TRAI Recruits Joint Advisor in New Delhi, 2025: টেলিকম রেগুলেটরি অথরিটির উচ্চ বেতনের সিনিয়র রিসার্চ পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তী জারী, আবেদনের শেষ তারিখ 28 ই মার্চ 2025, নতুন দিল্লিতে পোস্টিং

By Madhuchhanda Dhole

Updated On:

Follow Us
TRAI Recruits Joint Advisor in New Delhi, 2025

TRAI Recruits Joint Advisor in New Delhi, 2025: ভারতের টেলিকমিউনিকেশন অথরিটি সিনিয়র রিসার্চের পোস্টে নিয়োগ করতে চলেছে যার জন্য আবেদনের শেষ তারিখ 28 ই মার্চ 2025। বেশ কিছু যোগ্যতা এই পদে নিয়োগের জন্য লাগবে। নির্বাচিত প্রার্থীদের 03 বছরের মেয়াদে নিয়োগ করা হবে।

এই বিষয়ে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশনে নজর রাখুন। এই প্রতিবেদনে উক্ত অফিসিয়াল নোটিফিকেশন থেকেই প্রয়োজনীয় তথ্যাবলী সংযোগ করা হয়েছে। সম্পূর্ণ তথ্য জানবার জন্য প্রতিবেদনটি সম্পূর্ন পড়ুন।

🎯 Overview of the Recruits TRAI Recruits Joint Advisor in New Delhi, 2025:

  • 📆 গুরুত্বপূর্ন তারিখ-
বিজ্ঞপ্তি জারির তারিখ17/02/2025
আবেদন পাঠানোর শেষ তারিখ28/03/2025
  • ➡️পদের নাম- সিনিয়র রিসার্চ অফিসার
  • ➡️নিয়োগকারী সংস্থা- ভারতের টেলিকম রেগুলেটরি অথরিটি (হেডকোয়ার্টার)
  • ➡️নিয়োগের প্রক্রিয়া- কনট্রাক্টচুয়াল
  • ➡️শূন্যপদের সংখ্যা- নোটিশে এই বিষয়ে কিছু বলা নেই পরে জানা যাবে।
  • ➡️বয়স সীমা- 56 বছর
  • 💰 বেতন- ₹123100-215900 (7 ম সিপিসি অধীনে, পে ম্যাট্রিক্সের পে লেভেল-13, অনুযায়ী)। মহার্ঘভাতা (DA), ভাড়া ভাতা (HRA) সহ অন্যান্য ভাতা সরকারের নিয়ম অনুযায়ী প্রযোজ্য।
  • 📌 আবেদনের জন্য যোগ্যতা- এই পদে আবেদনের জন্য যে যোগ্যতা লাগবে তা হল-
  1. কেন্দ্রীয় সরকারি অফিসার, পাবলিক সেক্টর আন্ডারটেকিং অথবা স্বায়ত্তশাসিত সংস্থায় দীর্ঘদিন ধরে কর্মরত আধিকারিকরা এই কাজের জন্য আবেদন করতে পারেন।
  2. যারা লেভেল 13 অনুযায়ী সমতুল্য পদে তাই পদে কর্মরত
  3. লেভেল 12 এ অন্ততপক্ষে 5 বছর কাজের অভিজ্ঞতা আছে
  4. গ্রুপ এ পদে তাই হবে 12 বছর কাজে নিযুক্ত এবং লেভেল 12 অনুযায়ী অন্ততপক্ষে পাঁচ বছর কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে।
  • 📌 Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)- এই পদে আবেদন করার জন্য আবেদনকারীর ইনফরমেশন টেকনোলজি সিস্টেমে অভিজ্ঞতা থাকতে হবে এবং তাকে নিম্নলিখিত ক্ষেত্রে পেশাগত সার্টিফিকেট অর্জন করতে হবে, এই ক্ষেত্রগুলি হল PMP, MCSE, CISCO ইত্যাদি।
  • 📜 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস- সমস্ত ডিগ্রীর সার্টিফিকেট অথবা মার্কসিট সরকারি আধিকারিক এর দ্বারা অ্যাটেস্টেড করা।
  • 💲 আবেদন ফিজের পরিমাণ – সম্ভবত কোন ফিজ লাগবে না কারণ এই বিষয়ে নোটিশে কিছু বলা নেই।
  • ➡️নিয়োগ প্রক্রিয়া- এই বিষয়ে নোটিশে সেই ভাবে কিছু উল্লেখ করার নেই। তবে আশা করা যায় যারা এই পদের জন্য যোগ্য তাদের সমস্ত তথ্য যাচাই করে ইন্টারভিউ এর মাধ্যমে অন্তিম প্রার্থী নির্বাচন করা হবে।
  • 💫 আবেদনের মাধ্যম- অনলাইন এবং অফলাইন।
  • ➡️আবেদনের প্রক্রিয়া- অনলাইনে নোটিফিকেশন ডাউনলোড করে সেখানে দেওয়া নির্দেশ অনুযায়ী ফর্ম ফিলাপ করে নোটিসে দেওয়া ঠিকানায় আবেদনটি পাঠাতে হবে।
  • 📝 আবেদন পাঠানোর ঠিকানা- Senior Research Officer
    (A&P), Telecom Regulatory Authority of India, World Trade Centre, 6th Floor, Tower-F, Nauroji Nagar, New Delhi-110029 on or before 28th March, 2025.
  • ❇️ অনলাইনে- Website

❇️ প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক –

✅ অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
✅ অফিশিয়াল নোটিশক্লিক ও ডাউনলোড করুন

✅ Read More- CISF Recruitment 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment