Central Bank of India Recruitment 2025: সেন্ট্রাল ব্যাংক কন্ট্রাক্টের ভিত্তিতে দুটি ভিন্ন পদে কর্মী নিয়োগ করতে চলেছে। নূন্যতম সপ্তম শ্রেণী পাসে আবেদনযোগ্য, শূণ্যপদ মাত্র 2 টি

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Central Bank of India Recruitment 2025

Central Bank of India Recruitment 2025: ভারতীয় কেন্দ্রীয় ব্যাংক (Central Bank of India) দুটি ভিন্ন পদে একজন করে মোট দুটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল। কন্ট্রাক্ট ভিত্তিকভাবে এই নিয়োগ সম্পন্ন হবে। কর্মসংস্থান হবে মহারাষ্ট্রের বুলধানা জেলায়।

কিভাবে এই নিয়োগ প্রক্রিয়া হবে, শিক্ষাগত যোগ্যতা, বেতন কত এইসব বিষয়ে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Central Bank of India Recruitment 2025, নিয়োগ সংক্রান্ত তথ্যাদি:

গুরুত্বপূর্ন তারিখ-

আবেদন শেষ হবার তারিখ-

07/03/2025

পদের নাম-

Office Assistant, এবং Watchman/Gardener

নিয়োগকারী সংস্থা-

সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

শূন্যপদের সংখ্যা-

02

বয়স সীমা- 

  • Office Assistant- 22-40 বছর
  • Watchman/gardener- 22-40 বছর

বেতন- 

পোষ্টবেতন
Office Assistant12000 টাকা + অ্যালাওয়েন্স
Watchman/gardener6000 টাকা + অ্যালাওয়েন্স

শিক্ষাগত যোগ্যতা-

PostQualification
Office AssistantBSW/BA/B.Com ইত্যাদি যেকোনো শাখা থেকে স্নাতক তার সাথে কম্পিউটারে জ্ঞান থাকা দরকার।
Watchman/
Gardener
সপ্তম শ্রেণী পাস ও সঙ্গে বাগান কৃষিকাজ সম্বন্ধে অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।

নিয়োগের শর্ত-

এই কাজের ক্ষেত্রে উভয় পদে এক বছর করে কন্ট্রাক্ট হিসাবে চুক্তি থাকবে। এইভাবে সর্বোচ্চ পাঁচ বছর চুক্তি করা হবে।

আবেদন ফিজের পরিমাণ-

কোনো টাকা লাগবে না।

নিয়োগ প্রক্রিয়া-

  • উপযুক্ত ব্যক্তিকে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
  • ইন্টারভিউতে কাজের তার দক্ষতা যাচাই করে কর্মী নির্বাচন করা হবে।
  • নিয়োগ সংক্রান্ত বিষয় অন্তিম সিদ্ধান্ত ব্যাংক বা সোসাইটি থেকে নেওয়া হবে।
  • আবেদনের মাধ্যম- অফলাইন

আবেদনের প্রক্রিয়া-

  • অসমাপ্ত আবেদন পত্র খারিজ করা হবে।
  • যে সমস্ত ব্যক্তি এই কাজের জন্য উপযুক্ত তাদেরকে নির্দিষ্ট তারিখের মধ্যে আবেদন করতে হবে সংস্থার দেওয়া ফরমেট অনুযায়ী।
  • আবেদন করার পর সেই আবেদন পত্রটি অফিসের নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
  • আবেদন করতে হবে আঞ্চলিক ম্যানেজার অথবা কো চেয়ারম্যান কে উদ্দেশ্য করে।

অফলাইনের ঠিকানা (Central Bank of India Recruitment 20250-

“Application for the post of Office Assistant/ Watchmen cum Mali at RSETI center Buldana on contract for One year” to Regional Manager/Co-Chairman, Dist. Level RSETI Advisory Committee (DLRAC), Central Bank of India, Regional Office-Akola, “Mangesh” Mangal Karyalay, Adarsh Colony, Akola 444004.

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (Central Bank of India Recruitment 2025)-

অফিশিয়াল নোটিশ- ক্লিক ও ডাউনলোড করুন

আরও পড়ুন- ইউনিয়ন ব্যাংক 2691 শূণ্যপদে নিয়োগ

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment