Contractual Anchorage Pilot Recruitment in 2025: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট কর্তৃপক্ষ থেকে তিন বছরের জন্য কন্ট্রাক্টচুয়াল ভাবে তিনজন অ্যাঙ্কারেজ পাইলট নিয়োগ করতে চলেছে। এক বছর মেয়াদে এই নিয়োগ সম্পন্ন হবে। অবসরপ্রাপ্ত প্যারা মেডিকেল অথবা পশ্চিমবঙ্গের অবসরপ্রাপ্ত হোম গার্ড অথবা অবসরপ্রাপ্ত লেডি কনস্টেবল হলে আপনি আবেদন করতে পারেন। প্রতিমাসে 21500 টাকা করে বেতন পাবেন।
Overview of Contractual Anchorage Pilot Recruitment in 2025:
আবেদনের শেষ তারিখ:
5 এপ্রিল 2025
পদের নাম:
অ্যাঙ্কারেজ পাইলট
নিয়োগকারী সংস্থা:
Medical Department at Kolkata Dock System (KDS) (শ্যামাপ্রসাদ মুখার্জী পোর্ট, কলকাতা)
পদের সংখ্যা:
3 টি
নিয়োগের ধরন:
3 বছরের জন্য কন্ট্রাক্টচুয়াল
বয়স সীমা:
সর্বোচ্চ বয়স 50 বছর-এর মধ্যে হতে হবে (01/03/25 পর্যন্ত)
বেতন:
- First Mate (FG)এর জন্য Rs.150000
- Second Mate (FG) এর জন্য Rs.100000
প্রয়োজনীয় শর্তাদি:
- শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীদের মধ্যে সেকেন্ড মেট (FG) অথবা ফাস্ট মেট (FG) এর সার্টিফিকেট থাকা বাঞ্ছনীয়।
- আবেদনকারীকে ভারতীয় নাগরিক হতে হবে।
আবেদন করার মাধ্যম:
অফলাইন পদ্ধতিতে হার্ডকপিতে জমা দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর পদ্ধতি ও ঠিকানা:
Annexture 1 এর পদ্ধতি অনুসারে আবেদন পত্র লিখে 04/04/2025 তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় সমস্ত নিজস্ব তথ্য সহ আবেদন পত্র টি পাঠাতে হবে। “Application for engagement as Lady Security Guard (on contract)”
ঠিকানা (Contractual Anchorage Pilot Recruitment in 2025)-
Sr. Dy. Secretary-II,
Syama Prasad Mookerjee Port, Kolkata, at 15, Strand Road, Kolkata – 700001
নিয়োগের পদ্ধতি (Contractual Anchorage Pilot Recruitment in 2025):
- যে সমস্ত প্রার্থীরা আবেদন করবেন তাদের মধ্যে থেকে যারা যোগ্য তাদের লিখিত পরীক্ষা বা টেস্টের জন্য বা ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে সেই সম্বন্ধে পরে জানানো হবে।
- স্থান সময় এর মধ্যেই জানিয়ে দেওয়া হবে।
- ইন্টারভিউ এর দিন আবেদনকারীকে নিম্নলিখিত তথ্যাদি নিজের সাথে আনতে হবে।
- প্রয়োজনীয় তথ্যাদি বা ডকুমেন্ট:
- নিজের সাথে আনা নিজস্ব তথ্যাদির ডুবলিকেট কপিতে নিজের সই থাকতে হবে।
- বোর্ডের পরীক্ষার এডমিট কার্ড
- শিক্ষাগত এবং কাজের অভিজ্ঞতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্যাদি
- দুটি পাসপোর্ট সাইজ ছবি
- ভারতের অধিবাসী হিসেবে প্রমাণের জন্য পরিচয় পত্র
Important Link (Contractual Anchorage Pilot Recruitment in 2025):
আরো পড়ুন: কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জী পোটে কেবিন অ্যাসিস্ট্যান্ট পয়েন্টম্যান নিয়োগ