CSIR-IIP Recruitment 2025: পেট্রোলিয়াম সংস্থায় সাইন্টিস্ট নিয়োগ

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
CSIR-IIP Recruitment 2025

CSIR-IIP Recruitment 2025: সংস্থা ছয়জন বিজ্ঞানী নিয়োগ করতে চলেছে। ইন্টারভিউর মাধ্যমে এই নিয়োগ সম্পন্ন হবে। এই সংস্থায় যারা ইতিমধ্যে কাজ করছেন বা কাজ করার পূর্ব অভিজ্ঞতা আছে তাদের ক্ষেত্রে বয়স ছাড় পাওয়া যাবে। যোগ্য ব্যক্তিরা অবিলম্বে নির্দিষ্ট ইমেলে আবেদন পাঠান।

কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।

Overview of CSIR-IIP Recruitment 2025:

Important Date (গুরুত্বপূর্ণ তারিখ):

Advertisement Date
(বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ)
14.04.2025
Application Starting Date
(আবেদন শুরুর তারিখ)
14.04.2025 (09:30 AM)
Application Ending Date
(আবেদনের শেষ তারিখ)
05.05.2025 (05:00 PM)
Last date of hardcopy submission (হার্ড কপি জমাদানের শেষ তারিখ)15.05.2025 (05:30 PM)
Fees Submission Date Upto
(ফি জমা দেওয়া যাবে)
05.05.2025
Interview Date
(ইন্টারভিউয়ের জন্য নির্ধারিত তারিখ)
পরে জানানো হবে

Important Keywords of CSIR-IIP Recruitment 2025 (গুরুত্বপূর্ণ বিষয়সমূহ):

Name of the Post (পদের নাম)Scientist
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা)CSIR – Indian Institute of Petroleum (CSIR-IIP)
Vacancy (শূন্যপদের সংখ্যা)09
Types of Recruitment (নিয়োগের ধরণ)Group-A, Permanent (Scientist)
Examination Fee (আবেদন ফি)Rs. 500 (Ur/OBC)
Age Limit (বয়স সীমা)32 Years
Salary (বেতন)Level-11 (₹67700-₹208700)
Required Work Experience
(কাজের অভিজ্ঞতা)
পূর্ব কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাবেন
Mode of Application (আবেদনের মাধ্যম)অনলাইন + স্পিড পোস্ট/রেজিস্টার পোস্ট
Website Link (https://www.iip.res.in/)Click
E-Mail IDrecruitment@iip.res.in
Postal Address to send Application by Post (অফলাইনের জন্য পোস্টাল ঠিকানা)Sr. Controller of Administration, CSIR-IIP, P.O. IIP, Mohkampur, Haridwar Road, Dehradun-248005 (Uttarakhand)

Job Vacancy According to the Post (শূণ্যপদের সংখ্যা):

Name of the PostNumber of Vacancies
Scientist (TRI-01)1
Scientist (DHO-01)1
Scientist (SPD-01)1
Scientist (BFD-01)1
Scientist (SPD-02)1
Scientist (SPD-03)1
Scientist (AFL-01)1
Scientist (AFL-02)1
Scientist (DHO-02)1

Vacancy According to the Caste Division (শূন্যপদের কার্স্ট অনুসারে বন্টন):

CategoryVacancy
SC1
ST1
OBC2
EWS1
UR4
Total9

Age Relaxation in CSIR-IIP Recruitment 2025 (বয়সের ছাড়):

Category (ক্যাটেগরি)Age Relaxation (বয়সের ছাড়)
SC/ST5 বছর
OBC (NCL)3 বছর
PwBD 10-15 বছর

Salary (বেতন): 

Name of Post Salary (Rs.)
Scientist* বেসিক পে (₹) – 67700
* মোট আনুমানিক মাসিক বেতন (₹) – 122629

Required Academic Qualification for CSIR-IIP Recruitment 2025 (শিক্ষাগত যোগ্যতা):

Name of the Post & AreaEducational Qualification
Scientist (TRI-01), TribologyM.E/M.Tech বা Ph.D. (Mechanical/Tribology)
Scientist (DHO-01), Distillate & Heavy Oil ProcessingPh.D. (Chemistry)
Scientist (SPD-01), Lube & WaxM.E/M.Tech (Chem/Petro Engineering)
Scientist (BFD-01), Biofuels (Esterification)Ph.D. (Chemistry)
Scientist (SPD-02), Aromatic ExtractionPh.D. (Chemistry)
Scientist (SPD-03), Simulation & ModellingM.E/M.Tech বা Ph.D. (Chem/Petroleum Engg.)
Scientist (AFL-01), Automotive (Mechanical)M.E/M.Tech (Mechanical/Auto Tech)
Scientist (AFL-02), Automotive (Electrical)M.E/M.Tech (Electrical Engg.)
Scientist (DHO-02), Heavy Oil ProcessingPh.D. (Chemistry)

Experience (কাজের অভিজ্ঞতা):

Name of the PostExperience (Years)
Scientist (TRI-01)Tribology, Design Lubricants, Failure Analysis
Scientist (DHO-01)Catalysts/materials, Hydrocracking
Scientist (SPD-01)Lube Base Oils, Wax Extraction
Scientist (BFD-01)Organic Synthesis, GC-MS, LC-MS
Scientist (SPD-02)Solvent Extraction, Analytical Instruments
Scientist (SPD-03)CFD, Process Modelling
Scientist (AFL-01)IC Engines, EV Components
Scientist (AFL-02)Electrical Panels, Solar, SCADA
Scientist (DHO-02)Zeolite Catalysts

Required Documents to be Submitted for CSIR-IIP Recruitment 2025 (আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস):

  • জন্মতারিখ প্রমাণ (ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট)
  • শিক্ষাগত যোগ্যতা ও মার্কশিট
  • জাতিগত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • অভিজ্ঞতার শংসাপত্র
  • পাসপোর্ট সাইজ ছবি (স্বাক্ষরসহ)
  • আবেদন ফি রসিদ
  • NOC (যদি সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কর্মরত হন)
  • Synopsis of Ph.D./M.Tech Dissertation
  • গবেষণাপত্রের তালিকা (যদি থাকে)
  • অন্যান্য দাবি সংক্রান্ত প্রমাণপত্র

Caste-Wise Fees Amount (আবেদন ফিজের পরিমাণ):

CategoryAmount
UR/OBC (NCL)Rs. 500/-

Examination Fees Submission Mode (ফি জমা দেওয়ার মাধ্যম):

Mode of submissionDebit Card/Credit Card/Online/Net Banking/UPI

How to Apply for CSIR-IIP Recruitment 2025 (আবেদনের প্রক্রিয়া):

  • যোগ্য আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে।
  • সংস্থার ওয়েবসাইটে দেওয়া নোটিফিকেশনটি ডাউনলোড করে ফর্ম ফিলাপ করতে হবে।
  • এরপর সংস্থার ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনে থাকা ফর্ম ফিলাপ করতে হবে।
  • এরপর যারা পরীক্ষার ফি জমা দেওয়ার যোগ্য তাদের অনলাইনে তা জমা দিতে হবে এবং স্পিড পোস্টে হার্ড কপি পোষ্টাল ঠিকানায় পাঠাতে হবে।

Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া):

2টি ধাপের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে-

  • স্ক্রীনিং কমিটির মাধ্যমে শর্টলিস্টিং
  • ইন্টারভিউ

Important Links of CSIR-IIP Recruitment 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ লিঙ্ক):

Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)Click
Official Notice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি)Click & Download
Apply (অ্যাপ্লাই)Click

Postal Address for Post:

Sr. Controller of Administration, CSIR-IIP, P.O. IIP, Mohkampur, Haridwar Road, Dehradun-248005 (Uttarakhand)

Click to Read More: CSIR-CFTRI Scientist Recruitment 2025

Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরোক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment