Bokaro Steel Plant Recruitment: Radiologist & Sonologist নিয়োগ

Bokaro Steel Plant Recruitment: ভারতের লৌহ ইস্পাত সংস্থার হেড অফিস, সেল। বোকার-র জেনারেল হসপিটালে SAIL এর মাধ্যমে কর্মী নিয়োগ হতে চলেছে। এখানে রেডিওলজিস্ট এবং সোনোলজিস্ট পদে 2 জন কর্মী অস্থায়ী ভিত্তিতে কন্ট্রাকচুয়াল ভাবে কম সময়ের জন্য নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করেছে। আবেদনকারীদের 18 এপ্রিল ইন্টারভিউ এর জন্য বোকারোর অফিসে আসতে হবে।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of Bokaro Steel Plant Recruitment:

Important Date (গুরুত্বপূর্ন তারিখ):

Advertisement Date
(বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ)
03/04/2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
03/04/2025
Application Ending Date
(আবেদন শেষ হবার তারিখ)
18/04/2025
Fees Submission Date Upto
(ফি জমা দেওয়া যাবে)
18/04/2025
Selection ProcessInterview
Interview Date & Place* সফল আবেদনকারীদের 18/04/2025 বোকারোর অফিসে 10 AM ইন্টারভিউ এর জন্য আবেদন পত্র এবং প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে। অফিসের ঠিকানা দেওয়া হল।
[Office of the CMO (M&HS), Bokaro General Hospital, Bokaro, Jharkhand 827004]
* ইন্টারভিউ কারীদের প্রথমে এসে রেজিস্ট্রেশন করাতে হবে, যা চলবে 9 AM- 2 PM

Important Keywords of Bokaro Steel Plant Recruitment (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):

Name of the Post (পদের নাম)Radiologist / Sonologist
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Bokaro Steel Plant, Steel Authority of India Limited (SAIL)
Vacancy (শূন্যপদের সংখ্যা)02
Salaryপ্রতি কেসে Rs. 400 + tax
Types of Recruitment (নিয়োগের ধরণ)Short Term Contractual
Age Limit (বয়স সীমা)Up to 69 years (as of April 3, 2025)
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধীকার পাবেন।
Mode of Application (আবেদনের মাধ্যম)Offline
Website Link (https://sailcareers.com/)Click

Required Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা):

Name of PostEducational Qualification
Radiologist / Sonologistরেডিওলজিতে MD/DNB/DMRD সহ MBBS; সরকার স্বীকৃত কোন প্রতিষ্ঠান থেকে MBBS এর সঙ্গে Sonology কোর্স থাকতে হবে।

Required Documents to be Submitted (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):

শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদির আসল এবং জেরক্স কপি নিয়ে আসতে হবে।

How to Apply for Bokaro Steel Plant Recruitment (আবেদনের প্রক্রিয়া):

  • প্রথমে আবেদনকারীদের সংস্থার ওয়েবসাইটে যেতে হবে, যার লিংক এই প্রতিবেদন দেওয়া আছে।
  • নোটিফিকেশন ডাউনলোড করে যদি ভালো করে পড়তে হবে এবং এর সঙ্গে দেওয়া আবেদন পত্রটি প্রিন্ট আউট করে তা যথাযথভাবে পূরণ করে তার সঙ্গে যে সমস্ত তথ্যই যা হয়েছে তা একসঙ্গে নিয়ে ইন্টারভিউ এর দিন নির্দিষ্ট ঠিকানা 9 Am মধ্যে পৌঁছতে হবে।

Recruitment Process in Bokaro Steel Plant Recruits Radiologist & Sonologist (নিয়োগ প্রক্রিয়া):

আবেদনকারীদের ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে

Important Links of Bokaro Steel Plant Recruitment (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক):

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)Click
Officialnotice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি)Click & Download

Click to Read More: NGEL Engineer Recruitment 2025

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরিক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন

Leave a Comment

x
Advertisements