্যাকাউন্ট ম্যানেজারদের সাথে গ্রাহকের একটি পোর্টফোলিও পরিচালনা ক’রে ধারাবাহিকভাবে বাণিজ্যিক লক্ষ্যমাত্রা অর্জন করা সেই উদ্দেশ্য পূরণ করা তার দিকে লক্ষ্য মাত্রা তৈরি করা। এর পাশাপাশি গ্রাহকদের সাথে একটি ভালো অভিজ্ঞতা তৈরি করা।
- উচ্চমাত্রায় লগ্নি কারী সংস্থার সঙ্গে একটি বিশ্বাসযোগ্য সম্পর্ক স্থাপন করা যাতে তারা ব্যবসায়িক ক্ষেত্রে উচ্চমাত্রায় বিনিয়োগ করার বিশ্বাস অর্জন করতে পারে।
- সংস্থার কর্মীদের সক্রিয়ভাবে প্রশিক্ষণ দিয়ে তাদের দক্ষতা বৃদ্ধি দিকেও নজর দেওয়া, যাতে গ্রাহকদের আরো ভালোভাবে পরিষেবা দান করা যায়। এর ফলে ব্যবসার ক্ষেত্র বৃদ্ধি ঘটবে। দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বৃদ্ধি করা ব্যবসার উন্নতির জন্য পরিকল্পনা কৌশল পর্যালোচনা করা এবং গ্রাহকদের জন্য শিক্ষামূলক নির্দেশনা প্রদান করা।
Disclaimer
চাকরি সংক্রান্ত (Job for Graduates in Google in 2025) তথ্যগুলি, শুধুমাত্র তথ্য প্রদানের জন্য দেওয়া হয়েছে। এর সঙ্গে লেখকের কোন সম্পর্ক নেই। সমস্ত তথ্যাদি সংস্থার ওয়েবসাইটে দেওয়া আছে, সেখান থেকেই নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট ভিজিট করুন।
Websuite Link | Click here |
How to Apply | Create a Profile at First |
Read more: RRB Recruitment 2025 in Group D Post, zone wise in Pan India