ITBPF Recruits Constable in 2025: Indo-Tibetan Border Police Force (ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স) 133 জন সাধারণ পদে কনস্টেবল নিয়োগ করবে, আবেদনের শেষ তারিখ 2 এপ্রিল 2025

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
ITBPF Recruits Constable in 2025

ITBPF Recruits Constable in 2025: ইন্দো-তিব্বত বর্ডার পুলিশ ফোর্সে (ITBP) বেশ কিছু কনস্টেবল পদে 133 জন কর্মী নিয়োগ হবে। ভারতের যেকোনো অধিবাসী এবং নেপালি ও ভূটানি যারা ভারতের অধিবাসী হিসেবে স্বীকৃত, মহিলা এবং পুরুষ নির্বিশেষে সকলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। যে সমস্ত ব্যক্তিরা খেলাধুলার সঙ্গে যুক্ত তাদের মধ্য থেকেই এই পদগুলি পূরণ করা হবে। নিয়োগ অস্থায়ী রূপে হলেও নিযুক্ত ব্যক্তিরা পূর্ণ সময়ের কর্মীদের মধ্যে সুযোগ-সুবিধা পাবেন।

এই পদে নিয়োগের বিষয়ে সরকারি নোটিফিকেশন ওয়েবসাইটে অন্তর্ভুক্ত আছে। সেখান থেকে গুরুত্বপূর্ণ তথ্য সমূহ এই প্রতিবেদনে তুলে ধরা হলো। বিজ্ঞপ্তি সম্বন্ধে জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Read more: AAI Recruits 206 Assistants in 2025

Overview of ITBPF Recruits Constable in 2025:

Important Dates-

বিজ্ঞপ্তি জারি03/03/2025
আবেদন শুরু04/03/2025 (at 00:01 am)
আবেদন শেষ02/04/2025 (upto 11:59 pm)

Post: কনস্টেবল (জেনারেল ডিউটি)

Recruiter: ইন্দো-টিবেটান বর্ডার পুলিশ ফোর্স

No. of Post: 133

Age: 18-23 বছর (03/04/2025 পর্যন্ত্য)

Age Relaxation: সরকারের সাধারণ নিয়ম অনুযায়ী এক্ষেত্রেও বয়সে ছাড়ের ব্যবস্থা আছে

Read this article to know moreCISF Recruitment 2025

Salary- Rs. 21700-69100 (7th CPC)

Eligibility for this post:

  • আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল্য শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে হবে।
  • প্রার্থীকে নোটিশে দেওয়া 27 টি খেলার মধ্যে যেকোনো একটি খেলায় যোগদান করতে হবে অথবা সেখান থেকে মেডেল পেতে হবে। তাহলে নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।

Selection Process in ITBPF Recruits Constable in 2025:

মোট 27টি বিভিন্ন ধরনের খেলায় অংশগ্রহণ করেছে বা সেই খেলায় মেডেল পেয়েছেন এইরকম ব্যক্তিরা আবেদন করতে পারেন।

  • যোগ্যপ্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আবেদন করা প্রার্থীদের মধ্য থেকে যারা পরীক্ষায় বসার যোগ্য তাদের অ্যাডমিট অনলাইনে দেওয়া হবে।
  • এরপর তিনটি ধাপে পরপর পরীক্ষা নিয়ে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।
  • প্রথমে তথ্য যাচাই হবে, তারপর শারীরিক মাপ সঠিক কিনা তা যাচাই করা হবে, প্রার্থীর মেডিকেল পরীক্ষা হবে।

Application Mode: Online only

Fee amount for application and mode:

আবেদনকারী প্রার্থীকে কেবলমাত্র অনলাইনে আবেদনের জন্য ফিজ জমা করতে হবে। ওয়েবসাইট টি হল https://reruitment.itbpolice.nic.in

CategoryAmount
Male [UR, OBC, EWS]100
Female, SC, STNIL

How to Apply for ITBPF Recruits Constable in 2025:

  • প্রথমে ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
  • যে সমস্ত খেলোয়াড় আবেদনের জন্য যোগ্য তারাই কেবলমাত্র অনলাইনে আবেদন করবেন।
  • আবেদনের সময় ফর্ম ফিলাপের সময় খেলার সঙ্গে যুক্ত উপযুক্ত সার্টিফিকেট আপলোড করতে হবে।
  • যারা আবেদনের জন্য ফ্রিজ দেবার উপযুক্ত তারা অনলাইনে পেমেন্ট প্রক্রিয়া সম্পূর্ণ করবেন।
  • তারপর পুরো ফর্মটি সাবমিট করে একটি কপি ডাউনলোড করে রাখতে হবে নিজের কাছে।

Important links of Indo-Tibetan Border Police Force 2025:

Website linkClick / recruitment page
NotificationDownload

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment