IOCL Recruitment 2025: Indian Oil Corporation Limited (IOCL) সারাদিন জুড়ে অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার পদে 97 জন কে নিয়োগ করবে, এই হিসাবে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল 1 মার্চ 2025 এবং আবেদন করা যাবে 21 মার্চ 2025 পর্যন্ত। এই পদে আবেদনের জন্য রসায়ন বিজ্ঞানের এবং সমতুল্য শাখায় স্নাতকোত্তর হতে হবে। যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের এই সংস্থার দেশজুড়ে বিভিন্ন যে শাখা আছে সেখানে পোস্টিং দেয়া হবে। যারা এই পদে কাজ করতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি আবেদন করুন।
এই বিষয়ে একটি সরকারি নোটিশ সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। সেখানে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বলা আছে। এই প্রতিবেদনে মূল বিষয়গুলিকে তুলে ধরা হলো। গুরুত্বপূর্ণ তথ্য গুলি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নিয়োগকারী সংস্থা- Indian Oil Corporation Limited (Govt undertaking)
শূন্যপদের সংখ্যা- 97 শূন্য পদ
শূন্যপদের কার্স্ট অনুসারে বন্টন- সারা ভারত জুড়ে বিভিন্ন রাজ্য থেকে জাতিভিত্তিক শূন্য পদের তালিকা হল
Category
Vacancy
SC
13
ST
6
OBC (NCL)
24
EWS
9
UR
45
Total
97
PwBD (Reservation)
10
কাজের অভিজ্ঞতা- কেমিকাল টেস্টিং সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে অন্ততপক্ষে দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা- 28/02/25 তারিখ পর্যন্ত জেনারেল কাস্ট এর আবেদনকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স 30 বছর ধার্য করা হয়েছে।
বয়সের ছাড়-
ক্যাটেগরি (Category)
বয়সের ছাড় (Age Relaxation)
SC/ST
5 বছর
OBC
3 বছর
PwBD (UR/EWS)
10 বছর
Ex-Servicemen & Commissioned Officers
5 বছর
বেতন- Rs. 40000-140000 (Grade A0)
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারী কে রসায়ন বা বা সমতুল্য কোন বিষয়ে যেকোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান থেকে স্নাতকোত্তর হতে হবে। এক্ষেত্রে পাঠ্যক্রম একমাত্র পূর্ণ সময়ের ও রেগুলার হওয়া দরকার। কেমিস্ট্রির ক্ষেত্রে ইন অর্গানিক বা অর্গানিক বা অ্যানালিটিকাল বা ফিজিক্যাল বা অ্যাপ্লাইড কেমিস্ট্রি বা ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি নিয়ে যারা পড়াশোনা করেছেন তারা আবেদন করতে পারবেন।
শর্তাবলী- আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন ফিজের পরিমাণ ও মাধ্যম- অনলাইনে পরীক্ষার ফিজ জমা দিতে হবে।
Category (IOCL Recruitment 2025)
Amount
General, EWS and OBC (NCL)
Rs.600/- plus GST
নির্বাচন প্রক্রিয়া (পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও নম্বর)- অনলাইনে পরীক্ষা নেওয়া হবে।
বিষয়
নূন্যতম নম্বর পেতে হবে (জেনারেল, আর্থিক পিছিয়ে থাকা ও ওবিসি দের জন্য)
Computer based test (General Aptitude & Discipline knowledge)
40%
35%
Group discussion/ group task
40%
40%
Personal interview
আগের দুটি অংশে উত্তীর্ণ হলে কার্যকরী
আগের দুটি অংশে উত্তীর্ণ হলে কার্যকরী
নিয়োগ প্রক্রিয়া (IOCL Recruitment 2025)-
অনলাইনে প্রথমে পরীক্ষা নেওয়া হবে
এর পরবর্তী ক্ষেত্রে আবেদনকারীর তথ্য যাচাই করা হবে
এরপর সব শেষে যোগ্যপ্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আবেদনের মাধ্যম- অনলাইন
(How to Apply_IOCL Recruitment 2025) আবেদনের প্রক্রিয়া-
আবেদনকারীর একটি কার্যকরী ইমেল আইডি ও ফোন নাম্বার থাকতে হবে যার মাধ্যমে সমস্ত যোগাযোগ কার্যসম্পন্ন করা হবে। এই দুই সংযোগ মাধ্যমের কার্যকরী থাকার সময় অন্ততপক্ষে এক বছর হওয়া দরকার।
রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে তার মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে অনলাইনে টেস্ট দিতে হবে।
আবেদন করার সময় ৫০ কেবি থেকে ১০০ কেবি যেপিজে ফরম্যাটে বর্তমান সময়ের আবেদনকারীর ফটো ও স্ক্যান করা সই আপলোড করতে হবে। এমনকি সমস্ত শিক্ষাগত যোগ্যতার তথ্যাবলী, জাতিগত দিক থেকে যাদের সার্টিফিকেট আছে এবং অভিজ্ঞতা সংক্রান্ত বিষয় সবই প্রমাণস্বরূপ। উপযুক্ত তথ্যাবলী অনলাইনে আপলোড করতে হবে।
কেবলমাত্র অনলাইনে আবেদন প্রযোজ্য। এই ওয়েবসাইট (www.iocl.com) এ প্রবেশ করে রেলস্টেশন সম্পূর্ণ করতে হবে এবং এর জন্য ইংলিশ একমাত্র ভাষা।
দুটি স্টেপে অ্যাপ্লিকেশন বা আবেদন সম্পন্ন হবে- প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন এবং প্রোফাইল তৈরি করতে হবে। তারপর ওই ওয়েব এড্রেসে গিয়ে লগইন করে রেজিস্টার করা ইমেইল আইডি মাধ্যমে বাকি আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং অনলাইনে পরীক্ষার ফিজ জমা দিতে হবে।
প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক IOCL Recruitment 2025-
I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.