AC Train in Kolkata West Bengal: শিয়ালদা বনগাঁ লাইনে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী রেক

শিয়ালদা থেকে পূর্ব রেলে যাত্রীদের জন্য সুখবর। এতদিন এসি ট্রেনে (AC Train) চড়ার অভিজ্ঞতা আছে মেট্রোর ক্ষেত্রে এখন আপনি লোকাল ট্রেনেও সেই সুবিধা পেতে চলেছেন এবং সাধ্যের মধ্যে।

বাড়তি কিছু টাকা গুনতে হবে ঠিকই কিন্তু আরামে যাত্রাটাও আপনি ভাল রকম উপভোগ করতে পারবেন। তাই বাড়তি কিছুটা খরচা হলেও যারা একটু সচ্ছন্দে যেতে চান দ্রুতগতিসম্পন্ন পরিবহন ব্যবস্থার মধ্য দিয়ে তাদের ক্ষেত্রে এই বাড়তি টাকাটা খুব একটা বেশি সমস্যা করবে না বলেই যাত্রীদের একাংশ বলেছেন।

এছাড়াও সুখবর এর মধ্যে অন্যতম হলো শিয়ালদা থেকে উত্তরের শাখা বেশ কয়েকটি অতিরিক্ত ট্রেন শীততাপ নিয়ন্ত্রিত হিসেবে পেতে চলেছে, এতে সাধারণ যাত্রীবাহী ট্রেনের যে ভিড় সেটি কিছুটা হলেও কমবে বলে রেল এবং যাত্রীদের সূত্রে খবর।

আরও পড়ুন- ভারতীয় রেলের টেকনিশিয়ান নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বাংলায় খুব দ্রুতই এসি ট্রেন (AC Train) চলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আপাতত শিয়ালদহ থেকে উত্তর শাখায় রানাঘাট ডিভিশনে ও বনগাঁ রুটে শীততাপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী স্থানীয় রেলের চলাচলের ঘোষণা করা হয়েছে। খুব দ্রুতই উত্তর শাখায় এই ট্রেনের চলাচল শুরু হবে।

এসি ট্রেনে উত্তর শাখার যাত্রীরা কতটা সুবিধা পাবে?

শিয়ালদা থেকে দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার রুটের ট্রেনে যেরকম ভিড় হয় একই রকম ভাবে কর্ড লাইন অর্থাৎ বনগাঁ শাখাতেও প্রত্যেকটা ট্রেনে ঠাসা ভীড় থাকে কারণ, এক জেলা বা কলকাতা থেকে অন্য জেলায় কর্মসূত্রে অনেক মানুষকেই উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের যেতে হয়, যা যাত্রীদের পক্ষে খুবই কষ্টদায়ক। তার ওপর গরম কালে সেই কষ্ট বেড়ে দ্বিগুণ হয়।

ভিড় কমানো হয়তো সম্ভব নয় কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত রেক হলে কিছুটা হলেও মানুষ স্বস্তিতে যাতায়াত করতে পারবে, যাত্রীদের শারীরিক কষ্ট খানিকটা হলেও লাঘব হবে বলে যাত্রীদের এক অংশের দাবি এবং এতে অনেক যাত্রীরাও খুশি।

তবে এসি কোচ হলে এক ধাক্কায় ভাড়া অনেকটা বেড়ে যাবে তাতে করে বেশিরভাগ অর্থাৎ যারা খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষদের পক্ষে একটু বেশি বাড়তি আর্থিক চাপ পড়ে যাবে।

শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চলাচলের তারিখ এবং রুট-

রেল সূত্রে পাওয়া খবর থেকে জানা গেছে যে, শিয়ালদহ – বনগাঁ রুটে চলতি মাসের 18 তারিখ থেকে এই পরিষেবা চালু হতে চলেছে। শুধু বনগাঁ নয়, মালদা যাওয়ার ট্রেন, বনগাঁ বারাসাত সহ পূর্ব রেল ডিভিশনের বেশ কিছু শাখায় অফিস যাত্রী চলাচলের সময় এবং যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আপাতত ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদা ডিভিশন। এছাড়াও শিয়ালদা রানাঘাট রুটের জন্য একটি লোকাল এসি ট্রেনের ব্যবস্থা হতে চলেছে খুব শীঘ্রই। আপাতত ট্রেনগুলি গ্যালপিং লোকাল হিসেবেই চলবে।

শীততাপ নিয়ন্ত্রিত ট্রেন চললে ট্রেনের ভাড়া কত হতে পারে জেনে নিন-

লোকাল ট্রেনে আপাতত কুড়ি কিলোমিটার পর্যন্ত যাত্রায় সাধারণ লোকাল ট্রেনে যত টাকা লাগতো এসি ট্রেনে তার ভাড়া অবশ্যই বাড়তে চলেছে। 10 কিলোমিটার পর্যন্ত ট্রেনের টিকিটের দাম রাখা হবে 29 টাকা, 10 থেকে 15 কিলোমিটার যাত্রায় ট্রেনের ভাড়া হিসেবে যাত্রীদের গুনতে হবে 37 টাকা। মান্থলি হিসেবে যারা টিকিট কাটেন, তাদের জন্য ভাড়া পরবে 590 ও 790 টাকা।

এই ভাড়া রানাঘাট শিয়ালদাহ রুটের জন্য ধার্য হয়েছে কত ভাড়া হবে সেই বিষয়ে এখনো নির্দিষ্ট খবর পাওয়া যায়নি।

Disclaimer: তথ্যাবলী সূত্র মারফত জানা, এতে লেখকের নিজস্ব কোন যুক্তি মতামত নেই। যদি ঘটনা সূত্রে প্রতিবেদনে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তবের অমিল হয় বা ভুল প্রমাণিত হয় তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

Leave a Comment

x
Advertisements