Civic Volunteer Recruitment in 2025: নবান্ন থেকে কলকাতা পুলিশে 500 হোমগার্ড নিয়োগ, 10% পদ সিভিকদের জন্য সংরক্ষণ

Civic Volunteer Recruitment in 2025: পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশে 500 জন হোমগার্ড পদে নিয়োগ করা হবে। নবান্ন থেকে এটি ঘোষণা করা হয়েছে। এক্ষেত্রে সিভিক ভলেন্টিয়ার থেকে 10 শতাংশ সংরক্ষণের সুপারিশ করেছেন মুখ্যমন্ত্রী।

সরকারি নির্দেশনামায় এই সম্বন্ধে বিস্তারিত রিপোর্ট আছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ বিষয়গুলি তুলে ধরা হলো।

Approval Regarding Recruitment:

  • বিভিন্ন সভায় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে খুব শি শীঘ্র পুলিশ বিভাগের বিপুল সংখ্যক পুলিশ নিয়োগ করা হবে।
  • লালবাজার থেকে এই নিয়োগ সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছিল, যাতে নবান্ন অনুমোদন দিয়েছে।
  • লালবাজার সুত্রের খবর এই প্রস্তাবের বেশ কিছু হোমগার্ড নিয়োগের কথা বলা হয়েছিল কলকাতা পুলিশ বিভাগে।
  • সেই প্রস্তাব সুত্রই নবান্ন থেকে ৫০০ জন হোম গার্ড নিয়োগের কথা নিশ্চিত করা হয়েছে।
  • খবরটি প্রকাশ্যে আসার পর নিয়োগ সংক্রান্ত বিজিবিরামের জন্য এটি ঘোষিত হয়েছে।

Selection Process:

  • লালবাজার সূত্রে খবর নিয়োগ এই অর্থবর্ষেই করা হবে। নিয়োগ সংক্রান্ত খুঁটিনাটি নিয়োগপত্রেও উল্লেখ করা হয়েছে। মোট 500 জন হোমগার্ড নিয়োগ হবে।
  • লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন করা হবে। এই বিষয়ে বিস্তারিত জানা যাবে পুলিশের অফিশিয়াল ওয়েবসাইটে।

Reservation in Civic Volunteer Recruitment in 2025:

500 জন কর্ম প্রার্থীর মধ্য থেকে দশ শতাংশ অর্থাৎ 50 জন সিভিক ভলেন্টিয়ারদের জন্য সংরক্ষিত থাকবে। অর্থাৎ 450 জন নতুন প্রার্থী নিয়োগ করা হবে।

Examination and Nomination in Civic Volunteer Recruitment in 2025:

  • এই নিয়োগের জন্য কলকাতা পুলিশের তরফ থেকে একটি নমিনেশন কমিটি গঠন করা হবে।
  • তবে লালবাজার সূত্রের খবর যোগ্য প্রার্থীদের 60 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে বাসায় পর্ব চলবে।
  • সরকারি চাকরির পরীক্ষার নিয়মানুসারে এই নিয়োগ পরিকাঠামো সম্পন্ন হবে।
  • এই বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি খুব শীঘ্রই প্রকাশিত হবে। সেই সময় যোগ্যতার মাপকাঠি এবং পরীক্ষার তারিখও ঘোষণা হবে।

Information Website Link: Click

Read More: PGCIL Recruits 28 Contractual Engineers in 2025

Disclaimer: সুত্র মারফত খবরের পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ তথ্যাবলী তুলে ধরা হয়েছে।এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।

Leave a Comment

x
Advertisements