Some Top Government Jobs after Graduation: গ্রাজুয়েশন এর পর কোন কোন সরকারি চাকরির পরীক্ষা হয় এবং কিভাবে তার প্রস্তুতি নেবে, তা জেনে নাও

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Government Jobs after Graduation

Some Top Government Jobs after Graduation: ভারতে রাজ্য এবং কেন্দ্র সরকারের একাধিক চাকরির পরীক্ষা হয়। প্রত্যেকটার আলাদা আলাদা সময়সীমা এবং সিলেবাস আছে। প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে পোস্ট এবং কাজের পরিমাণ আলাদা। বেতন কাঠামো বিভিন্ন হয়ে থাকে। বিভিন্ন পোস্টে চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন লাগে। বেশ কিছু চাকরি আছে যার জন্য শিক্ষাগত যোগ্যতার পরিমাণ কম থাকে, সেগুলির জন্য কাজের পরিমাণ বেতন সুযোগ-সুবিধা সেই হিসাবেই ধার্য থাকে। বেশ কিছু চাকরি আছে যেগুলোর জন্য নূন্যতম স্নাতক ডিগ্রীর দরকার হয়।

কোন কোন চাকরির ক্ষেত্রে (Government Jobs after Graduation) স্নাতক ডিগ্রি লাগে, তার বেতন কাঠামোই বা কত সেগুলি নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

তুমি যদি বর্তমানে ছাত্র বা ছাত্রী হও এবং ভাবছো যে, ভবিষ্যতে কিভাবে চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। কোন কোন চাকরি বা আছে তাহলে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ো।

Govt. job types (Government Jobs after Graduation)-

ভারতবর্ষের মত এত বড় দেশের প্রশাসনিক তথা পরিষেবা মূলক কাজের জন্য বিভিন্ন দপ্তর আছে। সে সমস্ত কার্য গুলি পরিচালনার জন্য প্রচুর কর্মীর প্রয়োজন। তাই ভারত সরকার সারা বছর ধরে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে কর্মী নিয়োগ করে। একইভাবে প্রত্যেকটি রাজ্য পরিচালনার জন্য রাজ্য সরকার বিভিন্ন দপ্তর পরিচালনার জন্য প্রচুর কর্মী নিয়োগ করে এবং তাদের নির্বাচনের জন্য বেশ কিছু বিশেষ পরীক্ষার আয়োজন করে। এ সমস্ত ক্ষেত্রে কর্মী নিয়োগের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা স্থির করা হয়েছে, যাতে যোগ্য প্রার্থীকে নির্বাচন করা সহজ হয়। এই হিসাবে সরকারি চাকরি দুই প্রকার কেন্দ্র সরকারি চাকরি ও রাজ্য সরকারি চাকরি।

Process of Recruitment-

এই সম্বন্ধে (Government Jobs after Graduation) একটি সংক্ষিপ্ত তথ্য এই প্রতিবেদনে প্রকাশিত হলো।

  • বেশিরভাগ চাকরির ক্ষেত্রে মহিলা এবং পুরুষ উভয় শ্রেণীর মানুষই যোগ্য। তবে বেশ কিছু চাকরি আছে যে ক্ষেত্রে কেবলমাত্র পুরুষ কর্মীদের নিয়োগ করা হয় আবার বেশ কিছু চাকরি আছে যেগুলো শুধুমাত্র মহিলাদের জন্য।
  • চাকরি পরীক্ষার ক্ষেত্রে সংবিধান অনুযায়ী জাতির ভিত্তিতে সংরক্ষণের ব্যবস্থা প্রযোজ্য। বিভিন্ন চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বিভিন্ন মানদন্ড হিসেবে রাখা হয়েছে।
  • বিভিন্ন পরীক্ষায় নির্বাচনের পদ্ধতি ও আলাদা। এমনকি জাতির ভিত্তিতে পরীক্ষার ফিজ নির্ধারিত হয়।
  • বর্তমান উন্নত প্রযুক্তির যুগে বেশিরভাগ ক্ষেত্রে চাকরি পরীক্ষার আবেদন অনলাইনে করা হয় এবং বেশিরভাগ পরীক্ষা কম্পিউটারের মাধ্যমে নেওয়া হয়।
  • তারপর ওই ধাপে নির্বাচিত প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড বিচার করা হয় এবং মেডিকেল দিক থেকে সক্ষমতা যাচাই ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।
  • যেহেতু বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে পদ্ধতি বিভিন্ন তাই প্রত্যেকটি পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে আলাদা আলাদা দপ্তর ও আলাদা আলাদা ওয়েবসাইট তৈরি করা হয়েছে।
  • তাদের মাধ্যমে আলাদাভাবে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং নোটিফিকেশন এর মাধ্যমে সেই সম্মানীয় প্রয়োজনীয় তথ্যাদি প্রকাশ করা হয়। তাই আবেদনকারীকে সরকারি ওই পরীক্ষার ওয়েবসাইটে গিয়ে আগে ভালো করে সমস্ত তথ্যাদি জেনে তারপর আবেদন করা উচিত। তবে সবার আগে জানা দরকার কোন কোন পরীক্ষা (Government Jobs after Graduation) হয়।

List of Government Jobs after Graduation-

Exam List of Government Jobs after GraduationSalary/Month (Rs.)
Combined Defence Services (CDS) / AFCAT Exam56,100 – 2,50,000
Combined Defence Services (CDS) Exam21,700 – 2,50,000
Indian Coast Guard Navik Exam21,000 – 67,000
Indian Navy Agniveer (MR & SSR) for Women30,000
CDSE/ INET/ NCC21,700 – 1,51,100
Interview / Personality Test and Medical Exam10,000 – 90,000
CLAT (PG) Exam56,100 – 1,77,500
Education Corps Written Exam, SSB Interview70,000 – 1,00,000
SSC CHSL (LDC, DEO, Postal Assistant, Sorting Assistant)19,900 – 81,100
SSC CGL (Income Tax Inspector, Assistant Section Officer, Auditor, Sub-Inspector (CBI), etc.)25500 – 1,51100 (Levels 7 & 8)
State Police Constable Exams21,700 – 69,100
Railway Group D & RRB ALP18,000 – 35,000
RRB NTPC (Commercial Apprentice, Station Master, Traffic Assistant, Goods Guard)25,500 – 35,400
Indian Army Women Military Police (WMP)21,700
DSSSB Clerk9,300 – 27,000
UPSC Civil Services Exam (IAS, IPS, IFS, IRS)56,100 – 2,50,000
SBI PO & IBPS PO41,960 + allowances
CDS (Combined Defence Services) for Women (Indian Army (OTA), Indian Air Force, Indian Navy)56,100 + allowances
State PCS Exams (Deputy Collector, DSP, Tax Officer)56,100 – Rs 1,77,500
UGC NET (Assistant Professor, Junior Research Fellowship)31,000 for JRF) and 57,700 for Assistant Professor
SSC CPO_Sub Inspector35,400 – 1,12,400 (Level-6)
SSC JE35400-112400 (Level-6)
RRB JE 59,637 – 61,144
DMRC (General Manager and Engineers)37,400 – 67,000

How to Apply for Government Jobs after Graduation-

  • প্রথমে আবেদনকারী কে উক্ত চাকরির অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হয়।
  • নোটিফিকেশন ভালো করে পড়তে হয়, এই পরীক্ষার জন্য আবেদনের পদ্ধতি ও পরীক্ষা সংক্রান্ত নিয়ম সম্বন্ধে জানার জন্য কি কি চাওয়া হয়েছে।
  • যদি ওই পরীক্ষার ক্ষেত্রে কোনোরকম ফিজ থাকে তাহলে তা পরিমাণ কত এবং কিভাবে সেটি জমা করতে হবে সেই হবে তা জমা করতে হয়।
  • রেজিস্ট্রেশন এর মাধ্যমে উক্ত ওয়েবসাইটে ফর্ম ফিলাপের জন্য লগইন করতে হয়।
  • তারপর প্রয়োজন মাফিক তথ্য প্রবেশ করিয়ে ফর্মটি সম্পূর্ণ ফিলাপ করে সাবমিট করতে হয় এবং তারই একটি অংশ ডাউনলোড করে নিজের কাছে রাখতে হয়।
  • পরবর্তী ক্ষেত্রে ওয়েবসাইটে নজর রাখতে হয় পরবর্তী বিষয়ে নোটিফিকেশনে জন্য।

উদাহরণস্বরূপ একটি ওয়েবসাইটের লিংক এখানে দেওয়া হল-

WBPSC- Click

Read more- Job Vacancy for Freshers in Deloitte IT in 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment