BOB Recruitment 2025: ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিস্ট্যান্ট পদে পিয়ন নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি হয়েছে। অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে অনলাইনে এই পরীক্ষা নেওয়ার ব্যবস্থা হবে এবং সেই সংক্রান্ত পুনরায় বিজ্ঞপ্তি জারি করা হবে। ন্যূনতম মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। যোগ্যপ্রার্থীরা আবেদন করতে পারেন।
কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।
Overview of BOB Recruitment 2025:
Important Date (গুরুত্বপূর্ণ তারিখ):
Application Starting Date (আবেদন শুরুর তারিখ) | 03/05/2025 |
Application Ending Date (আবেদনের শেষ তারিখ) | 23/05/2025 (23:59 Hours) |
Admit Card Issue Date (অ্যাডমিট কার্ড দেওয়ার তারিখ) | পরীক্ষার আগে জানানো হবে |
Examination Date (পরীক্ষার তারিখ) | পরে জানানো হবে |
Important Keywords of BOB Recruitment 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):
Name of the Post (পদের নাম) | Office Assistant (Peon) posts |
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা) | Bank of Baroda (BOB) |
Vacancy (শূন্যপদের সংখ্যা) | 500 |
Types of Recruitment (নিয়োগের ধরণ) | Regular |
Examination Fee (আবেদন ফি) | বিভিন্ন কাস্টের ক্ষেত্রে বিভিন্ন |
Age Limit (বয়স সীমা) | 18-26 years (01/05/2025) |
Salary (বেতন) | Rs. 19500 to 37815 |
Mode of Application (আবেদনের মাধ্যম) | Online |
Website Link (https://www.bankofbaroda.in/) |
Age Relaxation (বয়সের ছাড়):
Category (ক্যাটেগরি) | Age Relaxation (বয়সের ছাড়) |
SC/ST | 5 বছর |
OBC | 3 বছর |
PwBD | 10 বছর |
Ex-Servicemen/ Disable Ex-Servicemen | Maximum 50 বছর বয়স |
Women | 35-40 বছর |
Required Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা):
Category | Qualification |
Office Assistant (Peon) | 10 শ্রেণি (এস.এস.সি./ ম্যাট্রিকুলেশন) উত্তীর্ণ হতে হবে। যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য প্রার্থী আবেদন করবেন, সেই স্থানের স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে (অর্থাৎ প্রার্থীকে সংশ্লিষ্ট স্থানীয় ভাষা পড়তে, লিখতে ও বলতে জানতে হবে)। |
Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):
সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।
Caste-Wise Fees Amount (আবেদন ফিজের পরিমাণ):
Caste | Amount |
General, EWS & OBC | Rs. 600+ GST |
SC, ST, PwBD, EXS, DISXS & Women | Rs. 100+ GST |
Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):
Mode of submission | Debit Card/Credit Card/Online/Net Banking/UPI |
How to Apply for BOB Recruitment 2025 (আবেদনের প্রক্রিয়া):
- যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
- তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.bankofbaroda.in) প্রবেশ করে Online এ ফর্ম ফিলাপ করতে হবে।
- নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
- এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।
Recruitment Process of BOB Recruitment 2025 (নিয়োগ প্রক্রিয়া):
2টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-
- আবেদনকারীদের মধ্য থেকে যারা সফলভাবে আবেদন করতে পারবেন তাদের প্রথমে লেখা পরীক্ষা নেওয়া হবে।
- যারা প্রথম ধাপে উত্তীর্ণ হবেন তাদের পার্সোনাল ইন্টারভিউতে ডাকা হবে।
- এরপর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
Important Links of BOB Recruitment 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ লিঙ্ক):
Click to Read More:
Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।