RRC SECR Apprentice Recruitment 2025-26: ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব কেন্দ্রীয় রেল শাখায় বিলাসপুর বিভাগে 2025-26 সেসনে প্রায় 19 টি বিভিন্ন পদে 835 অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়ায় শুরু হয়েছে। দ্রুত অনলাইনে ফর্ম ফিলাপ করুন।
ভারতীয় রেলের দক্ষিণ-পূর্ব কেন্দ্রীয় রেল শাখায় বিলাসপুর বিভাগে 2025-26 সেসনে প্রায় 19 টি বিভিন্ন পদে 835 ক্যাপ্টেন্সিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদন প্রক্রিয়ায় চালু আছে। দ্রুত অনলাইনে ফরম ফিলাপ করুন।
Important Dates, RRC SECR Apprentice Recruitment 2025-26:
নোটিশের তারিখ | 25/02/2025 |
আবেদন শুরুর তারিখ | 25/02/2025 |
আবেদনের শেষ তারিখ | 25/03/2025 |
Overview of RRC SECR Apprentice Recruitment 2025-26:
পোষ্টের নাম-
রেল অ্যাপ্রেন্টিস
নিয়োগকারী সংস্থা-
South Eastern Central Railway, Railway Recruitment Cell
পোষ্টের সংখ্যা-
835 টি
ট্রেডের/ বৃত্তির সংখ্যা-
19 টি
বয়স-
25/03/2025 তারিখ পর্যন্ত্য বয়স 15-24 বছরের মধ্যে হতে হবে
বয়সে ছাড়-
Category | Age Relaxation |
SC/ST | 5 বছর |
OBC | 3 বছর |
PWD/ Ex-Serviceman | 10 বছর |
কার্স্ট অনুযায়ী শূন্যপদের সংখ্যা-
Category | Trade Apprentices |
General | 337 |
EWS | 84 |
OBC | 224 |
SC | 128 |
ST | 62 |
শিক্ষাগত যোগ্যতা-
- আবেদনকারী কে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় 50% নম্বর নিয়ে পাস করতে হবে এবং তার সাথে যে পদগুলির জন্য আবেদন করতে বলা হয়েছে।
- সেই ক্ষেত্রগুলিতে ITI থেকে কোর্স করার সার্টিফিকেট থাকতে হবে।
- ITI সংস্থাটি NCVT/SCVT সংস্থার অনুমোদন রাজ্য হওয়া দরকার।
আবেদনের ফিজ-
এই বিষয়ে কিছু বলা নেই বিজ্ঞপ্তিতে
আবেদন কিভাবে করবে-
- সবার প্রথমে রেলের ওয়েবসাইটে ঢুকতে হবে, যেটি এই প্রতিবেদনে দেওয়া আছে।
- তারপর নোটিফিকেশন ভালো করে পড়তে পড়ুন।
- এপ্লাই করার জন্য প্রথমে ডিসিশন করতে হবে তারপর বাকি কাজ সম্পন্ন করতে হবে।
Important Links
Official Website (South East Central Railway) | Click |
Notification | Click and Download |
Apply Online (Login and Registration) | Click |
Read More- স্টাফ সিলেকশন কমিশনের পরীক্ষার সম্ভাব্য শূন্য পদের তালিকা