Assam AHVD Recruitment 2025: আসামের পশুপালনা পশু চিকিৎসা বিভাগ (AHVD) 445 জন ভেটেনারি ফিল্ড এসিস্ট্যান্ট নিয়োগ করতে চলেছে। যারা এই সংক্রান্ত বিষয়ে পড়াশোনা করেছেন সরকারি চাকরির এই সুযোগটি আপনার কাছে খুব গুরুত্বপূর্ণ। অতএব দেরি না করে তাড়াতাড়ি আবেদন করুন। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে।
কারা এই পদের জন্য আবেদনের যোগ্য, আবেদন সংক্রান্ত তারিখ, কি কি নথিপত্র লাগবে এইসব বিষয় গুলি জানতে প্রতিবেদনটি পড়ুন।
Important Dates (Assam AHVD Recruitment 2025):
আবেদন শুরুর তারিখ | 19/02/2025 |
আবেদন করার শেষ তারিখ | 06/03/2025 (সন্ধ্যা 5:00 পর্যন্ত) |
Overview of Assam AHVD Recruitment 2025:
বিষয়সমূহ | বিবরণ |
পদের নাম | ভেটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট (VFA) |
নিয়োগকারী বিভাগ | পশুপালন ও পশুচিকিত্সা বিভাগ, অসম |
মোট শূন্যপদ | 445 |
শিক্ষাগত যোগ্যতা | HSSLC (বিজ্ঞান) জীববিদ্যার সঙ্গে + এক বছরের ভেটেরিনারি বিজ্ঞান কোর্স |
বয়সসীমা | 18-40 বছর (SC/ST/OBC-র জন্য ছাড়) |
আবেদন প্রক্রিয়া | অফলাইন (Offline) |
নির্বাচন পদ্ধতি | সাক্ষাৎকার ও নথিপত্র যাচাই এর পর সর্বোচ্চ তালিকার মাধ্যমে যোগ্যপ্রার্থীদের নির্বাচন। |
বেতন ও সুবিধা | আসাম রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী আসাম রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী। |
কাস্ট অনুযায়ী শুন্য পদ (Assam AHVD Recruitment 2025):
UR (Unreserved) | 258 |
OBC/MOBC | 100 |
SC | 32 |
ST (P) | 41 |
ST (H) | 14 |
আবেদনকারীর যে সব বিষয়ে দক্ষতা থাকা দরকার:
- শিক্ষাগত যোগ্যতা যা চাওয়া হয়েছে আবেদনে সেই মতো সবটাই থাকা প্রয়োজন। পশু স্বাস্থ্যসেবা ও চিকিৎসার প্রতি আগ্রহ।
- গ্রাম ও শহর যেকোনো জায়গায় কাজ করার সম্মতি।
- মানুষের সঙ্গে ভাষাগত দিক থেকে যোগাযোগ করার সখ্যতা এবং স্থানীয় ভাষায় (অসমীয়া)যথেষ্ট জ্ঞান থাকা দরকার।
- চিকিৎসা সংক্রান্ত ব্যাপারে জরুরি অবস্থা পরিচালনা করার ক্ষমতা ও দক্ষতা থাকা দরকার।
How to Apply for this job:
- প্রথমে আসাম গেজেট অ্যাপ্লিকেশন ফর্ম (Assam Gazette, Part IX) এর যথাযথ আবেদন পত্রটি ডাউনলোড করতে হবে, যেটি পাওয়া যাবে অফিসিয়াল ওয়েবসাইটে (https://veterinary.assam.gov.in/)।
- আবেদনপত্রে চাওয়া প্রত্যেকটি ব্যক্তিগত তথ্য যথাযথভাবে পূরণ করতে হবে।
- আবেদনে চাওয়া প্রত্যেকটি তথ্য আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।
- এরপর সমস্ত প্রয়োজনীয় নথিপত্র নির্দিষ্ট পোস্টাল ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
- পোস্টাল ঠিকানা হল- Director, Animal Husbandary & Veterinary Department, Assam,Chenikuthi, Guwahati-781003
Important Documents for Applying:
- HSSLC সার্টিফিকেট এবং রেজাল্ট।
- ভেটেনারি সায়েন্স কোর্সের সার্টিফিকেট।
- বয়সের নথি।
- পাসপোর্ট সাইজের বর্তমান সময়কার ছবি।
- যদি কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেটিও দিতে হবে।
- নিজের স্বাক্ষর করা একটি খাম যার মধ্যে 5 টাকার স্ট্যাম্প আটকানো থাকবে।
- প্রত্যেকটি নথির উপর আবেদনকারীর নিজস্ব স্বাক্ষর থাকবে।
Official Important Link for Applying: Click
Know More- Kanya Sumangala Yojana