Indian Navy Agniveer Musician Recruitment 2025: ভারতীয় নেভিতে কর্মী নিয়োগ

Indian Navy Agniveer Musician Recruitment 2025: ভারতীয় নেভির অফিস থেকে সঙ্গীতজ্ঞ পদে অগ্নিবির এমআর হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। শূন্য পদের সংখ্যা অফিস থেকে এখনো জানানো হয়নি, প্রয়োজন মতোই সংখ্যা পরে প্রকাশিত হবে। এই পদে নিয়োগের জন্য প্রধান শর্ত হলো মহিলা এবং পুরুষ উভয় ক্ষেত্রেই অবিবাহিত হতে হবে। আবেদন একমাত্র অনলাইনে করা যাবে এবং আবেদন প্রক্রিয়া লাগু থাকবে 5ই জুলাই থেকে 13ই জুলাই পর্যন্ত।

Important Date:

  • আবেদন শুরুর তারিখ- 05/07/2025
  • আবেদন শেষের তারিখ- 13/07/2025

আরো পড়ুন: কেন্দ্রীয় সরকারী কর্মীদের জুলাই মাসে ডি এ বৃদ্ধি

এই পদের জন্য আবেদনকারীদের যোগ্যতা এবং বয়সসীমা তথা অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যাদি সংস্থার ওয়েবসাইটে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে কেবলমাত্র গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো যেগুলি আবেদনকারীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিস্তারিত জানতে সংস্থার ওয়েবসাইট ভিজিট করুন।

আবেদনের জন্য (Indian Navy Agniveer Musician Recruitment 2025) প্রয়োজনীয় তথ্যাবলী-

আবেদনকারী কে ভারতীয় নাগরিক হতে হবে, আবেদনকারী কে অবিবাহিত হতে হবে এবং চাকরিতে প্রবেশ করার পর আগামী চার বছর এই নিয়ম লাগু থাকবে।

আবেদনকারীর বয়স-

আবেদনকারীর বয়স 17 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। (1/9/2004 – 29/2/2008 এর মধ্যে জন্মতারিখ হতে হবে)।

শিক্ষাগত যোগ্যতা-

  • আবেদনকারী কে যে কোন স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিকে বা সমতুল্য ক্ষেত্রে 50 শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।
  • অতিরিক্ত হিসাবে সঙ্গীতে তার যথেষ্ট দক্ষতা থাকা দরকার।
  • বিভিন্ন ধরনের বাদ্য যন্ত্রপাতি বাজানোর ক্ষেত্রে অভিজ্ঞতা দক্ষতা থাকতে হবে এবং
  • কোন স্বীকৃত সংস্থা থেকে মিউজিকের সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার পাবেন।

নিয়োগ পদ্ধতি (Indian Navy Agniveer Musician Recruitment 2025)-

আবেদনকারীদের চারটি ধাপের মধ্য দিয়ে নিয়োগ করা হবে।

  • প্রথমে সফলভাবে আবেদন করা প্রার্থীদের শর্টলিস্ট করা হবে,
  • দ্বিতীয় ধাপে এই সমস্ত প্রার্থীদের শারীরিক দিক থেকে সক্ষমতা যাচাই করা হবে,
  • সংগীতে দক্ষতা যাচাই করা হবে
  • শেষে মেডিকেল পরীক্ষা নেওয়া হবে।

মহিলা এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে আলাদা আলাদা সূচক বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে জানানো হয়েছে। এ সমস্ত পদক্ষেপে উত্তীর্ণ প্রার্থীদের নিয়ে একটি চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে এবং তার উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে।

বেতন কাঠামো (Indian Navy Agniveer Musician Recruitment 2025)-

চার বছরে নিয়োগের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন পারিশ্রমিক প্যাকেজ থাকবে যা হল যথাক্রমে প্রথম বছর মাসে Rs. 30000, দ্বিতীয় বছর Rs. 33000, তৃতীয় বছর Rs. 36500 এবং চতুর্থ বছর Rs. 40000 বেতন হিসাবে নিযুক্ত ব্যক্তিরা পাবেন। এর সাথে অন্যান্য সুযোগ-সুবিধাও কর্মীরা পেয়ে যাবেন।

কিভাবে আবেদন করবেন জানুন-

আবেদন করার জন্য প্রথমে সংস্কার ওয়েবসাইটে যেতে হবে, যার লিংক এখানে দেওয়া হল। এরপর আবেদনকারীকে নির্দিষ্ট সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করাতে হবে এবং অনলাইনে সমস্ত আবেদন প্রক্রিয়া ফরম ফিলাপের মাধ্যমে সম্পূর্ণ করতে হবে। আবেদন করার জন্য যে সমস্ত তথ্যাদি যা হয়েছে যত উপযুক্ত ভাবে সেগুলি আপলোড করতে হবে এবং শেষে সাবমিট করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট অ্যাড্রেস (Indian Navy Agniveer Musician Recruitment 2025)-

Official Website: www.joinindiannavy.gov.in

Leave a Comment

x
Advertisements