AAI Recruits 206 Assistants in 2025: Airports Authority of India (AAI) পশ্চিমাঞ্চলে 206 জন অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে, আবেদনের শেষ তারিখ 24 সে মার্চ 2025

By Madhuchhanda Dhole

Updated On:

Follow Us
AAI Recruits 206 Assistants in 2025

AAI Recruits 206 Assistants in 2025: ভারতীয় এয়ারপোর্ট অথরিটি পুরো ভারতকে বেশ কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছে, বিমান পরিষেবার সুবিধার জন্য। তার মধ্যে অন্যতম হলো ওয়েস্টার্ন রিজন অথবা পশ্চিমাঞ্চল। এই শাখায় ভারতীয় এয়ারপোর্ট অথরিটি 206 জন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ও সিনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করবে 2025 সালে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

ভারতের বিমানবন্দরের পশ্চিমাঞ্চলের শাখা, অ্যাসিস্ট্যান্ট বা গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মহারাষ্ট্র গুজরাট মধ্যপ্রদেশ এবং গোয়া রাজ্যের অধিবাসীদের জন্য এটি প্রযোজ্য। এই রাজ্যগুলির স্থায়ী বাসিন্দারা নোটিশ অনুযায়ী শর্তাবলী পূরণ করলে আবেদনে যোগ্য।

কোন কোন পদে কতজন কর্মী নিয়োগ হবে, তার বিভাজন, গুরুত্বপূর্ণ তারিখ, কিভাবে ফর্ম ফিলাপ করতে হবে ইত্যাদি বিষয়ে আলোচনায় প্রতিবেদনে করা হলো।

Overview of AAI Recruits 206 Assistants in 2025:

  • গুরুত্বপূর্ন তারিখ-
আবেদন শুরুর তারিখ25/02/2025
আবেদন শেষ হবার তারিখ24/03/2025
অনলাইনে ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ24/03/2025

পদের নাম- জুনিয়র এবং সিনিয়র অ্যাসিস্ট্যান্ট

নিয়োগকারী সংস্থা- এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া (AAI), ওয়েস্টার্ন রিজিয়ন রিক্রুটমেন্ট

শূন্যপদের সংখ্যা- 206 জন

আবেদনের জন্য যোগ্য- মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। তবে ভারতীয় নাগরিক হতে হবে।

কাজের স্থান- মহারাষ্ট্র, গুজরাট, মধ্য প্রদেশ এবং গোয়া

এডভার্টাইজমেন্ট নাম্বার- DR-01/02/2025/WR

শূন্যপদের কার্স্ট অনুসারে বন্টন AAI Recruits 206 Assistants in 2025 –

  • বয়স সীমা- 24/03/2025 পর্যন্ত 30 বছর
  • বয়সের ছাড়-
ক্যাটেগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
SC/ST5 বছর
OBC (NCL)3 বছর

AAI Recruits 206 Assistants in 2025 এর পদ ভিত্তিক শিক্ষাগত যোগ্যতা ও বেতন পরিকাঠামো-

Name of PostEducational qualification, Salary
Senior Assistant (Official Language) (NE-06)ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি বা হিন্দি ছাড়া যে কোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী থাকা আবশ্যক। এছাড়াও, স্নাতক স্তরে হিন্দি বা ইংরেজি ভাষায় পড়াশোনা বা পরীক্ষা দেওয়ার মাধ্যম হওয়া বাধ্যতামূলক।
Salary: Rs.36000-3%-110000/-
Senior Assistant (Operations) (NE-06)স্নাতক সহ হালকা মোটরযান (LMV) লাইসেন্স আবশ্যক। ব্যবস্থাপনা বিষয়ে ডিপ্লোমাধারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
Salary: Rs.36000-3%-110000/-
Senior Assistant (Electronics) (NE-06)ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / রেডিও ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা আবশ্যক।
Salary: Rs.36000-3%-110000/-
Senior Assistant (Accounts) (NE-06)স্নাতক, বিশেষত বাণিজ্যে (B.Com) উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে MS Office-এ কম্পিউটার দক্ষতা পরীক্ষা উত্তীর্ণ হওয়া আবশ্যক।
Salary: Rs.36000-3%-110000/-
Junior Assisant (Fire Services) (NE-04)যে-কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে 10+3 বছরের নিয়মিত যান্ত্রিক / অটোমোবাইল / ফায়ার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমাধারী (PASS) প্রার্থীদের গ্রহণযোগ্য; অথবা নিয়মিত শিক্ষায় 12 তম শ্রেণি (PASS) উত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
Salary: Rs.31000-3%-92000/-
  • AAI Recruits 206 Assistants in 2025 আবেদন ফিজের পরিমাণ ও মাধ্যম-
CategoryAmount
General/OBC/EWSRs.1000
  • অভিজ্ঞতা- অফিশিয়াল ল্যাংগুয়েজ, অপারেশনস, ইলেকট্রনিক্স, একাউন্ট এই চারটি পদের ক্ষেত্রে আবেদনকারীদের দু বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
  • আবেদনের মাধ্যম- অনলাইন
  • আবেদনের প্রক্রিয়া-
  1. প্রথমে আবেদনকারী কে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
  2. এরপর সমস্ত তথ্যাদি ফিলাপ করতে হবে।
  3. তারপর সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।
  4. রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর নির্দিষ্ট লগইন আইডি, ইমেইল আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড ইত্যাদি মাধ্যমে নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে।
  5. এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া সাইজ অনুযায়ী ফটো এবং আবেদনকারীর নিজের স্বাক্ষর আপলোড করতে হবে।
  6. আবেদন করার জন্য নির্দিষ্ট ফ্রিজ জমা দিতে হবে অনলাইনে।
  7. আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ফর্মটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (AAI Recruits 206 Assistants in 2025)-

অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
অফিশিয়াল নোটিশক্লিক ও ডাউনলোড করুন
অ্যাডভার্টাইজমেন্টক্লিক করুন
অ্যাপ্লাই/আবেদনের জন্যক্লিক করুন
নির্দেশাবলীক্লিক করুন

To Read More- Assessment Intern, Agarwal et al. 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment