CSIR-CFTRI Scientist Recruitment 2025: মাইসোরের কেন্দ্রীয় খাদ্য প্রযুক্তি গবেষণা সংস্থা 35 জন বিজ্ঞানী নিয়োগ করতে চলেছে 2025 সালে

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
CSIR-CFTRI Scientist Recruitment 2025

CSIR-CFTRI Scientist Recruitment 2025: ভারতের বিভিন্ন রাজ্যের উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য একটি খুব ভালো কাজের সুযোগ এসেছে। CSIR-CFTRI (Council of Scientific & Industrial Research – Central Food Technological Research Institute) বেশ কিছু শূন্য পদে সাইন্টিস্ট নিয়োগ করবে। কেন্দ্রীয় সরকারের খাদ্য দপ্তর থেকে মাইসোর বিভাগে এই নিয়োগ করিয়া চলবে। আবেদনের খুঁটিনাটি এই প্রতিবেদনে আলোচনা করা হলো।

কারা আবেদনের যোগ্য কত পদে নিয়োগ হবে মোট শূন্য পদের সংখ্যা কত পরীক্ষা কিভাবে নেওয়া হবে কবে নেওয়া হবে বেতন কত ইত্যাদি নিয়ে এই প্রতিবেদনে আলোচনা করা হলো। পুরো বিষয়টি জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

Important Date (CSIR-CFTRI Scientist Recruitment 2025):

Starting Date & Time of Online Application10/02/2025 (10:00 A.M.)
Ending Date & Time of Online Application14/03/2025 (5:00 P.M.)
Interview Dateআবেদনকারীদের শর্ট লিস্টিং এর পর ওয়েবসাইটে জানানো হবে।

The number of posts (CSIR-CFTRI Scientist Recruitment 2025):

Designation (পদের নাম)No. of Posts & Reservation
(শূণ্য পদের সংখ্যা ও জাতি)
Scientist34 [UR-14, EWS-3,
SC-6, ST-2, OBC(NCL)-9]
Scientist (Backlog Vacancy) 01 (UR-PwBD_OH)

Eligibility for the Recruitment:

Age Limit-

উভয় পদের জন্য প্রযোজ্য-

  • সাধারণ জাতিদের জন্য 14th March 2025 পর্যন্ত্য সর্বোচ্চ বয়সসীমা 32 বছর হতে হবে।
  • তপশিলি জাতি /উপজাতিদের ক্ষেত্রে সর্বোচ্চ 05 বছর, ও.বি.সি. দের জন্য 03 বছর এবং পি.ডব্লিউ.ডি. এর ক্ষেত্রে 10 বছর অতিরিক্ত ছাড় পাওয়া যাবে।

Required Educational Qualification for CSIR-CFTRI Scientist Recruitment 2025-

S-01 থেকে S-28, এই 28 টি পোস্ট করে নিয়োগ হবে, প্রত্যেকটি পদের জন্য বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা যা হয়েছে। নিম্নে মোট শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে সেগুলোটির তালিকা দেওয়া হল। বিস্তারিত জানতে এই প্রতিবেদনে দেওয়া লিঙ্ক এর মাধ্যমে অফিশিয়াল ওয়েবসাইট দেখুন।

B.E. / B.Tech
M.E. / M.Tech
Ph.D. in Food Science/Food Technology সহ বিভিন্ন বিষয় এই যোগ্যতা চাওয়া হয়েছে।

Selection Process-

  • সকল আবেদনকারীদের মধ্য থেকে যোগ্যতার নিরিখে প্রথমে একটি শর্ট লিস্ট তৈরি করা হবে।
  • তারপর সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর কল করা হবে।
  • ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই পর্বের পর চূড়ান্ত তালিকা তৈরী হবে এবং উপযুক্ত প্রার্থীদেরকে সংস্থার নিয়মানুবর্তিতার মাধ্যমে নিয়োগ করা হবে।

How to Apply for this Recruitment for CSIR-CFTRI Scientist Recruitment 2025-

  • আবেদনকারীকে জন্মসূত্রে ভারতীয় হতে হবে।
  • আবেদনকারীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
  • আবেদন করার আগে প্রয়োজনীয় তথ্যাদি জোগাড় করে রাখতে হবে হাতের কাছে।
  • পদগুলির জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা আছে কিনা যাচাই করে নিতে হবে।
  • আবেদন করার সময় প্রথমে চাকরিপ্রার্থীদের রেজিস্ট্রেশন করাতে হবে তারপর নির্দিষ্ট ফর্ম ফিলাপ করে প্রয়োজনীয় শিক্ষাগত ও অভিজ্ঞতা গত ডকুমেন্ট আপলোড করতে হবে তার সাথে অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদিও সরবরাহ করতে হবে যেমন রঙিন পাসপোর্ট সাইজের ফটো, প্রার্থীর স্বাক্ষর, পেমেন্টের চালান ইত্যাদি আপলোড করতে হবে।
  • তার আগে পরীক্ষার ফ্রিজ বাবদ প্রয়োজনীয় টাকা দিয়ে চালান কাটতে হবে ও প্রয়োজনীয় নথি প্রমাণ হিসাবে নিজের কাছে রাখতে হবে আপলোড করার জন্য।
  • সবশেষে ফিলাপ করা সমস্ত বিষয়টি ভালো করে দেখে নিয়ে সাবমিট করতে হবে এবং ফর্মের একটি কপি প্রিন্ট আউট হিসাবে নিজের কাছে রাখতে হবে।

Salary of CSIR-CFTRI Scientist Recruitment 2025-

DesignationPay Level (As per 7th CPC) Level-11
ScientistRs. 67700 – 208700
Scientist (Backlog Vacancy) Rs. 67700 – 208700

Application Fees-

আবেদনকারীদের অনলাইনে ফর্ম ফিলাপের জন্য পেমেন্ট করতে হবে।

CategoryAmount in Rupee
General / OBC500
SC/ ST/ PwBD/ Women/ Ex-ServicemenNIL

Important Links :

CSIR Official WebsiteClick on it
More DetailsDownload
Online ApplicationClick for New Registration

Know More- PM Cares Project 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment