DA Hike for Central Government Employees: কেন্দ্রীয় সরকারী কর্মীদের জুলাই মাসে ডি এ বৃদ্ধি

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মুখে বিশাল হাসি ফুটতে চলেছে কারণ কেন্দ্র সরকারের পক্ষ থেকে 4 শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধি সংক্রান্ত নির্দেশিকা আসার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের বছরে দুবার মহার্ঘ ভাতা বাড়ে। এই বছরের জুলাই মাসে চার শতাংশ মহার্ঘভতা বৃদ্ধি করেছে কেন্দ্র সরকার। বছরে দুবার অর্থাৎ জানুয়ারি এবং জুলাই মাসে মহার্ঘভাতা সংশোধন করা হয়। শিল্প শ্রমিকদের জন্য সর্বভারতীয় ভোক্তামূল্য সূচকের গড়ে তথ্যের উপর ভিত্তি করে এটি করা হয়ে থাকে।

এই সুবিধা শুধুমাত্র যে বর্তমানে কর্মরত কেন্দ্র সরকারি কর্মীরাই পেয়ে থাকেন তা নয় এই সুবিধার আওতায় পেনশন ভোগীরাও পড়ছেন।

Read More: IAR Recruits MEDICAL ASSISTANT 2025

2025 সালে জুলাইয়ে বিয়ে বৃদ্ধির যেমন সম্ভাবনা রয়েছে পরবর্তী দিয়ে বৃদ্ধির ক্ষেত্রে নির্দেশিকা আনুষ্ঠানিকভাবে জারি করার সম্ভাবনা আছে সেপ্টেম্বর অক্টোবর মাসে দীপাবলীর সময়। অষ্টম বেতন কমিশন এখনো গঠন হয়নি আশা করা যায় 2027 সালের মধ্যে এটি হতে পারে।

দেশের মুদ্রাস্ফীতির ওপর ভিত্তি করে বিয়ের বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয় তাই 2025 সালে জুলাই মাসে 4 শতাংশ মূল্য বৃদ্ধি জনিত ভাতা বৃদ্ধির কথা বলা হয়েছে। জুলাইয়ে চার শতাংশ ডিএ বৃদ্ধি পেলে বর্তমান পরিসংখ্যান অনুযায়ী 55 শতাংশ ডিএ থেকে বৃদ্ধি পেয়ে 59 শতাংশ বৃদ্ধি পাবে। এই নির্দেশিকা জুলাই মাস থেকে কার্যকর হবে বলে আশা করা যায়।

সপ্তম বেতন কমিশনে ডিএ বৃদ্ধির ফর্মুলা

ডিএ (%) = [(গত 12 মাসের গড় সিপিআই-আইডব্লিউ – 261.42) 261.42] x 100

এখানে, হিসাবের নমুনার জন্য 261.42 হল ভিত্তি মান ধরা হয়েছে। এই পদ্ধতি অনুযায়ী বর্তমানে প্রত্যাশিত ডিএ বৃদ্ধি 4% অনুমান করা হচ্ছে।

Leave a Comment

x
Advertisements