Indian Oil Recruitment 2025: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন [Indian Oil Corporation (IOCL)] ভারতের বিভিন্ন রাজ্য থেকে মোট ২০০ জন শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে বলে বিজ্ঞপ্তি জারি করেছে। নূন্যতম যেকোন শাখার স্নাতক হলে আবেদন করা যাবে।
কারা আবেদনের যোগ্য, আবেদন কতদিন পর্যন্ত করা যাবে, কিভাবে আবেদন করতে হবে এইসব বিষয়ে বিস্তারিত হবে তথ্য অফিসিয়াল নোটিফিকেশনে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যগুলি তুলে ধরা হলো।
Overview of Indian Oil Recruitment 2025:
Important Date:
Event | Date |
আবেদন শুরু হয়েছে | 16/03/2025 (10:00 AM থেকে ) |
আবেদনের শেষ তারিখ | 22/03/2025 (11:55 PM পর্যন্ত্য ) |
Post Name and Vacancy:
Post | No. of Vacancy |
Graduate Apprentice | 80 |
Technician Apprentice | 58 |
Trade Apprentice | 62 |
Age Limit:
18-24 বছর বয়স
Cast wise Age Relaxation:
Category | Age Relaxation (Years) |
SC/ST | 5 |
OBC | 3 |
PwBD | 10 |
Eligibility for Indian Oil Recruitment 2025:
এই পোস্টে আবেদনের জন্য যে যোগ্যতা লাগবে তা হল-
- প্রযুক্তিবিদ শিক্ষানবিশ (Technician Apprentices): সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখায় (যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইন্সট্রুমেন্টেশন, সিভিল ইত্যাদি) ৩ বছরের ডিপ্লোমা, ন্যূনতম ৫০% নম্বর (SC/ST/PwBD-র জন্য ৪৫%)।
- ট্রেড শিক্ষানবিশ (Trade Apprentices): ফিটার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ইন্সট্রুমেন্ট মেকানিক বা মেশিনিস্টে ২ বছরের ITI সার্টিফিকেট।
- গ্র্যাজুয়েট শিক্ষানবিশ (Graduate Apprentices): B.A., B.Sc., B.Com., BBA-তে ন্যূনতম ৫০% নম্বর (SC/ST/PwBD-র জন্য ৪৫%)।
- ডেটা এন্ট্রি অপারেটর (DEO): ১২ শ্রেণী উত্তীর্ণ এবং কম্পিউটার সম্পর্কে মৌলিক দক্ষতা।
- DEO (Skill Certificate Holders): ১২ শ্রেণী পাশ + ‘ডোমেস্টিক ডেটা এন্ট্রি অপারেটর’ স্কিল সার্টিফিকেট।
Process of Selection:
- আবেদনকারীদের মধ্যে থেকে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে, নম্বরের উপর ভিত্তি করে।
- তারপর তাদের তথ্যাদির সত্যতা যাচাই করা হবে।
- সবশেষে যারা বাছাই হবেন তাদের মেডিকেল ফিটনেস পরীক্ষা নেওয়া হবে।
এই তিনটি ধাপের মধ্য দিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
Stipend Amount:
নির্বাচিত প্রার্থীরা ট্রেনিং চলাকালীন স্টাইফেন হিসাবে কিছু পারিশ্রমিক পাবেন, তা হল নিম্নলিখিত-
- Technician & Graduate Apprentices: IOCL এবং সরকারের BOAT স্কিম থেকে আংশিক ভাতা।
- Trade Apprentices: IOCL সম্পূর্ণ ভাতা প্রদান করে।
- Data Entry Operators: শিক্ষানবিশ আইন অনুযায়ী ভাতা।
How to Apply for Indian Oil Recruitment 2025:
তিনটি ধাপে আবেদন ক্রিয়া সম্পন্ন করতে হবে-
- প্রথমে আবেদনকারীকে সংস্থার ওয়েবসাইটে গিয়ে ভালো করে নোটিফিকেশন দেখতে হবে।
- দুটি আলাদা পদে শিক্ষানবির নিযুক্ত হওয়ার কারণে আবেদনকারীদেরকে নির্দিষ্ট পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে। এই পোর্টালের লিংক সব শেষে দেওয়া আছে।
- এরপর অ্যাপ্রেন্টিস পেজে গিয়ে যে সমস্ত তথ্যচা হয়েছে সেগুলি আপলোড করতে হবে।
Important Links:
Indian Oil Website | Click |
IOCL Apprentice Website | Click |
Advertisement | Click & Download |
Trade & DEO Apprentices | Click on NSPA Portal |
Technician & Graduate Apprentices | Click NATS Portal |
More Read: Cabin Assistant & Pointsmen Recruitment 2025 in KDS of SMP