IAR Recruits MEDICAL ASSISTANT 2025: ভারতীয় বায়ু সেনাবাহিনীতে কর্মী নিয়োগ

IAR Recruits MEDICAL ASSISTANT 2025: ভারতীয় এয়ার ফোর্সে গ্রুপ ওয়াই ক্যাটেগরিতে নন টেকনিক্যাল পদে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ইয়ারমেন নিয়োগের বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে।

ভারতীয় এবং গোর্খা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারেন। এই ক্ষেত্রে কেবলমাত্র অবিবাহিত পুরুষেরা আবেদন করতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে দেওয়া হয়েছে। আবেদন একমাত্র অনলাইনেই করা যাবে, 11 জুলাই থেকে শুরু হবে। আনুমানিক পরীক্ষা সেপ্টেম্বর মাসে হওয়ার কথা বলেছে।

বিজ্ঞপ্তিতে শূন্য পদের সংখ্যা সম্বন্ধে কিছু বলা হয়নি কেবলমাত্র আবেদন প্রক্রিয়া, যোগ্যতা এবং নিয়োগের প্রক্রিয়া সম্বন্ধে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of IAR Recruits MEDICAL ASSISTANT 2025:

Important Date:

Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
11/07/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
31/07/2025
Admit Card Issue Date
(অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ)
পরীক্ষার আগে জানানো হবে
Tentative Examination/Interview Date
(পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ)
25/09/2025 (সম্ভাব্য তারিখ)

Important Keywords of IAR Recruits MEDICAL ASSISTANT 2025:

Name of the Post (পদের নাম)AIRMEN MEDICAL ASSISTANT (NON-TECHNICAL)
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)INDIAN AIR FORCE
Advertisement No.AIRMEN INTAKE 02/2026
Vacancy (শূন্যপদের সংখ্যা)কিছু বলা নেই
Types of Recruitment (নিয়োগের ধরণ)Regular
Examination Fee (আবেদন ফি)Rs. 550 + GST
Age Limit (বয়স সীমা)20-24 years
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (www.airmenselection.cdac.in/CASB/)Click

Required Age:

Education CategoryUpper Age
10+2/ উচ্চ মাধ্যমিক/ সমতুল্য21 Years
Diploma/ B.Sc in Pharmacy24 Years

Salary (বেতন): 

StepSalary/Remuneration (Rs.)
Stipend During Training14000
Pay After Training26900 + DA+Other

Required Academic Qualification:

  • আবেদনকারীদের মধ্যে যারা 10+2 অথবা উচ্চমাধ্যমিক সমতুল্য পরীক্ষায় বিজ্ঞান বিভাগে ডিগ্রী অর্জন করেছে ন্যূনতম সেই শাখায় 50 শতাংশ এবং ইংলিশে 50 শতাংশ নাম্বার থাকলে আবেদন করতে পারবেন।
  • যে সমস্ত আবেদনকারীরা ডিপ্লোমা অথবা ফার্মেসিতে বিএসসি করেছেন তাদের ক্ষেত্রেও 10+2 বা উচ্চমাধ্যমিক বা সমতুল্য ক্ষেত্রে বিজ্ঞান বিভাগে 50 শতাংশ নাম্বার সহ ইংলিশেও 50 শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবেন।

Required Documents to be Submitted:

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

Examination Fees Submission Mode:

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for IAR Recruits MEDICAL ASSISTANT 2025:

  • যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • আবেদন প্রক্রিয়ার জন্য প্রথমে সংস্থার ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি দেখতে হবে।
  • প্রয়োজনীয় ডকুমেন্ট হাতের কাছে তৈরি রাখতে হবে এবং অনলাইনে পরীক্ষার ফি পেমেন্ট করার পর আবেদনের জন্য প্রয়োজনীয় ফর্মটি অনলাইনেই ফিলাপ করে জমা দিয়ে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

Recruitment Process of IAR Recruits MEDICAL ASSISTANT 2025:

3 টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • Phase I – Online Test: আবেদনকারীদের মধ্য থেকে যারা সফলভাবে আবেদন করতে পারবেন তাদের প্রথমে লেখা পরীক্ষা নেওয়া হবে।
  • Phase II – Physical & Adaptability Tests: যারা প্রথম ধাপে উত্তীর্ণ হবেন তাদের এই ধাপে ডাকা হবে।
  • Phase III – Medical Examination: সর্বশেষে শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ডাকা হবে।

Important Links of IAR Recruits MEDICAL ASSISTANT 2025:

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)Click
Official Notice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি)Click & Download
Apply (অ্যাপ্লাই)Click

Click to Read More: IOCL Apprentice Recruitment 2025

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements