ATM Card ছাড়াই টাকা তুলুন, শহরে বসছে UPI Powered ATM, যার জন্য লাগবে শুধু মোবাইলের ক্যামেরাটি

ATM Card ছাড়া UPI Powered ATM টাকা তোলা যাবে এবার থেকে। ব্যাংকিং পরিসরে এক ঐতিহাসিক রূপান্তর হল UPI Powered ATM। এটি একটি যুগান্তকারী এবং বর্তমান ডিজিটাল জগতের একটি নতুন দিশা খুলে দিল ব্যাংকিং ক্ষেত্রে।

এই পরিষেবার মাধ্যমে গ্রাহক পরিষেবার ক্ষেত্রটি আরও সহজ হয়ে গেল। তার সঙ্গে খরচও ব্যাংকের ক্ষেত্রে অনেকটা কমবে এবং মানুষের হয়রানিও অনেকটা কমে যাবে।

আরও পড়ুন – Reserve Bank of India র নিষেধাজ্ঞা জারী

ATM Machine থেকে টাকা তোলার জন্য গ্রাহকদের একটি ATM Card ব্যবহার করতে হতো সেগুলির নির্দিষ্ট সময় পর্যন্ত মেয়াদ থাকতো। মেয়াদ শেষে আবার নতুন করে কার্ডটি সংগ্রহ করতে হতো তার তিন জেনারেট করতে হতো ইত্যাদি সহ অনেক সমস্যার মুখোমুখি হতে হতো। তার ওপর অনেক গ্রাহকরা ATM Card যথাযথ ব্যবহার করতে পারতেন না, যা হ্যাকারদের ক্ষেত্রে অনেকটা সুবিধা হত এবং সাধারণ মানুষ প্রতারণার মুখোমুখি হত। কিন্তু এই সুবিধা অনেকটা সেই সমস্যার সমাধান করবে বলে মনে করা হচ্ছে।

ATM Card এর অপর একটি অসুবিধা ছিল গ্রাহকরা অনেক সময় ATM Card বহন করতে বা রিনিউ করতে বা কাছে না রাখার জন্য ATM Machine এর কাছে গিয়ে তাদের সমস্যার মুখোমুখি করতে হতো যা কর্মব্যস্ত জীবনে মানুষকে অনেকটা ক্ষতি স্বীকার হতে হতো। সেই সমস্যা সহ অন্যান্য বহু সমস্যার সমাধান করার জন্য যুগান্তকারী এই পদক্ষেপ নিয়েছে স্লাইস নামের একটি সিনটেক সংস্থা।

অনলাইনে টাকা লেনদেন করা গেলেও অনেক সময় ক্যাশের দরকার হয় তখন মানুষকে ATM Card এর শরণাপন্ন হতে অথবা ব্যাংকে গিয়ে টাকা তুলতে হয়। অর্থাৎ ATM Card একটি অপরিহার্য উপাদান হিসেবে মানুষের নিত্য দিনের সঙ্গী হয়ে গেছে কিন্তু তারও বিভিন্ন সমস্যা, মানুষকে ভুগতে হয়। এই সমস্যাটাও একটি সমাধান হলো ইউপিআই পাওয়ার এটিএম।

ভারতের বেঙ্গালুরু শহরে এই ধরনের UPI Powered ATM Machine ইতিমধ্যে বেশ কিছু জায়গায় বসানো হয়েছে। আশা করা হচ্ছে আর কয়েক মাসের মধ্যে সারা ভারতের গুরুত্বপূর্ণ জায়গার ভিত্তিতে এই ব্যবস্থা কার্যকরী করা যাবে।

এখানে মূলত এটিএম মেশিনে অপারেট এর (ATM Machine Operate) এর সময় QR Code স্ক্রিনে দেখা যাবে যেটি ফোনে থাকা QR Code Scanner এর সাহায্যে স্ক্যান করে নির্দিষ্ট পিন বসিয়ে অতি সহজেই টাকা তুলতে পারবেন। অর্থাৎ সাথে কেবলমাত্র স্মার্টফোন (Smart Phone) থাকলেই এই সমস্যার সমাধান অতি সহজেই সম্ভব হবে এবং গ্রাহকরা কোন সমস্যা ছাড়াই টাকা ATM Machine থেকে তুলতে পারবেন।

ডিজিটাল ইন্ডিয়ায় ক্যাশলেস (Digital India Cashless) লেনদেনের ক্ষেত্রে এই পদক্ষেপ একটি যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। এতে ব্যাংকে চিরাচরিত পদ্ধতিতে লেনদেন এর পদ্ধতি অনেকটা পরিবর্তন হবে এবং ভারত বিশ্ব অর্থনীতিতে আরো বেশ কিছুটা সামনে নিজেদেরকে এগিয়ে নিয়ে প্রতিষ্ঠা করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে এই বিষয়টি সাধারণ মানুষের আয়ত্তে আনতে হলে আরো সচেতনতা বৃদ্ধি করা দরকার। সমস্ত সিস্টেম আরো উন্নত করতে হবে বিশেষ করে ইন্টারনেট ব্যবস্থা (Internet System) এবং স্মার্টফোনের কোয়ালিটি (Smart Phone Quality)। তার সঙ্গে মানুষকে এই বিষয়ে ভালোভাবে জানাতে হবে কিভাবে এই পদ্ধতি অপারেট করা যেতে পারে। তা না হলে সমস্ত বিষয় যেমন পজিটিভ দিক আছে আবার নেগেটিভ দিকও আছে এই বিষয়টিও তার বাইরে পড়বে না এবং অন্য সমস্যা গ্রাহকদের বিপদে ফেলতে পারে।

তবে দেশের সব মানুষই যে এই পদ্ধতিতে সচ্ছল হবে তা নয় তাই কিছু পুরনো পদ্ধতি বিকল্প হিসাবে চালিয়ে যেতে হবে এবং ধীরে ধীরে অবস্থার পরিবর্তন করতে হবে।

Leave a Comment

x
Advertisements