ক্লাস টুয়েলভ এর পর উচ্চ শিক্ষার জন্য ভালো বিষয় কোন কোন কলেজে আছে তা নিয়ে শিক্ষার্থীদের প্রচুর সমস্যায় পড়তে হয়। এমনকি কোন কলেজ নির্বাচন করবে সেটিও যথেষ্ট সমস্যা তৈরি করে।
এই সমস্যা সমাধানের জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট একটি পরীক্ষার আয়োজন করে, যার মাধ্যমে সারা ভারতের যেকোনো কলেজ বা ইউনিভার্সিটি নির্বাচন করে সেখানে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়।
আরো পড়ুনঃ কেন্দ্রীয় সরকারী কর্মীদের জুলাই মাসে ডি এ বৃদ্ধি
এই বছর অর্থাৎ 2025 ও এই পরীক্ষা নেওয়া হয়েছিল কিছুদিন আগেই তার ফলাফল ঘোষণা হয়েছে। এন্টি এর অফিসিয়াল ওয়েবসাইটে ছাত্র-ছাত্রীরা নিজেদের স্কোর কার্ড দেখতে পারবেন এবং যোগ্যপ্রার্থীরা নিজেদের পছন্দমত বিশ্ববিদ্যালয় ও কোর্সে ভর্তির জন্য আবেদন করতে পারবেন।

এমনকি এর মাধ্যমে কোন কোর্সের জন্য কত টাকা খরচ সমস্ত খুঁটিনাটি তথ্য পাওয়া যায় এতে যথেষ্ট সাহায্য হয় তাদের।
এন আই আর এফ রাঙ্কিং অনুযায়ী ভারতের প্রথম সেরা দশটি কলেজের তালিকায় এখানে দেওয়া হল-
- প্রথম রাঙ্কে আছে দিল্লির হিন্দু কলেজ। এই কলেজের করল 74.47%।
- দ্বিতীয় রাঙ্কে আছে দিল্লির মিরান্ডা হাউস এটি মহিলাদের জন্য কলেজ এর স্কোর 73.22%।
- তৃতীয় স্থানে আছে পশ্চিমবঙ্গের রহড় আয় অবস্থিত রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ শত বর্ষ কলেজ। এটি একটি স্বশাসিত ও পশ্চিমবঙ্গ রাজ্য বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত একটি প্রতিষ্ঠান এর স্কোর 72.97%।
- চতুর্থ স্থানে আছে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ এটি ঐতিহাসিক কালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1881 সালে। এর স্কোর 72.97%।
- পঞ্চম স্থানে আছে দিল্লির আত্মারাম সনাতন ধর্ম কলেজ 2024 এ এর রাঙ্ক 72.5%।
- ষষ্ঠ স্থান অধিকার করেছে কলকাতা সেন্ট জেভিয়ার্স কলেজ। এই কলেজ নেট দ্বারা এ ডবল প্লাস গ্রেড প্রাপ্ত করেছে অর্থাৎ এখানকার পড়াশোনার মান ও পরিকাঠামো যথেষ্ট উৎকর্ষ এর স্কোর 72.15%।
- সপ্তম স্থানে আছে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে অবস্থিত পিএসজিআর কৃষ্ণম্মল কলেজ ফর উইমেন। এটি মহিলাদের জন্য কলেজ 2024 এ এর স্কোর 72.09%। এই কলেজটি ইউজিসি দ্বারা কলেজ অফ এক্সেলেন্স স্বীকৃতি পেয়েছে।
- অষ্টম স্থানে আছে তামিলনাড়ু চেন্নাইতে অবস্থিত লোয়োলা কলেজ। এই কলেজের স্কোর 70.74%। এটি মাদ্রাসা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত এবং NAAC Grade A (ন্যাকে) এ গ্রেট প্রাপ্ত।
- নবম স্থানে আছে দিল্লির কিরোরি মাল কলেজ। এই কলেজের কোর 69.86%, এখানে বিজ্ঞান এবং কলা উভয় বিষয়ে শিক্ষাদান করা হয়ে থাকে।
- দশম স্থান অধিকার করেছে দিল্লির লেডিস শ্রীরাম কলেজ ফর উইমেন। এই কলেজের স্কোর 69.49%।
প্রতিটি কলেজ সম্বন্ধে বিস্তারিত তথ্য পেতে কলেজের সরকারি ওয়েবসাইটে ভিজিট করলে সমস্ত ডিটেলস পাওয়া যাবে।