Advantage of SAARC Internship 2025: ইউ.জি. ও পি.জি. স্টুডেন্টরা নিজের ক্যারিয়ার ও জব পেতে ইন্টার্নশিপ কোর্সে শীঘ্র আবেদন করতে পারো

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
SAARC Internship 2025

SAARC Internship 2025: বর্তমানে কারিগরি বিদ্যায় শিক্ষিত ছাত্রছাত্রীদের পাশাপাশি সাধারণ বিভাগের পড়াশোনা করা ছাত্র-ছাত্রীরা খুব সহজে একটি ইন্টার্নশিপ কোর্সের মাধ্যমে নিজেদের আর্থিক সঙ্গতির পাশাপাশি নিজের ক্যারিয়ার গড়ে তোলার ভালো সুযোগ পেতে পারে তার পাশাপাশি এই কোর্সের মাধ্যমে ভালো চাকরি পাওয়ার সুযোগ তারা পেতে পারে। SAARC (South Asian Association for Regional Cooperation) সংস্থা এইরকম একটি স্টুডেন্ট ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে। কোর্সের সমস্ত বিষয় সমূহ এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

Overview of Internship and SAARC Internship 2025:

  1. বর্তমানে বহু সরকারি ও বেসরকারি সংস্থা এরকম ইন্টার্নশিপ কোর্সের সুযোগ দিচ্ছে।
  2. আধুনিক শিক্ষানবিশদের দ্বারা তাদের যেমন উৎপাদনের গুণগত মান বৃদ্ধি পাচ্ছে, তেমনি নতুন দক্ষ শ্রমিকের সন্ধান মিলছে।
  3. ছাত্র ছাত্রীরা ও সেই কোম্পানি অথবা অন্য কোন কোম্পানিতে অতি সহজেই কাজের সুযোগ পাচ্ছে।
  4. এই কোর্সগুলি কিছু ক্ষেত্রে স্বল্পমেয়াদি হয়ে থাকে, সর্বোচ্চ 6 মাসের কিছু কম বা বেশি সময় এই কোর্সগুলি রাখা হয়েছে।
  5. সফল ছাত্র-ছাত্রীদের একটি সার্টিফিকেট দেওয়ার পাশাপাশি অনেক কোম্পানি এই সমস্ত শিক্ষানবিশদেরই তাদের কোম্পানিতে ভ্যাকেন্সি অনুযায়ী কাজের সুযোগ করে দিচ্ছে।
  6. নেপালের কাঠমান্ডুর সচিবালয়ে ইন্টার্নশিপের ব্যবস্থা করে থাকে। প্রতি 6 মাসে একটি করে কোর্সের সময় সীমা রাখা হয়েছে, অর্থাৎ বছরে দুবার কোর্স করানো হয়।
  7. সার্ক সচিবালয় 31 মে 2004 সাল থেকে এই ইন্টার্নশিপ প্রোগ্রাম আয়োজন করছে।

SAARC Internship 2025 এর প্রধান উদ্দেশ্য:

সার্ক ইন্টার্নশিপ প্রোগ্রাম (SIP)-এর প্রধান উদ্দেশ্য হল SAARC সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং একাডেমিক ও পেশাগত স্তরে আলোচনা ও গবেষণার মাধ্যমে সংস্থার দক্ষিণ এশিয়া ও তার বাইরেও সুপরিচিত করে তোলা।

    SAARC Internship 2025 এ অংশগ্রহণকারীদের গবেষণা ও স্বীকৃতি:

    SAARC এর সদস্য রাষ্ট্র ও অন্যান্য অঞ্চল থেকে শিক্ষার্থীরা এই ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারে। ইন্টার্নশিপ শেষে, শিক্ষার্থীরা গবেষণা প্রতিবেদন জমা দেয়। সফলভাবে ইন্টার্নশিপ সম্পন্ন করার পর, সার্ক মহাসচিব ইন্টার্নদের সার্টিফিকেট প্রদান করেন।

    Important Date of SAARC Internship 2025 in this Year:

    Course SessionCourse Period
    Summer SessionMay-July 2025
    Winter SessionNovember 2025-January 2026

    Eligibility for SAARC Internship 2025:

    • ভর্তি হওয়ার জন্য যে কোন শাখার স্নাতক বা গ্রাজুয়েট অথবা স্নাতকোত্তর ডিগ্রী গ্রহণ করতে হবে।
    • যদি রাষ্ট্রবিজ্ঞান ইকোনমিক্স ডেভেলপমেন্ট স্টাডিজ অথবা ইন্টারন্যাশনাল রিলেশন থেকে হয় তাহলে তারা আগে সুযোগ পাবে।
    • ইংলিশে ভালো জ্ঞান বা দক্ষতা থাকতে হবে। আঞ্চলিক বিষয়ে তীব্র আগ্রহ থাকতে হবে।
    • বয়স 18 থেকে 30 এর মধ্যে হতে হবে।

    SAARC Internship 2025: How to Apply – কিভাবে আবেদন করবে তা জেনে নাও:

    • প্রাপ্যতা অনুযায়ী যেকোনো একটি সেশন নির্বাচন করতে হবে।
    • নিজের সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহ একটি আবেদনপত্র, প্রস্তাবিত গবেষণা পত্র, সিভি বা রেজিয়ুমে জমা দিতে হবে।
    • সেশন শুরুর অন্ততপক্ষে তিন মাস আগে আবেদনকারী কে আবেদন পত্র অফিসিয়াল পোর্টাল বা ওয়েবসাইটে জমা করতে হবে।

    Some Important Links of SAARC Internship 2025:

    SAARC Internship ProgrammeVisit this Site
    GuidelineDownload
    Application formClick on it

    Read More: Job Fair 2025 in Assam

    Madhuchhanda Dhole

    I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

    Leave a Comment