Indian Postal Recruitment 2025: ভারতীয় ডাক বিভাগ 21413 জন কর্মী নিয়োগ করবে বিভিন্ন পদে (গ্রামীণ ডাক সেবক, ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার), তার নোটিফিকেশন জারি হয়েছে। কারা আবেদনের যোগ্য, তারিখ জানতে প্রতিবেদনটি পড়ুন।
Important Date-
Start Date | 10/02/2025 |
End date | 03/03/2025 |
Advertisement Date | 07/02/2025 |
Correction Date | 06/03/2025 থেকে 08/03/2025 তারিখের মধ্যে |
Overview of Indian Postal Recruitment 2025:
Notification-
No.17-02/2025-GDS; GDS Online Engagement Schedule-I, January-2025
Name of Post-
Gramin Dak Sevaks (GDSs)
Vacancy of Post-
21413 Posts
Indian Postal Recruitment 2025, Recruiter-
Government of India; Ministry of Communications, Department of Posts
Required Educational Qualification-
ক্লাস 10 পাস বা সমতুল্য যোগ্যতায় আবেদন করা যাবে।
Age Limit- 18 – 40 Years
Age Relaxation-
Category | Age Relaxation |
SC/ST | 5 Yeras |
5 Years | 3 Years |
PwD | 10 Years |
PwD (OBC) | 13 Years |
PwD (SC/ST) | 15 Years |
Fees to be Paid-
- ফর্ম ফিলাপের জন্য ১০০ টাকা দিয়ে অনলাইনে চালান করতে হবে।
- মহিলা তপশিলি জাতি, উপজাতি, শারীরিক দিক থেকে অসমর্থ্য এবং এবং রূপান্তরিত মহিলাদের ক্ষেত্রে কোনরকম ফিজ দিতে হবে না।
Name of Post and categories (Indian Postal Recruitment 2025):
Name of Posts | Categories |
গ্রামীণ ডাক সেবক [Gramin Dak Sevaks (GDSs)] | Branch Postmaster (BPM) Assistant Branch Postmaster (ABPM) Dak Sevaks |
Remuneration and Allowances-
পদ অনুযিয়ী বার্ষিক 3% ভাতা বৃদ্ধি সহ বেতন
Category | TRCA Slab in Rs. |
Branch Post Master | 12000 to 29380 |
Assistant Branch Post Master/ Dak Sevak | 10000 to 24470 |
How to Apply:
- আবেদনকারী কে সংস্থার ওয়েবসাইটে যেতে হবে।
- রেজিস্ট্রেশন বোতামে ক্লিক করে রেজিস্ট্রেশনের যথাযথ ফর্ম ফিলাপ করতে হবে। এর সাথে মোবাইল এবং ইমেইল মেলাতে হবে।
- তারপর অফিসিয়াল ওয়েবসাইটে লগইন করে এপ্লাই বোতাম ক্লিক করে উক্ত ফর্ম ফিলাপ করতে হবে।
- এর জন্য প্রয়োজনীয় যে সমস্ত তথ্যাদি লাগবে তা হল বর্তমান সময়ে তোলা আবেদনকারীর ছবি ও সই (20 KB; jpg/jpeg)।
- যাদের পরীক্ষার ফরম ফিলাপের জন্য ফিজ বরাদ্দ, তাদের ১০০ টাকা অনলাইনে জমা করতে হবে ও চালান কাটতে হবে।
- সমস্ত কাজটা খুব সাবধানতার সাথে করে শেষে এপ্লিকেশন ফর্মটি অনলাইনেই জমা করতে হবে এবং তার প্রমান স্বরূপ একটি ডাউনলোড অথবা প্রিন্ট আউট কপি নিজের কাছে রাখতে হবে।
Important Link
- Official website: Click
- Notification for Detailed information: Download
- Registration before Apply for the Job: Click
- Apply: Click
Read More: CSIR-CFTRI Scientist Recruitment 2025