Cabin Assistant & Pointsmen Recruitment 2025 in KDS of SMP: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোটে কন্টাক্টচুয়াল ভাবে কেবিন অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান নিয়োগ

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Cabin Assistant & Pointsmen Recruitment 2025

Cabin Assistant & Pointsmen Recruitment 2025: কলকাতা শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্টে 5 জন কেবিন অ্যাসিস্ট্যান্ট ও 4 জন পয়েন্টম্যান কন্টাকচুয়াল ভাবে নিয়োগ করা হবে। এক বছর মেয়াদে এই নিয়োগ সম্পন্ন হবে। অবসরপ্রাপ্ত ট্রেন ক্লার্ক এবং পয়েন্ট ম্যান হিসেবে কাজ করলে আপনি আবেদন করতে পারেন। প্রতিমাসে ভালো টাকা করে বেতন পাবেন।

Overview of Cabin Assistant & Pointsmen Recruitment 2025:

আবেদনের শেষ তারিখ:

5 এপ্রিল 2025

পদের নাম:

কেবিন অ্যাসিস্ট্যান্ট ও পয়েন্টম্যান

নিয়োগকারী সংস্থা:

Medical Department at Kolkata Dock System (KDS) (শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট, কলকাতা)

Cabin Assistant & Pointsmen Recruitment 2025, পদের সংখ্যা:

কেবিন অ্যাসিস্ট্যান্ট 5 জন
পয়েন্টম্যান4 জন

নিয়োগের ধরন:

1 বছরের জন্য কন্ট্রাক্টচুয়াল

বয়স সীমা:

CategoryAge Limit (01/03/25 পর্যন্ত)
কেবিন অ্যাসিস্ট্যান্ট62 বছর
পয়েন্টম্যান62 বছর

বেতন:

CategorySalary (Rs.)
কেবিন অ্যাসিস্ট্যান্ট35000
পয়েন্টম্যান26000

প্রয়োজনীয় শর্তাদি:

  1. শিক্ষাগত যোগ্যতা- উভয় পদের এর জন্য ভারতের কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল্য যোগ্যতা থাকতে হবে।
  2. অভিজ্ঞতা (experience)-
কেবিন এসিস্ট্যান্টপয়েন্টম্যান
*কেবিন এসিস্ট্যান্ট পদের জন্য ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত সিনিয়র ট্রেন ক্লার্ক অথবা হেড ট্রেন ক্লার্ক অথবা প্রধান ট্রেন ক্লার্ক পদে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
*ট্রেনের বিভিন্ন কাজের সাথে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে।
*পয়েন্টম্যান হিসাবে কাজে যোগ দেওয়ার জন্য ভারতীয় রেলের অবসরপ্রাপ্ত পয়েন্টম্যান অথবা পয়েন্টম্যান এ অথবা টোকেন পোর্টার হিসাবে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
*লোকোমোটিভ পাইলট অথবা এই সংক্রান্ত কাজের অভিজ্ঞতা ও এই সংক্রান্ত কাজ জানতে হবে।

আবেদন করার মাধ্যম:

অফলাইন পদ্ধতিতে হার্ডকপিতে জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর পদ্ধতি ও ঠিকানা:

Annexture 1 এর পদ্ধতি অনুসারে আবেদন পত্র লিখে 04/04/2025 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সমস্ত নিজস্ব তথ্য সহ আবেদন পত্র টি পাঠাতে হবে। “Application for engagement as Cabin Assistant (on contract)” & “Application for engagement as Pointman (on contract)”

ঠিকানা-

Sr. Dy. Secretary-II,
Syama Prasad Mookerjee Port, Kolkata, at 15, Strand Road, Kolkata – 700001

নিয়োগের পদ্ধতি:

  • যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদের লিখিত পরীক্ষা বা টেস্টের জন্য বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেই সম্বন্ধে পরে জানানো হবে।
  • স্থান সময় এর মধ্যেই জানিয়ে দেওয়া হবে।
  • ইন্টারভিউ এর দিন আবেদনকারীকে নিম্নলিখিত তথ্যাদি নিজের সাথে আনতে হবে।
  • প্রয়োজনীয় তথ্যাদি বা ডকুমেন্ট:
    • নিজের সাথে আনা নিজস্ব তথ্যাদির ডুবলিকেট কপিতে নিজের সই থাকতে হবে।
    • বোর্ডের পরীক্ষার এডমিট কার্ড
    • শিক্ষাগত এবং কাজের অভিজ্ঞতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যাদি
    • দুটি পাসপোর্ট সাইজ ছবি
    • ভারতের অধিবাসী হিসেবে প্রমাণের জন্য পরিচয় পত্র

Important Link (Cabin Assistant & Pointsmen Recruitment 2025):

আরো পড়ুন: Kolkata Dock Recruits 5 Lady Security Guards in SPM Port

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment