Kolkata Metro Railway GDMO Recruitment 2025: কন্ট্রাক্টচুয়াল পূর্ণ সময়ের পদ প্রার্থী হিসাবে কলকাতা মেট্রো রেল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে, যোগ্য প্রার্থীরা 4 ই মার্চ 2025 এ ইন্টারভিউয়ের জন্য আসুন

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Kolkata Metro Railway GDMO Recruitment 2025

Kolkata Metro Railway GDMO Recruitment 2025: কলকাতা মেট্রো রেলের তরফ থেকে সম্পূর্ণ কনট্রাকচুয়াল ভাবে এক বছরের জন্য সাপেক্ষে একটি মাত্র পদের জন্য ডাক্তার নিয়োগ করা হবে। ‌ প্রার্থীর ডাক্তারের ডিগ্রী এমবিবিএস থাকা বাঞ্ছনীয়। তপন সিনহা মেমোরিয়াল হসপিটালে নিয়োগ হবে। সরাসরি ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। 4 মার্চ 2025 এ সকাল 11:30 মিনিটে ইন্টারভিউয়ের জন্য আসতে হবে।

এই বিষয়ে একটি সরকারি নোটিশ মেট্রোরেলের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বলা আছে। এই প্রতিবেদনে মূল বিষয়গুলিকে তুলে ধরা হলো। গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Overview of Kolkata Metro Railway GDMO Recruitment 2025:

  • গুরুত্বপূর্ন তারিখ-
বিজ্ঞপ্তি জারির তারিখ25/02/2025
ইন্টারভিউ-এর তারিখ 04/03/2025
ইন্টারভিউ-এর জন্য পৌঁছাতে হবেসকাল 11.30
  • পদের নাম- স্থায়ী সময়ের GDMO
  • নিয়োগকারী সংস্থা- কলকাতা মেট্রো রেল
  • শূন্যপদের সংখ্যা- 01 টি
  • কাজের ধরণ- এক বছরের জন্য কন্ট্রাকচুয়াল কার্যক্রম নির্ধারিত।
  • বয়স সীমা- 01/01/2025 তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স সর্বোচ্চ 53 বছর হবে।
  • বেতন- 95000 টাকা/মাসে
  • কাজ করার সময়- পদপ্রার্থীকে প্রতিদিন 8 ঘণ্টা করে সপ্তাহে 6 দিন কাজ করতে হবে।
  • শিক্ষাগত যোগ্যতা- ভারতের যেকোন স্টেট মেডিকেল কাউন্সিল থেকে এমবিবিএস এর রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
  • আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস- ইন্টারভিউয়ের দিন প্রার্থীদের শিক্ষাগত দিক থেকে সমস্ত সার্টিফিকেটের অরিজিনাল ও নিজ অ্যাটেস্টেড সহ জেরক্স কপি জমা দিতে হবে।বয়স এবং পরিচয় পত্রের প্রমাণ হিসাবে প্রয়োজনীয় তথ্য সাথে রাখতে হবে।
  • নিয়োগ প্রক্রিয়া- ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে।
  • আবেদনের মাধ্যম- অফলাইন
  • আবেদনের প্রক্রিয়া- ইন্টারভিউয়ের দিনে যে আবেদনপত্র দেওয়া হবে সেটি ফিলাপ করে জমা দিতে হবে।
  • অফলাইনে ঠিকানা- Office of the Principal Chief Medical Officer (PCMO), Tapan Sinha Memorial Hospital, Metro Railway, 28/55, M.N. Sen Road, Chaditala, Kolkata-700040

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (Kolkata Metro Railway GDMO Recruitment 2025)-

অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
অফিশিয়াল নোটিশক্লিক ও ডাউনলোড করুন

Read More- Central Bank of India Recruitment 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment