Asha Scholarship 2025 from SBI for Students: কেন্দ্র এবং রাজ্য সরকারের সহায়তায় অনেক মেধাবী ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য বিভিন্ন স্কলারশিপ পায়। এবার সেই কাজে সহায়তা করতে হাত বাড়িয়ে দিয়েছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া কিন্তু মেধাবী ছাত্র-ছাত্রীদের এসবিআই ব্যাংক একটি স্কলারশিপের ব্যবস্থা করেছে। যোগ্য ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় তথ্যাদি সহ SBI Asha Scholarship 2025 এর জন্য আবেদন করতে পারবে।
কারা এই স্কলারশিপ পাওয়ার জন্য যোগ্য, এর জন্য কি করতে হবে, কত টাকায় বা পাওয়া যাবে এইসব জানতে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে নোটিফিকেশনে বিস্তারিত জানা যাবে। তবে এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিষয়টি তুলে ধরা হলো।
Key-points of SBI Asha Scholarship 2025:
- আবেদন করার শেষ তারিখ: 31 মার্চ 2025
- স্কলারশিপ এর মোট পরিমাণ: 20 লক্ষ টাকা।
- স্কলারশিপ পাওয়া যাবে: এই স্কলারশিপ এর জন্য আবেদন করলে মোট পড়াশোনা বাবদ খরচের অর্ধেক বা 50% পর্যন্ত পাওয়া যাবে।
- আবেদনকারীর যোগ্যতা:
- আবেদনকারী কে ভারতের যেকোনো রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- এছাড়াও তাকে অবশ্যই তপশিলি জাতি বা উপজাতি বা আদিবাসী সম্প্রদায় ভুক্ত হতে হবে।
- আবেদনকারীকে পূর্ববর্তী পরীক্ষায় 75% নম্বর পেলে আবেদনের যোগ্য। এই সুযোগ পাওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার অন্তর্ভুক্ত হতে হবে অন্ততপক্ষে যেকোন বিষয় স্নাতকোত্তর বা সমতুল্য অন্য কোন ক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য এডমিশন নিয়ে থাকতে হবে।
- আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় 6 লক্ষের কম হওয়া দরকার।
- স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে আবেদন করার জন্য নিয়মবিধি:
- যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য ইচ্ছুক তাদের প্রথমে সংস্থার ওয়েবসাইটে প্রবেশ করে শর্তাদি ভালো করে পড়ে নিতে হবে।
- তারপর SBI Asha scholarship জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে “Apply Now” বোতামটি ক্লিক করে পরবর্তী পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।
- এখানে যে ফর্মটি পাওয়া যাবে সেটি ভালোভাবে প্রয়োজনমতো পূরণ করে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এবং যে সমস্ত তথ্যাদি আপলোড করতে বলা হয়েছে সেগুলি প্রয়োজনমতো নির্দেশনাবলী মেনে আপলোড করে তা জমা দিতে হবে।
Important link of Asha scholarship 2025:
Official Website | https://www.sbifashascholarship.org/ |
“Apply Now” | https://www.buddy4study.com/page/sbi-asha-scholarship-program-for-overseas-education |
Read more: Prime Minister Internship Scheme 2025
Disclaimer: এই স্কলারশিপের বিষয়ে সম্পূর্ণ বিস্তারিত জানতে উপরে দেওয়া এস.বি.আই. এর লিংকে গিয়ে জানা যেতে পারে। এই প্রতিবেদনে সেখান থেকেই প্রয়োজনে তথ্যাদি তুলে ধরা হয়েছে।