BSF Constable Recruitment 2025: সুরক্ষা বাহিনীতে কনস্টেবল নিয়োগ

BSF Constable Recruitment 2025: ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল এর বিভিন্ন পদে 3588 জন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। পুরুষ এবং মহিলা উভয়ই বিজ্ঞপ্তিতে দেওয়া যোগ্যতা সম্পন্ন হলে আবেদন করতে পারবেন।

এই সমস্ত পদের ক্ষেত্রে উপযুক্ত ব্যক্তিরা অনলাইনে আবেদন করতে পারেন তার জন্য সমস্ত পদগুলির ক্ষেত্রে উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে তার জন্য বিজ্ঞপ্তিটি বিস্তারিত ভাবে পড়তে ওয়েবসাইট ভিজিট করুন।

Click to Read More: RRB Recruitment 2025

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of BSF Constable Recruitment 2025:

Important Date:

Advertisement Date22/07/2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
26/07/2025
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
24/08/2025
Download of Admit Cardপরে জানানো হবে
Tentative Date for Written Testপরে জানানো হবে

Important Keywords of BSF Constable Recruitment 2025:

Name of the Post (পদের নাম)BSF Constable Tradesman Posts
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)Border Security Force (BSF)
Vacancy (শূন্যপদের সংখ্যা)3588
Types of Recruitment (নিয়োগের ধরণ)Regular
Examination Fee (আবেদন ফি)Rs. 100 (UR/EWS/OBC (NCL))
Age Limit (বয়স সীমা) for all post18-25 years
Salary (বেতন)Rs. 21,700-69,100/-and other allowances
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
পূর্বে যে কোন সংস্থায় আবেদন করা পদে নূন্যতম তিন বছর কাজ করার অভিজ্ঞতা চাওয়া হয়েছে
Mode of Application (আবেদনের মাধ্যম)Online
Website Link (https://www.bsf.gov.in/)Click

Job Vacancy According to the Post:

PostNo. of Vacancy
Constable (Tradesman) – Male3406
Constable (Tradesman) – Female3406
Total3588

Required Academic Qualification:

  • এই ক্যাটাগরির সমস্ত পদের জন্য আবেদনকারীদের মাধ্যমিক বা সমতুল্য ডিগ্রি থাকতে হবে কোন স্বীকৃত শিক্ষাবোর্ড থেকে।
  • দু বছরের আইটিআই ট্রেনিং ট্রেডে থাকতে হবে।
  • ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এর ক্ষেত্রে এক বছরের আইটিআই সার্টিফিকেট অথবা গভমেন্ট স্বীকৃত কোন সমস্যা থেকে ভোকেশনাল ইনস্টিটিউশন এ এক বছরের ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

Required Documents to be Submitted:

সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।

Examination Fees Submission Mode for BSF Constable Recruitment 2025:

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for BSF Constable Recruitment 2025:

  • BSF Constable Recruitment 2025 এ যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • তার জন্য প্রথমে সংশ্লিষ্ট ওয়েবসাইটে (https://www.bsf.gov.in/) প্রবেশ করে রেজিস্ট্রেশন করাতে হবে।
  • নোটিশে যে সমস্ত নথিপত্র উপযুক্ত মাপসহ আপলোড করতে বলা হয়েছে সেগুলি যথাযথভাবে আপলোড করতে হবে। (শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, পূর্বে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, আইডি প্রুফ, নিজের ফটো ও স্বাক্ষর ইত্যাদি)
  • এরপর যারা ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং সাবমিট বাটনে ক্লিক করে ফর্মটি জমা করে তার একটি অংশ নিজের কাছে ডাউনলোড করে রাখতে হবে।

Important Links of BSF Constable Recruitment 2025:

Official WebsiteClick
NoticicationDownload

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements