BDL Recruitment 2025: ভারত ডায়নামিক্সে ভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি

BDL Recruitment 2025: ভারত ডাইনামিক (Bharat Dynamics) থেকে official সূত্রে নিজস্ব ওয়েবসাইটে ২১২ জন ট্রেন ইঞ্জিনিয়ার অফিসার এবং বিভিন্ন পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে এই সমস্ত পদের ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারেন তার জন্য সমস্ত পদগুলির ক্ষেত্রে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তার জন্য বিজ্ঞপ্তিটি বিস্তারিত ভাবে পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Click to Read More: RRB Recruitment 2025

Overview of BDL Recruitment 2025:

Important Date:

Advertisement Date16/07/2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
17/07/2025 (2 PM)
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
10/08/2025 (4 PM)
Download of Admit Card18/08/2025 (4.00 PM onwards)
Tentative Date for Written Test24/08/2025

Important Keywords of BDL Recruitment 2025:

Name of the Post (পদের নাম)Trainee Engineer, Trainee Officer and More Posts
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Bharat Dynamics (BDL)
Vacancy (শূন্যপদের সংখ্যা)212
Types of Recruitment (নিয়োগের ধরণ)Regular
Examination Fee (আবেদন ফি)Rs. 300 (UR/EWS/OBC (NCL))
Age Limit (বয়স সীমা) for all post28-33 years
Salary (বেতন)Rs. 19900-29200
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
পূর্বে যে কোন সংস্থায় আবেদন করা পদে নূন্যতম তিন বছর কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (https://bdl-india.in/)Click

Job Vacancy According to the Post:

PostNo. of Vacancy
Trainee Engineer (Electronics)50
Trainee Engineer (Mechanical)30
Trainee Engineer (Electrical)10
Trainee Engineer (Computer Science)10
Trainee Officer (Finance)5
Trainee Officer (Human Resource)4
Trainee Officer(Business Development)3
Trainee Diploma Assistant (Electronics)40
Trainee Assistant (Human Resource)5
Trainee Assistant (Finance)5
Trainee Diploma Assistant (Computer Science)10
Trainee Diploma Assistant (Electrical)10
Trainee Diploma Assistant (Mechanical)30
Total212

Salary:

DurationTrainee Engineer / Trainee Officer (PM)Trainee Diploma Assistant / Trainee Assistant (PM)
1st Year2950024,500
2nd Year29,50026,000
3rd Year 35,50027,500
4th Year38,50029,000

Required Academic Qualification:

PostQualification
Trainee Engineer (Electronics / Mechanical / Electrical / Computer Science)সংশ্লিষ্ট শাখায় ইঞ্জিনিয়ারিংয়ে বিই / বি. টেক অথবা সমমানের ডিগ্রি
Trainee Diploma Assistant (Mechanical)রাজ্য/কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা বা সমমানের কোর্স
Trainee Diploma Assistant (Electrical)রাজ্য/কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা বা সমমানের কোর্স
Trainee Diploma Assistant (Computer Science)রাজ্য/কেন্দ্রীয় সরকার কর্তৃক স্বীকৃত সংশ্লিষ্ট বিষয়ে 3 বছরের ডিপ্লোমা বা সমমানের কোর্স অথবা বিসিএ / বি.এসসি (কম্পিউটার)- ন্যূনতম 3 বছরের কোর্স
Trainee Assistant (Finance)বাণিজ্য/ব্যবসায় প্রশাসনে ডিগ্রি কোর্স, অফিস অ্যাপ্লিকেশনে ন্যূনতম 6 মাসের কম্পিউটার কোর্স অথবা CA ইন্টার/ICWA ইন্টার/CS ইন্টার সহ ইন্টারমিডিয়েট অথবা বিজ্ঞান/অর্থনীতিতে যেকোনো ডিগ্রি, আর্থিক ব্যবস্থাপনায় 1 বছরের ডিপ্লোমা কোর্স
Trainee Assistant (Human Resource)সংশ্লিষ্ট পদের জন্য উপযোগী বিষয়ে ডিগ্রী ও ম্যানেজমেন্ট সহ সমমানের যোগ্যতা সহ ছ মাসের অফিস এপ্লিকেশনের কোর্স এবং এক বছরের শ্রম আইনা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে
Trainee Officer (Finance)ভারতের কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে সিএ, এমবিএ অথবা দুবছরের স্নাতক উত্তর ডিপ্লোমা অথবা ফিন্যান্স বিভাগের স্নাতকোত্তর ডিগ্রী লাগবে
Trainee Officer (Human Resource)সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এমবিএ / স্নাতকোত্তর ডিপ্লোমা / এইচআর / পিএম এবং আইআর / কর্মী ব্যবস্থাপনা / শিল্প সম্পর্ক / সামাজিক বিজ্ঞান / সমাজকল্যাণ / সমাজকর্ম বিষয়ে ২ বছরের স্নাতকোত্তর ডিগ্রি
Trainee Officer (Business Development)সরকার কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট বিষয়ে  বিশেষ অভিজ্ঞতা সহ এমবিএ বা সমমানের / স্নাতকোত্তর ডিপ্লোমা / স্নাতকোত্তর ডিগ্রি

Required Documents to be Submitted:

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

Examination Fees Submission Mode for BDL Recruitment 2025:

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for BDL Recruitment 2025:

  • BDL Recruitment 2025 যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://bdl-india.in/) প্রবেশ করে রেজিস্ট্রেশন করাতে হবে।
  • নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
  • এরপর যারা ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।

Important Links of BDL Recruitment 2025:

Official WebsiteClick
NoticicationDownload
ApplyClick

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements