Mahila Samriddhi Yojana: কেন্দ্র সরকারের তরফ থেকে যেরকম মহিলাদের আর্থিক সহায়তা করা হয়। একই রকম হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকেও পশ্চিমবঙ্গের মহিলাদের আর্থিক দিক থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হয়। তেমনি দিল্লি সরকারও দিল্লির গরিব মানুষদের আর্থিক সাহায্যের নিরিখে মহিলাদের আর্থিক সাহায্যের জন্য একটি স্ক্রিন চালু করেছে যার নাম হলো “মহিলা সমৃদ্ধি যোজনা”।
এই যোজনা কত টাকা আর্থিক সহায়তা পাবে, কারা এই প্রকল্পের অন্তর্ভুক্ত, কবে থেকে এই প্রকল্প চালু হবে সেই নিয়েই প্রতিবেদনটি লেখা হয়েছে। বিস্তারিত জানতে প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন।
Mahila Samriddhi Yojana অনুযায়ী ঘোষিত তারিখ ও আর্থিক মূল্য-
বর্তমানে দিল্লিতে বিজেপি দলের অন্তর্ভুক্ত রেখা গুপ্তা মুখ্যমন্ত্রী হিসাবে আছেন। সম্প্রতি দিল্লির একটি সংবাদমাধ্যমকে এই প্রকল্প এবং তাতে বরাদ্দ টাকা নিয়ে তিনি তার বক্তব্য পেশ করেন। তিনি বলেছিলেন যে আগামী 08 ই মার্চ 2025 থেকে প্রতি মাসে দিল্লির মহিলারা 2500 টাকা করে পেতে চলেছে। আর্থিক সহায়তা হিসাবে।
Mahila Samriddhi Yojana র জন্য বরাদ্দ অর্থ ও মোট সুবিধাভোগী মহিলার সংখ্যা-
যদিও এর আগে থাকা সরকারের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দিল্লির মহিলারা মাসে এক হাজার টাকা করে আর্থিক সাহায্য পাবেন। তখনকার গণনা অনুযায়ী এই প্রকল্পের অন্তর্ভুক্ত দিল্লির মহিলার সংখ্যা আনুমানিক 45 লাখ সেই হিসাবে মোট 2000 কোটি টাকা মাসিক বরাদ্দ হিসাবে রাখা হয়। তবে সে সময় অর্থ বিভাগ জানিয়েছিল যে পরিমাণ মহিলার সংখ্যা নির্ধারিত হয়েছে তাতে 4550 কোটি টাকার প্রয়োজন সেই সময় আর্থিক সুবিধা না থাকলেও প্রকল্পটি পাস হয়ে গেছিল।
Mahila Samriddhi Yojana বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যা-
বর্তমান সরকারের শীর্ষ নেতৃত্ব জানিয়েছিল এবং প্রতিশ্রুতি দিয়েছিল যে খুব শীঘ্রই এ সম্বন্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। কিন্তু এত বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য। বেশ কিছু প্রশাসনিক পর্যায়ের মধ্যেই যেতে হয়। যেটি এখনো সম্পূর্ণ হয়ে ওঠেনি, তা সত্ত্বেও বর্তমান মুখ্যমন্ত্রী এই আর্থিক সহায়তা দেওয়ার কথা বলেছেন। যা খুব শীঘ্রই চালু হতে চলেছে।
বর্তমান বিজেপি সরকারের হিসাব অনুযায়ী কারা এই যোজনার (Mahila Samriddhi Yojana) অন্তর্ভূক্ত ও কারা এই সুবিধা পাবেন না-
দিল্লির মোট 18 বছর বা তার বেশি বয়সী মহিলার সংখ্যা 72.39 কোটি, এবং সবাইকে যদি এই আর্থিক সহায়তা দেয়া হয় তাহলে টাকার পরিমাণ অনেক হয়ে যাবে। এই পরিস্থিতিতে আগে সরকারের মতই এখনো সেই সব মহিলাদের এই প্রকল্পের আওতা থেকে রাখা হয়েছে, যারা বর্তমানে কোনরকম সরকারি প্রকল্পের সুবিধা পায়, সরকারি চাকরির অন্তর্ভুক্ত, আয়কর দিয়ে থাকেন, সরকার নির্বাচিত প্রতিনিধি, এবং মধ্যবিত্ত ও উচ্চ মধ্যবিত্ত পরিবারের অন্তর্ভুক্ত ইত্যাদি। অতএব এই এইসব বাদ দিয়ে মোট উপভোগকারী মহিলার সংখ্যা আনুমানিক 20-25 লাখের কাছাকাছি, কিন্তু আগের আমজনতা পার্টির সরকারের বরাদ্দকৃত অনুদানের চেয়ে বর্তমানে সম্প্রচার করা আর্থিক সহায়তার মূল্য আগের চেয়ে 2.5 গুণ বেশি। তাই মোট অর্থের পরিমাণ কাছাকাছি থাকবে।
এই পরিস্থিতিতে আগামী দিনে এই প্রকল্পের বাস্তবায়ন কতটা হতে চলেছে, ও দিল্লির কতজন মহিলা কত আর্থিক সহায়তার মাধ্যমে উপকৃত হতে চলেছে সেটি আগামী দিনে সবচেয়ে বড় খবর হতে চলেছে।
Disclaimer:
উপরে উল্লেখিত প্রতিবেদনটি সূত্র মাধ্যমে পাওয়া তথ্যের পরিপ্রেক্ষিতে তৈরি করা হয়েছে এর সঙ্গে লেখকের নিজস্ব বক্তব্যের কোন সম্পর্ক নেই। খবরের সত্যতা ও বিষয়টি বিস্তারিত ভাবে জানতে সূত্রের অফিশিয়াল ওয়েবসাইটে যান।
Information Link: Mahila Samriddhi Yojana
Read more: Union Bank Apprentice Recruitment 2025