CISF Recruitment 2025: 1161 জন কনস্টেবল/ ট্রেডেসম্যান নিয়োগ, আবেদন 3 এপ্রিল 2025 পর্যন্ত্য

CISF Recruitment 2025: CISF সারা ভারত জুড়ে কনস্টেবল ও ট্রেডিজ ম্যান পদে 1161 জন কর্মী নিয়োগ করবে তার বিজ্ঞপ্তি জারি হয়েছে। আবেদন সংক্রান্ত সমস্ত বিষয় সংশ্লিষ্ট ওয়েবসাইটে নির্দিষ্ট প্যানেলে আপলোড করা আছে। প্রথমে রেজিস্টেশন করে আবেদন ক্রিয়া সম্পন্ন করতে হবে। তারপর প্রার্থী নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে।

এই আবেদন এর জন্য প্রয়োজনীয় তথ্য সামগ্রী, বয়স, নির্বাচন পদ্ধতি এই সব বিষয়ে জানতে প্রতিবেদনটি পড়ুন।

Overview of CISF Recruitment 2025:

  • গুরুত্বপূর্ন তারিখ-
আবেদন শুরুর তারিখ05/03/2025
আবেদন শেষ হবার তারিখ03/04/2025 (23:59 hrs)
অনলাইনে ফ্রি জমা দেওয়ার শেষ তারিখ03/04/2025 (23:59 hrs)
S.B.I. Bank এর মাধ্যমে চালান কাটা যাবে05/04/2025 পর্যন্ত, তবে সেটি যেন 03/04/2025 (23:59 hrs) তারিখের আগে ব্যাংকে পেমেন্ট করা হয়।
  • পদের নাম- কনস্টেবল/ ট্রেডেসম্যান
  • নিয়োগকারী সংস্থা- সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স
  • শূন্যপদের সংখ্যা- 1161 জন
  • আবেদনের জন্য যোগ্য- মহিলা ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। তবে ভারতীয় নাগরিক হতে হবে।
  • শূন্যপদের কার্স্ট অনুসারে বন্টন CISF Recruitment 2025 –
CategoryVacancy
Male945
Female103
ESM113
Total1161
  • বয়স সীমা- 18-23 বছর
  • বয়সের ছাড়-
ক্যাটেগরি (Category)বয়সের ছাড় (Age Relaxation)
SC/ST5 বছর
OBC3 বছর
Ex_Servicemen3 বছর
Children and dependent family members of victims KILLED in the 1984 riots or communal riots of 2002 in GujaratUR/EWS – upto 5 বছর; OBC- upto 8 বছর; SC/ST upto 10 বছর
  • বেতন- Rs. 21700-69100 (Pay Level 3) + কেন্দ্রীয় সরকারের চাকরিতে আর যে সমস্ত অ্যালাউন্স পাওয়া যায় সেগুলোও পাওয়া যাবে
  • শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক ও সেই সমতুল্য কোন ডিগ্রী থাকলেই হবে। এছাড়াও যদি আর্মি অথবা এয়ার ফোর্স অথবা নেভি থেকে কোন সার্টিফিকেট থাকে তাহলেও মান্যতা পাবে।
  • আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস-
  • আবেদন ফিজের পরিমাণ ও মাধ্যম-
CategoryAmount
General/OBC/EWSRs.100
  • CISF Recruitment 2025 প্রার্থী যাচাই/ নিয়োগ প্রক্রিয়া- প্রার্থীদের চারটি ধাপে পরীক্ষা নেয়া হবে।
  1. প্রথমে আবেদনকারীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হবে
  2. তারপর শারীরিক প্রামাণ্যতা যাচাই করা হবে, এরপর তথ্য যাচাই হবে
  3. এরপর ট্রেড টেস্ট নেওয়া হবে, ও এম আর পাতায় লেখা পরীক্ষা অথবা কম্পিউটারের মাধ্যমে টেস্ট নেওয়া হবে।
  4. সবশেষে মেডিকেল পরীক্ষা করা হবে। এই ধাপ গুলির মধ্য দিয়ে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হবে।
  • আবেদনের মাধ্যম- অনলাইন
  • আবেদনের প্রক্রিয়া-
  1. প্রথমে আবেদনকারী কে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করাতে হবে।
  2. এরপর সমস্ত তথ্যাদি ফিলাপ করতে হবে।
  3. তারপর সাবমিট বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন পদ্ধতি সম্পূর্ণ করতে হবে।
  4. রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর নির্দিষ্ট লগইন আইডি, ইমেইল আইডি ফোন নাম্বার পাসওয়ার্ড ইত্যাদি মাধ্যমে কনস্টেবল পদে আবেদনের জন্য নির্দিষ্ট ফর্ম ফিলাপ করতে হবে।
  5. এরপর বিজ্ঞপ্তিতে দেওয়া সাইজ অনুযায়ী ফটো এবং আবেদনকারীর নিজের স্বাক্ষর আপলোড করতে হবে।
  6. আবেদন করার জন্য নির্দিষ্ট ফ্রিজ জমা দিতে হবে অনলাইনে।
  7. আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে ফর্মটির একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।
  • অনলাইনে-

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (CISF Recruitment 2025)-

To Read More-

Leave a Comment

x
Advertisements