Union Bank Apprentice Recruitment 2025: ইউনিয়ন ব্যাঙ্ক বড় সংখ্যক চাকরিপ্রার্থী নিয়োগ করতে চলেছে। ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো শাখার স্নাতক হলেই অনলাইনে ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। এখানে মূলত এপ্রেন্টিস পোস্টের জন্য নিয়োগ করা হবে।
মোট মোট শূন্য পদ কত, বয়স সীমা এবং আবেদনের তারিখ ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় জানতে প্রতিবেদনটি পড়ুন।
Numbers of Vacancy:
মোট শূন্য পদের সংখ্যা 2691 টি।
Application System in Union Bank Apprentice Recruitment 2025:
ইউনিয়ন ব্যাঙ্কের নিজস্ব ওয়েব সাইটে (unionbankofindia.co.in) গিয়ে অনলাইনে আবেদন করা যাবে।
Important Date of Union Bank Apprentice Recruitment 2025:
Application | Date |
আবেদন শুরুর তারিখ | 19.02.2025 |
আবেদন শেষ তারিখ | 05.03.2025 |
অনলাইন পরীক্ষার তারিখ | পরে জানানো হবে |
Eligibility:
- যেকোনো ভারতীয় নাগরিক যদি স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন তাহলে তারা আবেদনের যোগ্য।
- আবেদনকারীর কাছে নাটক পাস করার সার্টিফিকেট থাকতে হবে এবং তার স্নাতক হওয়ার সময় সীমা 01/04/2021 এই সময় বা তারপরে হতে হবে।
- আবেদনকারীকে স্থানীয় ভাষা জানতে হবে।
Age Limit in Union Bank Apprentice Recruitment 2025:
আবেদনকারীর বয়সের সীমা 01/02/2025 তারিখ পর্যন্ত্য 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে।
Fees to be Paid:
Category | Rupees |
জেনারেল/ ও. বি. সি. | 800.00 + জি. এস. টি. |
মহিলা (সব জাতি) | 600.00 + জি. এস. টি. |
এস সি/ এস টি | 600.00 + জি. এস. টি. |
পি. ডব্লিউ. ডি. | 400.00 + জি. এস. টি. |
Selection Procedure:
- আবেদনকারীকে তার ক্যাটেগরি অনুযায়ী নির্ধারিত পরীক্ষার ফিস অনলাইনে জমা দিতে হবে।
- তারপর অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। প্রার্থীকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- তার স্থানীয় ভাষায় কতটা দক্ষতা ও জ্ঞান আছে, তা যাচাই করা হবে।
- এরপর ওয়েটিং লিস্ট বেরোবে এবং সবশেষে তার মেডিকেল পরীক্ষা হবে।
Examination Process:
মোট চারটি ধাপে পরীক্ষা হবে-
- প্রথমে ধাপে, জেনারেল এবং ফাইনান্সিয়াল বিষয়ে কতটা জ্ঞান আছে সেটি যাচাই করা হবে।
- দ্বিতীয় ধাপে, জেনারেল ইংলিশের দক্ষতা উপর যাচাই করা হবে।
- তৃতীয় ধাপে, কুয়ানটিটেটিভ এবং রিজনিং এর ওপর টেস্ট নেওয়া হবে।
- চতুর্থ এবং শেষ ধাপে, কম্পিউটারে কতটা দক্ষতা আছে সেটি যাচাই করা হবে।
বিশেষ ঘোষণা:
সমস্ত প্রার্থী যারা পরীক্ষার ফি প্রদান করেছেন, তারা BFSI SSC থেকে পরীক্ষার তারিখ ও সময় সংক্রান্ত বিজ্ঞপ্তি পাবেন।
Important Links:
অফিসিয়াল নোটিফিকেশন | Click on it |
আবেদনের লিংক | Click on it |
Read More: Job for Graduates in Google in 2025
1 thought on “Union Bank Apprentice Recruitment 2025”