Prime Minister Internship Scheme 2025: স্নাতক ও স্নাতকোত্তরের ছাত্র-ছাত্রীদের জন্য প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ স্কীমে আবেদন আর মাত্র 2 দিন করা যাবে

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Prime Minister Internship Scheme 2025

Prime Minister Internship Scheme 2025: শিল্প কেন্দ্রের বিভিন্ন কাজ হাতে কলমে কাজ শেখার জন্য বর্তমানে বিভিন্ন সংস্থা সহ সরকারি ক্ষেত্রগুলিও ছাত্র-ছাত্রীদের জন্য বড় সুযোগ করে দিচ্ছে। এতে হাতে-কলমে কাজ শেখার পাশাপাশি বেশ কিছুটা রোজগারের ও ব্যবস্থা হবে তার সাথে তারা যে সার্টিফিকেট পাবে সেগুলিও অন্য সংস্থায় বা উক্ত সংস্থায় তাই হবে কাজ পেতে সাহায্য করবে। পি এম ইন্টার্নশিপ 2025 একটি মূল্যবান ক্ষেত্র, যেখানে এই সার্টিফিকেট কোর্স করবার খুব ভালো সুযোগ পাওয়া যাবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আগামীদিনে উচ্চ লক্ষ্যে পৌঁছতে চাইছো তাদের জন্য এটি খুব ভালো সুযোগ। বেশি বাকি নেই শীঘ্র ও আবেদন কর।

Overview of Prime Minister Internship Scheme 2025:

Important Date:

আবেদনের শেষ তারিখ- 12/03/2025

আবেদনের জন্য বয়স- 21-24 বছর হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী বিভিন্ন কাস্ট- এর প্রার্থীরা বয়সে ছাড় পাবে।

শিক্ষাগত যোগ্যতা-

  • এতে আবেদনের জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা লাগবে 10ম শ্রেণী পাস, 12 শ্রেণী পাস অথবা স্নাতক।
  • যে সমস্ত প্রার্থীরা মাধ্যমিক বা সমতুল্য শিক্ষার সঙ্গে আইটিআই করেছে তারা অভিধান করতে পারবে। যারা উচ্চমাধ্যমিকে সঙ্গে এআইসিটি অন্তর্ভুক্ত ডিপ্লোমা কোর্স করেছে অথবা যে সমস্ত প্রার্থীরা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছে তারাও আবেদনে যোগ্য।

অন্যান্য যোগ্যতা-

যে সমস্ত পরিবারের বার্ষিক আয় আট লাখের কম তারা এই সুযোগ পাবে।

Stipend/স্টাইপেন- যে সমস্ত প্রার্থীরা এই কোর্স করবে তাদের মাসে 5000 টাকা করে ১২ মাস পর্যন্ত একটি স্টাইপেনের ব্যবস্থা আছে। এর পাশাপাশি এককালীন ৬০০০ টাকা এন্ট্রান্সীপের শুরুতে পাওয়া যাবে।

How to Apply (কিভাবে আবেদন করবে) for Prime Minister Internship Scheme 2025-

  • এই কোর্সে আবেদনের জন্য পিএম ইন্টার্নশিপ পোর্টালে লগইন করে নির্দিষ্ট ওয়েবসাইটে (pminternship.mca.gov.in) প্রবেশ করতে হবে।
  • ওই পোর্টালে আবেদনকারী কে রেজিস্ট্রেশন করাতে হবে এবং উপযুক্ত নথি আপলোড করতে হবে।
  • এরপর বাছাই পর্বে উপযুক্ত প্রার্থীদের নির্বাচন করা হবে এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

Important Links:

  • Official Website: Click
  • Email-Id- pminternship@mca.gov.in
  • Toll-Free No. 1800 11 6090

Read More- Top Government Jobs after Graduation

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment