RRB Recruitment 2025: ভারতীয় রেলের টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি জারি

RRB Recruitment 2025: ভারতীয় রেল 6238 জন টেকনিশিয়ান পোস্টে কর্মী নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে এই বিজ্ঞপ্তিটি জুন মাসে রেলের নিজস্ব অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। দুটি ভিন্ন গ্রেডে বিভিন্ন ক্যাটাগরিতে সারা ভারত জুড়ে রেলের বিভিন্ন জনে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে আবেদন করতে হবে।

নির্দিষ্ট চার্জ ফর্ম ফিলাপের জন্য দিতে হবে আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জুলাই মাসের শেষের দিকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আশা করা যায় আগস্ট মাসে পরীক্ষা প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পদের জন্য ভারতের কোন স্বীকৃত সংস্থা বা ইউনিভার্সিটি থেকে সিইএন যোগ্যতা থাকতে হবে, তবেই আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of RRB Recruitment 2025:

Important Date:

Advertisement Date21/06/2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
28/06/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
28/07/2025 (Up to 23:59 hours)
Last Date of Fees deposite by online30/07/2025
Admit Card Issue Date
(অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ)
পরীক্ষার আগে জানানো হবে
Tentative Examination/Interview Date
(পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ)
পরে জানানো হবে

Important Keywords of RRB Recruitment 2025:

Name of the Post (পদের নাম)Technician in RRB
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Railway Recruitment Board (RRB)
Vacancy (শূন্যপদের সংখ্যা)6238
Types of Recruitment (নিয়োগের ধরণ)Regular
Examination Fee (আবেদন ফি)Rs. 500 (এরমধ্যে 400 টাকা কম্পিউটার বেসড টেস্ট দেওয়ার পর আবেদনকারীকে ফেরত দেওয়া হবে)
Age Limit (বয়স সীমা)18-33 years
Salary (বেতন)Rs. 19900-29200
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
পূর্বে যে কোন সংস্থায় আবেদন করা পদে নূন্যতম তিন বছর কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (https://www.rrbcdg.gov.in)Click

Job Vacancy According to the Post:

PostNo. of Vacancy
Techinician Gr.I Signal183
Technician Grade III6055
Total6238

Salary:

PostSalary per Month in Rupsss (Pay Level as per 7th CPC- 5 & 2)
Techinician Gr.I Signal29200
Technician Grade III19900

Required Age:

PostAge (as on 01-07-2025)
Techinician Gr.I Signal18 – 33 years
Technician Grade III18 – 30 years

Age Relaxation:

Category (ক্যাটেগরি)Age Relaxation (বয়সের ছাড়)
SC/ST5 বছর
OBCNC3 বছর
PwBD (UR)10 বছর
PwBD (OBC)13 বছর
PwBD (SC/ST)15 বছর

Required Academic Qualification:

  • আবেদনকারীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত এনেক্সচার এ অনুযায়ী বিভিন্ন পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রতিষ্ঠিত কোন ভারতীয় প্রতিষ্ঠান থেকে এই ডিগ্রী অর্জন করতে হবে।
  • যারা এই সমস্ত ক্ষেত্রে ফাইনাল পরীক্ষা দিয়েছেন কিন্তু রেজাল্ট এখনো বের হয়নি তারা আবেদন করতে পারবেন না।
  • এই পদের জন্য ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা বা ডিগ্রীর ক্ষেত্রেও কিছু নিষেধাজ্ঞা আছে। বিস্তারিত জানতে ওয়েবসাইটে দেওয়া এনএসআর এটি দেখুন যেটির লিংক এই এই প্রতিবেদনের শেষে দেওয়া আছে।

Required Documents to be Submitted:

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

Caste-Wise Fees Amount:

CasteAmount
SC / ST / Ex-Serviceman / PWDs / Female / Transgender / Minorities / EWCRs. 250
Others CategoriesRs. 500

Examination Fees Submission Mode for RRB Recruitment 2025:

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for RRB Recruitment 2025:

  • RRB Recruitment 2025 যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://www.rrbapply.gov.in/#/auth/landing) প্রবেশ করে “Create an Account” এ গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
  • নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
  • এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।

Recruitment Process of RRB Recruitment 2025:

3টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • আবেদনকারীদের মধ্য থেকে যারা সফলভাবে আবেদন করতে পারবেন তাদের প্রথমে Computer Based Test নেওয়া হবে।
  • যারা প্রথম ধাপে উত্তীর্ণ হবেন তাদের Document Verification (DV) ডাকা হবে।
  • তৃতীয় ধাপে শারীরিক সক্ষমতা যাচাইয়ের জন্য ডাকা হবে। [Medical Examination (ME)]
  • এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Important Links of RRB Recruitment 2025:

Official WebsiteClick
NoticicationDownload
ApplyClick

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Click to Read More: WBSSC Exam 2025

Leave a Comment

x
Advertisements