Important Announcement: Canara Bank Recruitment 2025

By Madhuchhanda Dhole

Updated On:

Follow Us
Canara Bank Recruitment 2025

Canara Bank Recruitment 2025: রাজ্যের সমস্ত চাকরি প্রর্থীদের জন্য রয়েছে দারুন সুখবর। কানাড়া ব্যাঙ্কের পক্ষ থেকে একাধিক শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি Canara Bank Recruitment 2025 প্রকাশিত হয়েছে। পশ্চিমবঙ্গ থেকে মহিলা ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন।

কোন কোন পদে নিয়োগ হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা ও বয়সের ছাড়, বেতন এবং নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল আজকের আর্টিকেলে। কিভাবে আবেদন করবেন জানতে বিস্তারিত পড়ুন।

Canara Bank Recruitment 2025

Table of Contents

গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন শুরু০৬ ই জানুয়ারী ২০২৫
আবেদন শেষ২৪ শে জানুয়ারী ২০২৫
অনলিনে টেস্টপরে জানানো হবে

নিয়োগ সংস্থা- কানাড়া ব্যাঙ্ক

Canara Bank Recruitment 2025 এ পদের নাম

১. অ্যাপ্লিকেশন ডেভেলপার।
২. ক্লাউড অ্যাডমিনিস্ট্রেটর।
৩. ক্লাউড সিকিউরিটি বিশ্লেষক।
৪. ডেটা বিশ্লেষক।
৫. ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর।
৬. ডেটা ইঞ্জিনিয়ার।
৭. ডেটা মাইনিং বিশেষজ্ঞ।
৮. ডেটা বিজ্ঞানী।
৯. এথিক্যাল হ্যাকার ও পেনিট্রেশন পরীক্ষক।
১০. ইটিএল (এক্সট্র্যাক্ট ট্রান্সফর্ম ও লোড) বিশেষজ্ঞ।
১১. জিআরসি বিশ্লেষক-আইটি গভর্নেন্স, আইটি ঝুঁকি ও সম্মতি।
১২. তথ্য সুরক্ষা বিশ্লেষক।
১৩. নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর।
১৪. নেটওয়ার্ক সিকিউরিটি বিশ্লেষক।
১৫. অফিসার (আইটি) এপিআই ম্যানেজমেন্ট।
১৬. অফিসার (আইটি) ডেটাবেস/পিএল এসকিউএল।
১৭. অফিসার (আইটি) ডিজিটাল ব্যাংকিং ও উদীয়মান পেমেন্ট।
১৮. প্ল্যাটফর্ম অ্যাডমিনিস্ট্রেটর।
১৯. প্রাইভেট ক্লাউড ও ভিএমওয়্যার অ্যাডমিনিস্ট্রেটর।
২০. এসওসি (সিকিউরিটি অপারেশনস সেন্টার) বিশ্লেষক।
২১. সলিউশন আর্কিটেক্ট।
২২. সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর।

শূন্যপদ- এখানে (Canara Bank Recruitment 2025) সবকটি মিলিয়ে মোট ১০৯ টি পদ রয়েছে।

পদের নামশূন্যপদ
1. Application DevelopersTotal Posts: 13 (SC: 1; OBC: 1; UR: 5; EWS: 1)
2. Cloud AdministratorTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
3. Cloud Security AnalystTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
4. Data AnalystTotal Posts: 2 (UR: 1, EWS: 1)
5. Data Base AdministratorTotal Posts: 18 (SC: 1, OBC: 2, UR: 6, EWS: 2)
6. Data EngineerTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
7. Data Mining ExpertTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
8. Data ScientistTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
9. Ethical Hacker & Penetration TesterTotal Posts: 2 (UR: 1, EWS: 1)
10. ETL (Extract Transform & Load) SpecialistTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
11. GRC Analyst-IT Governance, IT Risk & ComplianceTotal Posts: 2 (UR: 1, EWS: 1)
12. Information Security AnalystTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
13. Network AdministratorTotal Posts: 12 (SC: 1, OBC: 2, UR: 5, EWS: 1)
14. Network Security AnalystTotal Posts: 2 (UR: 1, EWS: 1)
15. Officer (IT) API ManagementTotal Posts: 6 (OBC: 1, UR: 3, EWS: 1)
16. Officer (IT) Database/PL SQLTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
17. Officer (IT) Digital Banking & Emerging PaymentsTotal Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
18. Platform AdministratorTotal Posts: 2 (UR: 1, EWS: 1)
19. Private Cloud & VMWare AdministratorTotal Posts: 2 (UR: 1, EWS: 1)
20. SOC (Security
Operations
Centre) Analyst
Total Posts: 4 (OBC: 1, UR: 2, EWS: 1)
21. Solution ArchitectTotal Posts: 2 (UR: 1, EWS: 1)
22. System AdministratorTotal Posts: 8 (SC: 1, OBC: 2, UR: 5)
মোট শূন্যপদ109

বয়স সীমা

সর্ব্বোচ্চ ৩৫ বছরের মধ্যে থাকা চাই। প্রার্থীকে অবশ্যই ০১ লা ডিসেম্বর ২০২৪ তারিখ অনুযায়ী বয়স হিসাব কর নিতে হবে।

বয়সের ছাড়

সরকারী নিয়মানুযায়ী SC/ST কাস্টের প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ০৫ বছর, OBC কাস্টের প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ০৩ বছর, এবং PWD কাস্টের প্রার্থীরা বয়সের ঊর্ধসীমায় ১০ বছরের ছাড় পাবেন।

বেতন

কানাড়্র ব্যাঙ্কে আপনার চাকরি হলে, বার্ষিক মাইনে পাবেন ১৮ লাখ টাকা পর্যন্ত্য। প্রকৃত আপনি কত টাকা মাইনে পাবেন তা নির্ভর করবে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা এবং বর্তমান পদের মাইনের উপর। পাশাপাশি TA/DA/ Lodging এবং অন্যান্য সমস্ত সুবিধা পাবেন।

শিক্ষাগত যোগ্যতা

প্রত্যেকটি পদের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। সংস্থার অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে ভালোভাবে পড়ে নিন।

প্রার্থীকে যেকোন স্বীকৃত বোর্ড/ বিশ্ববিদ্যালয় থেকে ন্যুনতম ঊচ্চমাধ্যমিক/ স্নাতক পাশ করতে হবে।

নিয়োগ প্রক্রিয়া

এখানে Canara Bank Recruitment 2025 এ মোট তিনটি ধাপের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে। প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে। যারা পাশ করবেন তাদের ইন্টারভিউইয়ের জন্য ডাকা হবে। সবশেষে, অরিজিনাল ভেরিফিকেশনের মাধ্যমে চূড়ান্ত প্রার্থীদের নিয়োগ করা হবে।

আবেদন প্রক্রিয়া

এখানে, Canara Bank Recruitment 2025, প্রর্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। কানাড়া ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট www.canarabank.com যেতে হবে। এরপরে, আবেদনকারীর পাসপোর্ট মাপের ছবি, সিগনেটার ও অন্যান্য ডকুমেন্ট আপলোড করে ফর্ম ফিমাপ সম্পূর্ণ করতে হবে।

Canara Bank Recruitment 2025 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস

  1. আবেদনকারীর পাসপোর্ট মাপের রঙীন ছবি (৩ মাসের বেশি পুরানো যেন না হয়)।
  2. আবেদনকারীর সাক্ষর।
  3. আবেদনকারীর মাধ্যমিকের এডমিট কার্ড।
  4. আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড।
  5. কার্স্ট সর্টিফিকেট (যদি থাকে)।
  6. অভিজ্ঞতা সর্টিফিকেট (যদি থাকে)।
Official WebsiteClick Here
Official noticeDownload Pdf

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment