Delhi Jal Board Recruitment 2025: দিল্লির জল বোর্ড থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যে স্বল্প দিনের জন্য কন্ট্রাক্টচুয়াল ভাবে বেশ কিছু শূন্যপদ পূরণ করা হবে। যারা সিভিল ইঞ্জিনিয়ার পাশ করেছেন এবং এই চাকরির জন্য ইচ্ছুক হন তাহলে আবেদন করতে পারেন। গেট (GATE) পরীক্ষায় যা স্কোর হয়েছে তার পরিপ্রেক্ষিতে এই পদে নিয়োগের জন্য নির্বাচন করা হবে।
কোন কোন পদে নিয়োগ হবে, কারা আবেদনের যোগ্য, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, পরীক্ষার ফর্ম ফিলাপ সংক্রান্ত বিষয়ে খুঁটিনাটি সংস্থার ওয়েবসাইটে জারি করা হয়েছে। এই প্রতিবেদনে গুরুত্বপূর্ণ তথ্যাদি তুলে ধরা হলো।
Overview of Delhi Jal Board Recruitment 2025:
Important Date (গুরুত্বপূর্ন তারিখ):
Advertisement Date (বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ) | 25/03/2025 |
Application Starting Date (আবেদন শুরুর তারিখ) | 25/03/2025 |
Application Ending Date (আবেদন শেষ হবার তারিখ) | 15/04/2025 (5:00 PM) |
Important Keywords of Delhi Jal Board Recruitment 2025 (গুরুত্বপূর্ন বিষয়সমূহ):
Name of the Post (পদের নাম) | Junior Engineer (Civil) |
Recruiting Agency (নিয়োগকারী সংস্থা) | Delhi Jal Board, Government of NCT of Delhi |
Vacancy (শূন্যপদের সংখ্যা) | 131 (সম্ভাব্য) |
Types of Recruitment (নিয়োগের ধরণ) | কন্ট্রাক্টচুয়াল |
Age Limit (বয়স সীমা) | এই বিষয়ে বিজ্ঞপ্তিতে কিছু উল্লেখ করা নেই |
Salary (বেতন) | Rs. 54162 (Pay Matrix Level 6) |
Mode of Application (আবেদনের মাধ্যম) | Offline / Email (djbdirector@gmail.com) |
Website Link (অনলাইনের লিঙ্ক) | Click |
Postal Address to send Application by Post (অফলাইনের জন্য পোস্টাল ঠিকানা) | Director (Admn. & Personnel), Room No. 202, 2nd Floor, Varunalaya Phase-II, Karol Bagh, New Delhi-110005 |
Required Academic Qualification (শিক্ষাগত যোগ্যতা):
Name of Post | Educational Qualification |
Junior Engineer (Civil) | স্বীকৃত কোন সংস্থা বা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রী থাকতে হবে |
How to Apply (আবেদনের প্রক্রিয়া):
- আবেদন করার জন্য ইচ্ছুক প্রার্থীকে সংস্থার ওয়েবসাইটে গিয়ে নোটিফিকেশনটি ডাউনলোড করতে হবে।
- নোটিশের মধ্যেই আবেদন পত্রটি আছে। এটি ভালো করে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় তথ্যাদি সহ খামের মধ্যে ঢুকিয়ে পোস্টাল ঠিকানায় পাঠানো যেতে পারে অথবা ইমেল এ পাঠানো যেতে পারে।
Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া):
- আবেদনপত্র শর্টলিস্ট করে গেট পরীক্ষায় পাওয়ার নম্বরের ভিত্তিতে নিয়োগ হবে।
Important Links of Delhi Jal Board Recruitment 2025 (প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ন লিঙ্ক):
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | Click on it |
Officialnotice or Advertisement (অফিশিয়াল নোটিশ/ বিজ্ঞপ্তি) | Click & Download |
Click to Read More: PGCIL Recruits 28 Contractual Engineers
Disclaimer: সংস্থার ওয়েবসাইট থেকে উপরিক্ত তথ্যাদি তুলে ধরা হয়েছে। ফর্ম ফিলাপের আগে বিস্তারিত জানতে আবেদনকারীরা অফিসিয়াল ওয়েবসাইট অবশ্যই ভিজিট করুন।