Bank of Baroda Apprentices Recruitment 2025: ব্যাঙ্ক অফ বরোদা 4000 শূন্য পদে নিয়োগ করতে চলেছে। আবেদনের শেষ তারিখ 11ই মার্চ 2025, সর্বোচ্চ বয়স সীমা 28 বছর

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Bank of Baroda Apprentices Recruitment 2025

Bank of Baroda Apprentices Recruitment 2025: ব্যাঙ্ক অফ বরোদা 4000 শূন্য পদে অ্যাপ্রেন্টিসেস বা শিক্ষানবিশ নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। ব্যাংক অফ বরোদা Apprentices Recruitment নিয়োগের এর জন্য আবেদনের শেষ তারিখ 11ই মার্চ 2025। এই পদের জন্য আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে। যে কোন শাখার স্নাতক হলেই আবেদন করতে পারে। ব্যাংক অফ বরোদা নিয়োগ সম্পর্কে আরও তথ্যের জন্য আমাদের প্রতিবেদনটি পড়ুন।

বিজ্ঞপ্তিটি ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছিল। এতে সমস্ত খুঁটিনাটি বিষয় দেওয়া। সেখান থেকেই প্রয়োজনীয় তথ্য সামগ্রী এই প্রতিবেদনের মধ্যে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। বিষয়গুলি সম্পূর্ণ জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Overview of Bank of Baroda Apprentices Recruitment 2025:

গুরুত্বপূর্ন তারিখ-

আবেদন শুরুর তারিখ 19/02/2025
আবেদন শেষ হবার তারিখ11/03/2025
  • পদের নাম- অ্যাপ্রেন্টিসেস বা শিক্ষানবিশ
  • নিয়োগকারী সংস্থা- ব্যাঙ্ক অফ বরোদা
  • শূন্যপদের সংখ্যা- 4000 শূন্য পদ
  • শূন্যপদের কার্স্ট অনুসারে বন্টন- সারা ভারত জুড়ে বিভিন্ন রাজ্য থেকে জাতিভিত্তিক শূন্য পদের তালিকা হল
CategoryVacancy
SC602
ST314
OBC980
EWS391
UR1713
Total4000
PwBD147
  • বয়স সীমা- 20-28 বছর
  • বয়সের ছাড়-
ক্যাটেগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
General
SC/ST5 বছর
OBC3 বছর
PwBD (UR/EWS)10 বছর
PwBD (OBC)13 বছর
PwBD (SC/ST)15 বছর
  • বেতন/বৃত্তি- যে সমস্ত শিক্ষানবিশ সফলভাবে উত্তীর্ণ হবে তাদের প্রতিমাসে এক বছর ধরে একটি বৃত্তির ব্যবস্থা থাকবে। কিন্তু যারা উত্তীর্ণ হবে না তাদের জন্য অন্য কোন আর্থিক সুযোগ সুবিধা নেই।
এলাকাবৃত্তি
শহরাঞ্চলের শাখাRs.15000/মাস
গ্রামাঞ্চলের শাখাRs.12000/মাস
  • শিক্ষাগত যোগ্যতা- ভারতের ইউজিসি স্বীকৃত যেকোনো ইউনিভার্সিটির অন্তর্গত প্রতিষ্ঠান থেকে যেকোনো শাখার স্নাতক হতে হবে।
  • আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস- আধার কার্ড, প্যান কার্ড, আবেদনকারীর পাসপোর্ট মাপের ফটো, সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতা নির্দেশকারী মার্কশিট ও সার্টিফিকেট, আবেদনকারীর নিজের স্বাক্ষর ও পাস বই বা চেকের একটি পাতার স্ক্যান করা তথ্যাদি বিজ্ঞপ্তিতে উল্লেখিত মাপের অনলাইনে আপলোড করতে হবে।
  • আবেদন ফিজের পরিমাণ ও মাধ্যম- অনলাইনে পরীক্ষার ফিজ জমা দিতে হবে।
CategoryAmount
SC/STRs.600/- plus GST
OBCRs.800/- plus GST
PwBDRs.400/- plus GST
  • পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও নম্বর-

অনলাইনে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার জন্য মোট সময় 01 ঘন্টা, মোট 100 টি প্রশ্ন থাকবে। প্রশ্নের ভাষা হবে হিন্দি অথবা ইংলিশ। পরীক্ষায় কোন রকম ভাবে নেগেটিভ মারকিং থাকবে না।

বিষয়প্রশ্নের মান ও সংখ্যা
General/Financial Awareness25
Quantitative & Reasoning Aptitude25
Computer Knowledge25
General English25
Total100
  • নিয়োগ প্রক্রিয়া-
  1. অনলাইনে প্রথমে পরীক্ষা নেওয়া হবে
  2. এর পরবর্তী ক্ষেত্রে আবেদনকারীর তথ্য যাচাই করা হবে
  3. শেষে স্থানীয় ভাষায় আবেদনকারীর দক্ষতা যাচাই করা হবে।
  4. এরপর সব শেষে যোগ্যপ্রার্থীর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
  • আবেদনের মাধ্যম- অনলাইন
  • আবেদনের প্রক্রিয়া-
  1. আবেদনকারী কে প্রথমে নির্দিষ্ট অ্যাপ্রেন্টিস পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  2. এর লিংক এই প্রতিবেদনের নিচে দেওয়া আছে।
  3. এরপর তথ্য পোর্টালে আপলোড করতে হবে, প্রদত্ত মাপ অনুযায়ী।
  4. যে সমস্ত প্রার্থীরা NATS দিয়ে রেজিস্টেশন করেছেন তাদের নির্দিষ্ট ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে ব্যাঙ্ক অফ বরোদার Apply against advertised vacancies এগিয়ে ফরম ফিলাপ করতে হবে।
  5. আবার যারা NAPS থেকে ডিসিশন করেছে তাদের নির্দিষ্ট ওয়েবসাইটে লগ ইন করে আবেদন ক্রিয়া সম্পূর্ণ করতে হবে।
  6. এরপর আবেদনকারীকে নির্দিষ্ট পরীক্ষার ফিস জমা করে ফর্ম সাবমিট করতে হবে ও নিজের কাছে ফর্মের একটি ডাউনলোড কপি রাখতে হবে।

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক-

অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
অফিশিয়াল নোটিশক্লিক ও ডাউনলোড করুন
রেজিস্ট্রেশন NATS Portal ক্লিক করুন
NAPS Portal ক্লিক করুন

আরও পড়ুন- Assam AHVD Recruitment 2025

  • Bank of Baroda Apprentices Recruitment 2025 এর জন্য প্রস্তুতি নিন।
  • Bank of Baroda Apprentices Recruitment 2025 এর জন্য গুরুত্বপূর্ণ তারিখগুলি মনে রাখুন।
  • Bank of Baroda Apprentices Recruitment 2025 এর জন্য অনলাইন আবেদন করুন।
  • Bank of Baroda Apprentices Recruitment 2025 এর পরীক্ষায় অংশগ্রহণ করুন।
  • এই পদে সফল হলে, Bank of Baroda Apprentices Recruitment 2025 এর সুযোগ গ্রহণ করুন।
  • Madhuchhanda Dhole

    I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

    Leave a Comment