Biotechnology Eligibility Test 2025 from DBT: দেশ জুড়ে বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট 2025 এর মে মাসে হতে চলেছে

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Biotechnology Eligibility Test 2025 from DBT

Biotechnology Eligibility Test 2025 from DBT: বায়োটেকনোলজি ডিপার্টমেন্ট থেকে বায়োটেকনোলজি এলিজিবিলিটি টেস্ট 2025 এর একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে দুটি ক্যাটাগরিতে (ক্যাটেগরি 1 এবং 2) এই পরীক্ষা সংঘটিত হবে। ক্যাটেগরি 1 এ যারা নির্বাচিত হবে তারা ফেলোশিপ (JRF) পাবে এবং ভারতের যেকোনো বিশ্ববিদ্যালয় গবেষণার সুযোগ পাবে। ক্যাটাগরি 2 তে যারা নির্বাচিত হবে তারা যেকোনো বিশ্ববিদ্যালয়ে সরকারি প্রজেক্টে ফেলোসিপ সহ কাজ করার সুযোগ পাবে, এবং এটি নেট অথবা গেটের সমতুল্য হিসেবে বিবেচিত হবে।

Overview of Biotechnology Eligibility Test 2025 from DBT:

Important Date:

EventDate
Starting of application28/02/25
Ending of application28/03/25 (upto 5:00 PM)
Ending date of online exam fee submission28/03/25 (upto 11:50 PM)
Application Correction30th & 31st March 2025
Examination will held13/05/25 (10AM – 01 PM)

Eligibility Criteria for this test (Biotechnology Eligibility Test 2025 from DBT):

আবশ্যক শিক্ষাগত যোগ্যতা-

  • বি.ই. বা বি.টেক. বা এম. বি. বি. এস., এই একই ক্ষেত্র থেকে মাস্টার ডিগ্রি, জীবন বিজ্ঞান এর যে কোন শাখা থেকে স্নাতকোত্তর হলে এই পরীক্ষায় আবেদন করতে পারবে।
  • এমনকি যে সমস্ত ছাত্র-ছাত্রীরা অন্তিম সেমিস্টারে পড়াশোনা করছে তারাও আবেদনের যোগ্য।
  • এই পরীক্ষায় বসার জন্য সাধারণ, আর্থিক দিক থেকে পিছিয়ে পরা এবং ওবিসি ক্যাটাগরী থেকে শিক্ষার্থীদের ন্যূনতম 60% নম্বর পেতে হবে এবং এসসি, এসটি র অন্তর্ভুক্ত ছাত্র-ছাত্রীদের অন্ততপক্ষে 55% নম্বর পেতে হবে।

Fee Amount for the Examination:

CategoryAmount (Rs.)
General/OBC/EWS1300
SC/ST/PWD650

Examination Process (Biotechnology Eligibility Test 2025 from DBT):

দুটি সেকশনে পরীক্ষা নেওয়া হবে। এই পরীক্ষামূলক ইংরেজি ভাষায় হবে।

সেকশন A থেকে-

  • মোট 50 টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে যেগুলি সবটা করা বাধ্যতামূলক।
  • 12 স্ট্যান্ডার্ডের প্রশ্ন আসবে সাধারণ বিজ্ঞান, অংক, কেমিস্ট্রি, সাধারণ অ্যাপটিটিউড, অনালিটিক্যাল, কোয়ানটিনিটি এবং জেনারেল বায়োটেকনোলজি থেকে।
  • প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নম্বর করে বরাদ্দ থাকবে, তবে প্রতি একটি ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর করে কাটা যাবে।
  • যে সব প্রশ্নগুলি উত্তর পরীক্ষার্থী উত্তর করবে না সেখানে শূন্য নম্বর পাবে।

সেকশন B থেকে-

  • 150 টি মাল্টিপল চয়েস বেসড প্রশ্ন থাকবে যেটি হবে বায়োটেকনোলজির উপর ভিত্তি করে।
  • পরীক্ষার্থীদের 50 টি প্রশ্নের উত্তর দিতে হবে।
  • এখানেও প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নম্বর করে থাকবে এবং ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে এক নম্বর করে কাটা যাবে।
  • উত্তর না দিলে সে ক্ষেত্রে শূন্য নম্বর প্রাপ্ত হবে।

How to Apply for Biotechnology Eligibility Test 2025 from DBT:

  • শিক্ষার্থীকে এই পরীক্ষায় বসবাস আবেদনের জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
  • তারপর পরীক্ষায় বসবার ফি জমা করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার পর যে লগিন আইডি পাসওয়ার্ড পাওয়া যাবে সেটি দিয়ে ওয়েবসাইটে প্রবেশ করে সম্পূর্ণ ফর্মটি ফিলাপ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি আপলোড করে সম্পূর্ণ পদ্ধতিটি শেষ হওয়ার পর তা সাবমিট করে তার একটি অংশ ডাউনলোড করে নিজের কাছে রাখতে হবে।

Important Links:

SyllabusDownload
Registration, Apply, Fee Payment for ExamClick

Read more: BOI Recruits Different Graded Officers in 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment