vivo র একটি মডেল 14th Feb 2025 ভারতের লঞ্চ হয়েছিল, গ্রাহকরা খুব সস্তায় শক্তিশালী ব্যাটারীযুক্ত (5000 mAh) vivo T1 5G Model টি হাতের মুঠোয় পেয়েছে। মডেলটি দাম ₹15,990 মধ্যে। কম দাম হলেও মডেলটি ফিচারে ভরপুর। মডেলটি দেখতেও যথেষ্ট আকর্ষণীয়।
ফোনটি কেনার আগে ভালো করে মডেলটি সম্পর্কে জেনে নিন বিস্তারিতভাবে। বিশেষ করে কি কি ফিচারের মধ্যে রাখা হয়েছে তার মূল্য কত এবং এর পারফরমেন্স কি রকম হতে পারে।
vivo T1 5G Model এর দাম ও স্টোরেজ?
এই মডেলটি বহু মানুষ সার্চ করেছেন গত সাত দিনে। যেহেতু মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে ফোনটির দাম রাখা হয়েছে, তাই চাহিদা যথেষ্ট বেশি। এটি এন্ড্রয়েড ফোন (Android v12) এবং ক্যাশব্যাক এর সুবিধা সহ ইএমআই সাপোর্টও এখানে রাখা হয়েছে।
ফোনের RAM 4-12 GB রাখা হয়েছে। এতে দুটি সিমের স্লট আছে, অবশ্যই ন্যানো সিম এতে সাপোর্ট করবে। ইন্টারনাল স্টোরেজের ক্যাপাসিটিও যথেষ্ট বেশি (128 GB – 1 TB)। অপর গুরুত্বপূর্ণ ফেসিলিটি হলো এটি জল প্রতিরোধ (water resistance) ক্ষমতা সম্পন্ন।
Read More: ভারতীয় নেভিতে কর্মী নিয়োগ
Flipkart এ এই মডেলটি 3 টি রেঞ্জে পাওয়া যাচ্ছে – 4 GB + 128 GB দাম ₹15,990, 6 GB + 128 GB দাম ₹16,990 এবং 8 GB + 128 GB দাম রাখা হয়েছে ₹19,990

এই মডেলটি যথেষ্ট স্টাইলিশ এবং ডুয়াল গ্লাস ডিজাইন যুক্ত অর্থাৎ কোম্পানি ফোনের সুরক্ষার দিকেও যথেষ্ট নজর রেখেছে। এটি মেটাল মিডিল ফ্রেম যুক্ত। ব্যাটারি যথেষ্ট শক্তিশালী হওয়ায় চার্জের সংরক্ষণ এবং ফোনে গেম খেলা অথবা ইন্টারনেটে কাজ করার ক্ষেত্রেও ফোনটি যথোপযুক্ত। এটি কোম্পানি দাবি করেছে যে এত ফিচার যুক্ত দামের মধ্যে ভারতের প্রথম এই ফোনটি vivo কোম্পানি থেকেই লঞ্চ করা হয়েছে।
ভারতের লঞ্চ হল সস্তায় শক্তিশালী ব্যাটারীযুক্ত vivo T1 5G Model এর স্পেসিফিকেশন
1. Processor – এই মডেলটিতে (ভারতের লঞ্চ হল সস্তায় শক্তিশালী ব্যাটারীযুক্ত (vivo T1 5G Model) Qualcomm Snapdragon 695 প্রসেসর সহ 4GB RAM এবং অক্টাকোর ব্যবহার করা হয়েছে।
2. Display – এই মডেলটির (vivo T1) ডিসপ্লে 6.58 inches (16.71 cm), IPL LCD এখানে পাওয়া যাবে। এর পিক্সেল 1080 x 2408 px। এতে 120 hz রিফ্রেশ রেট, এবং বেজেল লেস উইথ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে্র সুবিধে আছে।
3. Camera – vivo T1 মডেলে 3 ধরনের ক্যামেরা (Tripple Camera) আছে। রিয়ার ক্যামেরার সেটআপ হলো ট্রিপিল ক্যামেরাযুক্ত, যেটিতে 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যঙ্গেল প্রাইমারি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে এবং যার মধ্যে 2 মেগাপিক্সেল Macro Camera, ও 2 মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা ব্যবহার করা হয়েছে, LED Flash এবং Full HD @30fps ভিডিও রেকর্ডিংয়ে সুবিধা রাখা হয়েছে, যার ফলে ভিডিও চলবে জলের মতো।
ফন্ট ক্যামেরার ক্ষেত্রে 16 MP ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ফুল এইচডি @30fps ভিডিও রেকর্ডিং এর ব্যবস্থা আছে।
4. Battery – এত কম দামের মধ্যে কোম্পানি 5000 mAh ক্যাপাসিটির ব্যাটারি দিচ্ছে যেটি সত্যি অতুলনীয়। এছাড়াও 18w দ্রুত চার্জিং, ইউ.এস.বি. টাইপ সি পোর্ট যুক্ত, এতে খুব দ্রুত মোবাইলটি চার্জ হয়ে যাবে এবং বহুক্ষণ বিনাচার্যে মোবাইলটি চালানো যাবে।
এতসব লোভনীয় ফিচার সহ vivo T1 5G Model এই মডেলটি এত কম দামের মধ্যে পাওয়া যাচ্ছে, তাই আর দেরি না করে যারা ভাবছেন একটা কম বাজেটের মধ্যে ভালো ফিচারসহ মোবাইল কিনবেন তারা এক্ষুনি Flipkart এ অর্ডার করুন, দেরি করলে স্টক শেষ হয়ে যাবার ও সম্ভাবনা আছে, তাই আর দেরি করবেন না।