Apprenticeship-Cum-Job Fair 2025 in Assam

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Apprenticeship-Cum-Job Fair 2025 in Assam

Apprenticeship-Cum-Job Fair 2025 in Assam: ভারত সরকারের শিক্ষা মন্ত্রক থেকে অঞ্চল অনুযায়ী যে প্র্যাকটিক্যাল ট্রেনিং দেওয়ার জন্য যে অঞ্চল বিশেষে বোর্ড আছে, সেই সংস্থার পক্ষ থেকে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে Apprenticeship-Cum-Job Fair 2025 আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানেরই একটি অংশ হিসাবে পূর্ব অঞ্চলের ক্ষেত্রে আসামে এরকম একটি জব ফেয়ারের আয়োজন করা হয়েছে যা, 6ই মার্চ 2025 সালে সকাল 9:30 থেকে বিকাল 5:00 টা পর্যন্ত চলবে, আসামের ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশনে, যেটি গৌহাটিতে অবস্থিত। এখানে চাকরিপ্রার্থীদের ওয়াক ইন ইন্টারভিউ তে ডাকা হয়েছে।

Overview of Apprenticeship-Cum-Job Fair 2025:

  • চাকরিপ্রার্থীদের প্রথমে ফ্রি রেজিস্ট্রেশন করাতে হবে সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে, যার লিংক এই প্রতিবেদনের শেষে দেওয়া আছে।
  • এই কর্মকাণ্ডের সমস্ত নোটিফিকেশন এই ওয়েবসাইটে দেওয়া আছে সেগুলি ভালো করে পড়ে নিতে হবে।
  • নোটিফিকেশনে যে নিয়মাবলী দেওয়া আছে সেই অনুযায়ী চাকরিপ্রার্থীদের স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে।
  • ইতিমধ্যে রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে ওয়েবসাইটে এবং সেটি শেষ হবে 3 রা মার্চ 2025।
  • ইন্টারভিউ এর দিন অর্থাৎ 6 মার্চ 2025 উল্লেখিত সময়ের মধ্যে Assam Engineering Institute এ চাকরিপ্রার্থীদের উপস্থিত থাকতে হবে এবং পরস্পর ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। তার জন্য প্রার্থীদের অপেক্ষা করতে হবে এবং নির্দিষ্ট ওয়েবসাইট নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।

Important Date regarding Apprenticeship-Cum-Job Fair 2025:

Registration End Date03/03/2025
Date of Job Fair (Tentative)06/03/2025

Eligibility

  • ইঞ্জিনিয়ারিং ও প্রযুক্তি বিষয়ক স্নাতক ও ডিপ্লোমা এবং সাধারণ বিভাগে স্নাতক ও ডিপ্লোমা, যেমন- বি.এ., বি.এসসি., বি.কম. ইত্যাদি।
  • 2020-2024 সালের মধ্যে উত্তীর্ণ (সমস্ত শাখা, তবে মাইনিং শাখা ব্যতীত)।
  • যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান / বৈধ বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ, বৈধ চূড়ান্ত বর্ষের মার্কশিট / পাশের সার্টিফিকেটসহ।

আবেদনের পদ্ধতি-

নোটিসে উল্লেখিত নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে নির্দিষ্ট রেজিস্টেশন লিংক এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।

some Important Links

Registration/Website LinkClick it
Student Apply For Job FairClick it
NotificationDownload
Establishment Register For Job FairApply
Step-by-Step Guide to Apply for the Job FairClick Here
Guidelines for Establishments Participating in Apprenticeship-cum-Job FairClick and Download
Guidelines for Candidates Attending Apprenticeship-cum-Job FairClick and Download

Read More: PM Cares Project 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment