Assessment Intern, Agarwal et al. 2025: তুমি কি কোন আইনের ছাত্র বা ছাত্রী? এই বিষয় নিয়ে পরবর্তী ক্ষেত্রে নিজের ক্যারিয়ার তৈরি করতে চাও? হাতে কলমে কাজ শিখে কোন একটি সংস্থার সাথে যুক্ত থেকে রোজগার করে করার সুযোগ পেতে চাও? তাহলে কলকাতার মধ্যেই আগারওয়াল এর টল সংস্থা সেই কাজের সুযোগ করে দিচ্ছে। দেরি না করে তাড়াতাড়ি নিজের এনরোল করিয়ে নাও।
কলকাতার এই বেসরকারি সংস্থা Agarwal et al. 3-6 মাসের জন্য ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে। এই কোর্সটি করার পর কোম্পানিতে যুক্ত হয়ে কাজ করার সুযোগ পাবে।
এই সংস্থার ইন্টার্নশিপ করতে কি কি যোগ্যতা লাগে, কিভাবে আবেদন করবে, এখানে ইন্টার্নশিপ করলে কি লাভ হবে সেই নিয়ে বিশদে এই প্রতিবেদনে আলোচনা করা হলো।
Important date-
আবেদনের শেষ তারিখ 10/03/2025
Keypoints of DRDO Internship 2025-
Name of Internship | DRDO Internship 2025 |
Duration | 3 থেকে 6 মাস |
No. of Available Position | 3 |
Place | প্রধানত কলকাতা হলেও প্রয়োজনে বাইরে যেতে হতে পারে |
Applicable for | যে সমস্ত ছাত্র-ছাত্রীরা আইন নিয়ে পড়ছে, তাদের মধ্যে যারা শেষ বর্ষের ছাত্র অথবা যারা সবে স্নাতক হয়েছে তারা এখানে নাম নথিভুক্ত করতে পারো। |
Application Mode | Online |
Stipend | ছাত্রছাত্রীরা প্রত্যেক মাসে কত স্টাইপেন পাবে সে বিষয়ে ইন্টারভিউয়ের সময় জানানো হবে |
Required Documents | All academic documents, ID Proof, CV, Application letter Etc. |
Objective | Research knowledge development of Students |
Area of internship (Assessment Intern, Agarwal et al. 2025)-
- General Corporate & Commercial Laws
- SME Advisory
- Intellectual Property
- Privacy & Technology Laws
- Entertainment & Media Laws
- Litigation & Dispute Resolution
- Insolvency & Bankruptcy Laws
সংশ্লিষ্ট সংস্থায় internship এর ক্ষেত্রে কর্মপদ্ধতি-
যে সমস্ত শিক্ষানবিশ কোম্পানিতে (Assessment Intern, Agarwal et al. 2025) আবেদন করবে তাদের হাতে-কলমে কাজ শেখানো হবে। দক্ষ ট্রেনারের তত্ত্বাবধানে কাজ শেখানো হবে যাতে ভবিষ্যতে কোন কোম্পানিতে কাজ করার সুযোগ পায়। সেই ভাবেই তাদের কাজ শেখানো হবে। এই সংস্থায় অ্যাসোসিয়েট বা সহযোগী হিসেবে যাতে দীর্ঘদিন কাজ করার সম্ভাবনা তৈরি হয় সেই মতো তাদের উন্নতি সাধন করা হবে।
Requirements for ফAssessment Intern, Agarwal et al. 2025 (Academic+ Others):
- আবেদনকারী কে আইন বিষয়ে পড়াশোনা করার পাশাপাশি শিক্ষাগত দিক থেকে যেসব যোগ্যতা থাকা বাধ্যতামূলক তা হল- ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে 65 শতাংশ নম্বর অথবা তার সমতুল্য CGPA পেয়ে আইনের স্নাতক হতে হবে।
- ইংরেজি ভাষায় দক্ষতা থাকা দরকার এছাড়াও হিন্দি ও বাংলা ভাষা জানলে অতিরিক্ত সুবিধা পাবে। আইন বিষয়ক ক্ষেত্রে গবেষণা সংক্রান্ত দক্ষতা থাকতে হবে এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকা দরকার। পূর্বে কোন আইন সংস্থা থেকে ইন্টার্নশিপ বা কোন আইনজীবীর সঙ্গে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবে।
How to Apply for Assessment Intern, Agarwal et al. 2025:
- আবেদনকারীকে নির্দিষ্ট একটি ওয়েবসাইট এর মাধ্যমে তার সিভি (CV) সহ একটি অ্যাপ্লিকেশন পাঠাতে হবে, যার মধ্যে তার সমস্ত শিক্ষাগত যোগ্যতা পূর্বের কাজের অভিজ্ঞতা এবং কোন বিষয়ে যদি অতিরিক্ত দক্ষতা থাকে, সেগুলি উল্লেখ করতে হবে।
Important Link-
Read More: TRAI Recruitment 2025