Work from Home in Kolkata 2025: বর্তমানকালে ওয়ার্ক ফ্রম হোম (Work from Home) শব্দটি খুব জনপ্রিয় হয়ে উঠেছে। এই প্রতিবেদনে Work from Home in Kolkata 2025 নিয়ে একটি রিপোর্ট উল্লেখ করা হলো। কারণ এই কাজের মাধ্যমে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বেকার যুবক-যুবতী, গৃহ বধূ, অবসরপ্রাপ্ত ব্যক্তি, এমনকি যারা কোন কাজের সঙ্গে যুক্ত আছে তারপরেও দ্বিতীয় বা তৃতীয় কোন আর্থিক আয়ের সম্বল করতে চায়, তাদের কাছে ওয়ার্ক ফ্রম হোম খুবই সুবিধাজনক একটি জীবিকা।
Work from Home এর ধরণঃ
এখানে দুই প্রকার কাজই পাওয়া যায় ফুলটাইম ও পার্ট টাইম। যাদের হাতে এখন বিশেষ কোন কাজ নেই তারা এই প্রফেশনকে ফুলটাইম হিসেবে নিতে পারে আর যাদের কোন কাজ আছে বা বাড়ির কাজের পাশাপাশি, পড়াশোনার পাশাপাশি হাত খরচা চালানোর মতো ব্যবস্থা এই কাজের মাধ্যমে করা যায়। এমনকি এমন অনেক কোম্পানি আছে যেগুলি ভালো টাকা মাইনে দেয়, তার মাধ্যমে খুব ভালোভাবেই একজন ব্যক্তির সংসার চালিয়ে নেওয়া যায়।
ওয়ার্ক ফ্রম হোম এ কাজের ধরনঃ
এই পদ্ধতিতে তথ্যপ্রযুক্তি থেকে শুরু করে গ্রাফিক ডিজাইন, কন্টেন্ট রাইটিং, ওয়েব ডেভেলপিং, ডিজিটাল মার্কেটিং, টেলিকলার, টাইপ রাইটিং, টিউশন ইত্যাদি কাজ করা যায়।
ওয়ার্ক ফ্রম হোম-এ বেতন:
কাজের ধরন অনুযায়ী বেতন নির্ভর করে। কোন কাজের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাস মাইনে কোম্পানি স্থির রাখে। আবার কোন ক্ষেত্রে ঘন্টা অনুযায়ী পারিশ্রমিক নির্ধারিত হয়। আনুমানিক নূন্যতম 10000 থেকে 25000 মধ্যে বেদন মিললেও এর উর্ধ্বসীমা নির্ভর করছে কোম্পানি এবং কাজ ও কর্মীর অভিজ্ঞতার উপর।
ওয়ার্ক ফ্রম হোম- এর সুবিধাঃ
বর্তমানে অনেক বড় বড় কোম্পানি তাদের কর্মীদের অফিসে কাজের পরিবর্তে ওয়াক ফ্রম হোম এর ব্যবস্থা করেছে। এতে যেমন জায়গার খরচ বাচানো যায় তার পাশাপাশি অফিস ব্যবস্থাপনা ও পরিচালনার জন্য যে খরচা সেটাও কোম্পানির বেঁচে যায়। তারফলে কোম্পানির মুনাফা অনেক বেড়ে গেছে।
ওয়ার্ক ফ্রম হোমের আরও কিছু সুবিধা হল-
সময় ও খরচ সাশ্রয় – যাতায়াত বাবদ সময় ও খরচ দুটোই সাশ্রয় হয়। তাই কাজ করা সহজ হয়।
পরিবারের সাথে বেশি সময় কাটানোর সুযোগ – পরিবারের সঙ্গে থেকে সুযোগ সুবিধামতো কাজ করা যায় তাতে সব দিকটাই বজায় থাকে।
উৎপাদনশীলতা বৃদ্ধি – বাড়িতে থেকে কাজ করার ফলে অনেক চাপ কম থাকে তাই কাজের গুণগতমান ও পরিমান বৃদ্ধি করা যায়।
আন্তর্জাতিক স্তরের কাজের সুযোগ – বাড়িতে বসে আন্তর্জাতিক স্তরের কাজ করা বা খোঁজা সম্ভব হয়।
মহিলা ও বয়স্কদের জন্য বিশেষ সুবিধা – মহিলা এবং বয়স্কদের বাড়ি থেকে বেরোনোর অনেক সমস্যা থাকে ওয়াক ফ্রম হোম এর ফলে সেই সমস্যা থেকে বাঁচা যায়।
Work from Home সরবরাহকারী সংস্থা ও কাজের সন্ধানঃ
বর্তমানে অনেক ছোট কোম্পানি থেকে শুরু করে নামিদামি কোম্পানি ওয়াক ফ্রম হোম এর সুবিধা দিচ্ছে তার মধ্যে অন্যতম হলো টিসিএস, উইপ্রো, ইন্ডিগো ইত্যাদি তথ্যপ্রযুক্তি ও এয়ারলাইন্সের সঙ্গে যুক্ত বিভিন্ন কোম্পানি। এমনকি বর্তমানে ওয়াক ফ্রম হোম এর মাধ্যমে অনেক মানুষ কোচিং এর মাধ্যমে জীবিকা নির্বাহ করছে।
Work from Home Related Link | Click on it |
Read more: Union Bank Apprentice Recruitment 2025