BOI Recruits Different Graded Officers in 2025: 180 জন বিভিন্ন পদে অফিসার নিয়োগ করবে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
BOI Recruits Different Graded Officers in 2025

BOI Recruits Different Graded Officers in 2025: কম্পিউটার, বিজ্ঞান শাখা, ইঞ্জিনিয়ার অথবা অর্থনীতি নিয়ে পড়াশোনা করলে উচ্চ বেতনে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অফিসার পদে কাজের সুযোগ এনেছে। বিভিন্ন পদে মোট 180 জন অফিসার এই বছরই নিয়োগ করতে চলেছে এই সংস্থা। আবেদন শুরু হয়ে গেছে চলবে এই মাসের 23 তারিখ পর্যন্ত। আপনি যদি যোগ্য হন তাহলে দ্রুত আবেদন করুন।

ব্যাংকে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ব্যাংকের ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে তুলে ধরা হয়েছে। সেগুলি জানতে হলে প্রতিবেদনটি সম্পন্ন পড়ুন।

Table of Contents

Overview of BOI Recruits Different Graded Officers in 2025:

গুরুত্বপূর্ন তারিখ-

বিজ্ঞপ্তি জারির তারিখ01/01/2025
আবেদন শুরুর তারিখ08/03/2025
আবেদন ও সংশোধনের শেষ তারিখ23/03/2025
পরীক্ষার ফিজ জমা দেওয়া যাবে08/03/2025 থেকে 23/03/2025
আবেদনপত্র প্রিন্ট করার শেষ তারিখ07/04/2025

পদের নাম- বিভিন্ন পদের অফিসার (মিডিল ম্যানেজার গ্রেড 2 এবং 3, সিনিয়র ম্যানেজার গ্রেড 4)

নিয়োগকারী সংস্থা- Bank of India

শূন্যপদের সংখ্যা- 180

শূন্যপদের কাস্ট অনুসারে বন্টন-

CategoryVacancy
SC24
ST15
OBC49
EWS15
UR77
Total180

বয়স সীমা- 23-45 বছর (বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন রকম বয়সের সীমা যাওয়া হয়েছে)

বয়সের ছাড়-

ক্যাটেগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
SC/ST5 বছর
OBC3 বছর
PwBD (UR/EWS)10 বছর
Ex-Servicemen5 বছর
1984 সালের দাঙ্গায় আহত সালের ব্যক্তিদের ক্ষেত্রে5 বছর

বেতন- 

SCALE / GRADEPay Scale (Rs)
Middle Management Grade Scale-II 64820-93960
Middle Management Grade Scale-III 85920 – 105280
Senior Management Grade Scale-IV102300 –120940

BOI Recruits Different Graded Officers in 2025 শিক্ষাগত যোগ্যতা-

আবেদনকারী কম্পিউটার সাইন্সে বা ইনফরমেশন টেকনোলজি বা ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্স অথবা সমতুল্য ক্ষেত্রে অন্ততপক্ষে 60% নম্বরসহ ইঞ্জিনিয়ারিং এ ব্যাচেলর ডিগ্রী বা মাস্টার ডিগ্রী অথবা এমসিএ করতে হবে। অর্থনীতির ক্ষেত্রে ইকোনমিক্স বা ইকোনোমেট্রিক্স এ মাস্টার ডিগ্রী থাকতে হবে। Eligibility Pdf- Click

কাজের অভিজ্ঞতা-

ব্যাংকের কাজের ক্ষেত্রে বিভিন্ন পোস্টে 2-8 বছরের কাজের অভিজ্ঞতা থাকলে বাড়তি সুযোগ পাবেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-

  • আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • একটি কার্যকরী ইমেইল আইডি ফোন নাম্বার ব্যবহার করতে হবে।
  • আবেদনকারীর বর্তমান সময়ের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে।
  • নিজস্ব পরিচয়ের জন্য উপযুক্ত নথি আপলোড করতে হবে।

আবেদন ফিজের পরিমাণ ও মাধ্যম- অনলাইনে ফিজ জমা দিতে হবে

CategoryAmount
SC/ST/PWDRs.175/
General & OtherRs.850/

নিয়োগ প্রক্রিয়া (BOI Recruits Different Graded Officers in 2025)-

  • আবেদনকারীকে শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসাবে প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে। একটি কার্যকরী ইমেইল আইডি ফোন নাম্বার ব্যবহার করতে হবে। আবেদনকারীর বর্তমান সময়ের একটি পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে। নিজস্ব পরিচয়ের জন্য উপযুক্ত নথি আপলোড করতে হবে।
  • আবেদনের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর কল লেটারের জন্য অপেক্ষা করতে হবে এবং যা পাওয়া যাবে ওয়েবসাইটে।

পরীক্ষা নেওয়ার পদ্ধতি ও নম্বর-

মোট দু’ঘণ্টার পরীক্ষা অনলাইনে হবে যার জন্য 150 নম্বরের পরীক্ষা নেওয়া হবে।

বিষয়প্রশ্নের মান
English Language25
Professional Knowledge relevant to the post100
General Awareness with special reference to Banking Industry25
Total150

আবেদনের মাধ্যম- অনলাইন

BOI Recruits Different Graded Officers in 2025, আবেদনের প্রক্রিয়া-

  • আবেদনকারী কে প্রথমে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে প্রথমে নোটিফিকেশন ভালোভাবে পড়তে হবে, তারপর রেজিস্ট্রেশন করতে হবে, নোটিফিকেশনে যে মাপের ফটো সই এবং বাঁ হাতের বুড়ো আঙ্গুলের ছাপ দেওয়ার কথা বলা হয়েছে এবং একটি হাতের লেখা ডিক্লারেশন স্ক্যান করে নিয়ে সবগুলি প্রয়োজনীয় জায়গায় আপলোড করতে হবে।
  • এরপর লগইন করে সমস্ত ফর্ম ভালোভাবে ফিলাপ করে সাবমিট করার পর সেটির একটি কপি ডাউনলোড করে রাখতে হবে।

অনলাইনে- Website

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (BOI Recruits Different Graded Officers in 2025:)-

অফিশিয়াল ওয়েবসাইট লিঙ্কক্লিক করুন
নোটিফিকেশন লিংকক্লিক করুন
অফিশিয়াল নোটিশক্লিক ও ডাউনলোড করুন
অনেক্সচার 1 (এলিজিবিলিটি)ক্লিক করুন
অ্যাপ্লাই/আবেদনের জন্যক্লিক করুন

To Read More- 192 Apprentices Recruits in Rail Wheel Factory 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment