Crowne Plaza Hiring Freshers in March 2025: লক্ষৌতে ক্রাউন প্লাজায় বিভিন্ন পদে প্রাইভেট জব

Crowne Plaza Hiring Freshers in March 2025: লক্ষৌ এর প্লাজা কোম্পানি ফ্রেশার্সদের জন্য একরাশ চাকরির সুযোগ এনে দিয়েছে। আপনি যদি চাকরিপ্রার্থী হন এবং বর্তমানে কোন কাজের সঙ্গে যুক্ত না থাকেন বা চাকরি খুঁজছেন এমন ব্যক্তি হন তাহলে সরাসরি ইন্টারভিউতে যোগ দিন এবং আপনার যোগ্যতম চাকরিটি গ্রহণ করে অর্থ রোজগার করুন। এটি স্থানীয় একটি লক্ষৌ এর স্থানীয় একটি কোম্পানি।‌ কিন্তু বিপুল সংখ্যক ক্ষেত্রে নিয়োগ করতে চলেছে।

এই প্রতিবেদনে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করা হলো। সমস্ত বিষয়টি জানতে প্রতিবেদনটি পড়ুন।

Overview of Crowne Plaza Hiring Freshers in March 2025:

  • গুরুত্বপূর্ন তারিখ-
ইন্টারভিউ এর তারিখ7th & 8th March 2025
ইন্টারভিউ এর সময়2:00 PM – 8:00 PM

পদের নাম-

পোস্টক্যাটেগরি
ইঞ্জিনিয়ারিং*ইলেকট্রিশিয়ান
*এইচ বি এস সি
*মাল্টি স্কিল
*প্লাম্বিং
হাউসকিপিং*হাউসকিপিং কো-অর্ডিনেটর *টেইলার
*হাউসকিপিং অ্যাটেনডেন্ট
খাদ্য এবং পানীয় ক্ষেত্রে চাকরি*খাদ্য ও পানি অ্যাসিস্ট্যান্ট
*রাধুনী
ফ্রন্ট অফিস জববেল পিয়ন
পুল অ্যাটেনডেন্ট
*লাইফ গার্ড
পার্চেস এবং আইটি জব
*স্টোর অ্যাসিস্ট্যান্ট
*রেসিভিং ক্লার্ক
*আইটি এসোসিয়েট
*এ.ভি. টেকনিশিয়ান
ফাইন্যান্স এবং বিজনেস সমর্থন জব*ফাইন্যান্স ক্লার্ক
*জেনারেল ক্যাশিয়ার
  • নিয়োগকারী সংস্থা- ক্রাউন প্লাজা, এটি একটি ইন্টারকন্টিনেন্টাল হোটেল গ্রুপ
  • শূন্যপদের সংখ্যা- শূন্য পদের সংখ্যা নোটিশে বলা নেই তবে বিভিন্ন পদে ও ক্ষেত্রে নিয়োগ করা হবে
  • ইন্টারভিউয়ের স্থান পোশাক- Metropolitans Clubs, CP 134, Viraj Khand, Gomti Nagar, Lucknow
  • পোশাক- ফর্মাল পোশাক
  • আবেদনের প্রক্রিয়া-
  1. সরাসরি ইন্টারভিউ এর জন্য ডাকা হয়েছে। সাথে এক কপি বায়োডাটা, পরিচয় পত্র ও পাসপোর্ট সাইজের ছবি আনতে হবে।
  • নিয়োগ প্রক্রিয়া- ইন্টারভিউ-এর মাধ্যমে নির্বাচন

প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক (Crowne Plaza Hiring Freshers in March 2025)-

Leave a Comment

x
Advertisements