Civic Volunteer Recruitment 2025: যে সমস্ত ব্যক্তিরা পূর্ব মেদিনীপুরে বসবাস করেন তাদের মধ্য থেকে 100 জন সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি, পশ্চিমবঙ্গ সরকার থেকে জারি করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের দীঘার কাছে নবনির্মিত জগন্নাথ ধাম মন্দির কমপ্লেক্স এর কাছে যানজটও ভিড় ব্যবস্থাপনা করার জন্য এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। আগ্রহী প্রার্থীদের দীঘা বা দিঘা মোহনা উপকূলীয় থানা থেকে আবেদন পত্র সংগ্রহ করে তা পূরণ করে জমা করতে হবে।
কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।
Overview of Civic Volunteer Recruitment 2025:
Important Date:
Application Starting Date (আবেদন শুরুর তারিখ) | 08/05/2025 |
Application Ending Date (আবেদনের শেষ তারিখ) | 19/05/2025 (05:00 P.M.) |
Tentative Examination/Interview Date (পরীক্ষার/ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ) | পরে জানানো হবে |
Important Keywords of Civic Volunteer Recruitment 2025:
Name of the Post | সিভিক ভলেন্টিয়ার্স |
Recruiting Agency | পশ্চিমবঙ্গ সরকার |
Vacancy (শূন্যপদের সংখ্যা) | 100 |
Types of Recruitment (নিয়োগের ধরণ) | কন্ট্রাক্টচুয়াল |
Examination Fee (আবেদন ফি) | বিনামূল্যে |
Age Limit (বয়স সীমা) | ন্যূনতম বয়স 20 বছর হতে হবে (01/01/2025) |
Mode of Application (আবেদনের মাধ্যম) | Offline |
Website Link (https://purbamedinipur.gov.in/notice_category/recruitment/) | Click |
Postal Address to send Application by Post (অফলাইনের জন্য পোস্টাল ঠিকানা) | দীঘা ও দীঘা মোহনা উপকূলীয় থানা |
Required Academic Qualification:
- সর্বনিম্ন অষ্টম শ্রেণি পাস হতে হবে।
- এছাড়াও যারা খেলাধুলা ও এনসিসি সার্টিফিকেট আছে অথবা সিভিক ভলেন্টিয়ার হিসেবে পুর্বের কাজের অভিজ্ঞতা আছে বা কারিগরি দক্ষতা আছে এরকম ব্যক্তিরাও আবেদন করলে অগ্রাধিকার পাবেন।
- আবেদনকারী কে পূর্ব মেদনীপুরের দীঘা ও দীঘা মোহনা উপকূলীয় থানা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
Required Documents to be Submitted:
সমস্ত স্তরের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা মার্কশীট প্রমাণকারী ডকুমেন্ট, স্থানীয় নাগরিকত্বের প্রমাণ, পাসপোর্ট সাইজ ছবি এবং অভিজ্ঞতার উপযুক্ত সার্টিফিকেটের জেরক্স কপি নিজের সাক্ষর সহ জমা দিতে/আপলোড করতে হবে।
How to Apply for Civic Volunteer Recruitment 2025:
- ইচ্ছুক আবেদনকারীদের ওয়েবসাইটে প্রবেশ করে নোটিফিকেশন ডাউনলোড করে ভালোভাবে পড়ার পর নির্দেশ অনুযায়ী নথিপত্র নিজস্ব সহ জমা করতে হবে।
- অথবা স্থানীয় দীঘা ও দীঘা মোহনা উপকূলীয় থানা থেকেও আবেদনপত্র সংগ্রহ করা যেতে পারে।
- নির্দেশিকা সঙ্গে থাকা আবেদন পত্র পূরণ করে নথিপত্র সহ একসঙ্গে দীঘা ও দীঘা মোহনা উপকূলীয় থানায় নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করতে হবে।
- থানা থেকে আবেদনপত্র সংগ্রহ করার সময় সকাল 10 টা থেকে বিকেল 5 টা পর্যন্ত।
- আবেদন করার শেষ তারিখের মধ্যে সমস্ত কাজ সম্পন্ন করতে হবে।
Recruitment Process:
2 টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-
- আবেদনকারীদের মধ্য থেকে যারা সফলভাবে আবেদন করতে পারবেন তাদের আবেদনপত্র শর্টলিস্ট করা হবে।
- এরপর প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে তালিকা প্রস্তুত করা হবে।
Important Links of Civic Volunteer Recruitment 2025:
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | Click |
Official Notice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি) | Click & Download |
Click to Read More: RRB ALP Notification 2025
Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।