DRDO Internship 2025: DRDO সংস্থা থেকে বিজ্ঞান বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর-দের জন্য ইন্টার্নশিপের ব্যবস্থা করেছে

By Madhuchhanda Dhole

Updated On:

Follow Us
DRDO Internship 2025

DRDO Internship 2025: Internship 2025: DRDO বা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন [Defence Research and Development Organisation (DRDO)], অন্যান্য বিভিন্ন সংস্থার মতো ছাত্র-ছাত্রীদের internship এর ব্যবস্থা করেছে। তবে এখানে শুধুমাত্র ইঞ্জিনিয়ার এবং সায়েন্সের ছাত্র-ছাত্রীরা সুযোগ পাবে। যারা উল্লিখিত শাখায় স্নাতক বা স্নাতক উত্তর উত্তীর্ণ হয়েছে তারা আবেদনের যোগ্য। সবচেয়ে বড় সুবিধা হল এখানে ছাত্র-ছাত্রীদের একটি স্টাইপেনের ব্যবস্থাও আছে অর্থাৎ তারা প্রত্যেক মাসে পড়াশোনার পাশাপাশি কিছু আর্থিক সহায়তাও পাবে। এতে তাদের পড়াশোনা পাশাপাশি নিজের খরচ চালানোর ব্যবস্থা তারা করে নিতে পারবে। এখান থেকে যারা সফল হবে উত্তীর্ণ হবে তাদের সার্টিফিকেট দেয়া হবে যা তাদের ভবিষ্যতে যে কোন জায়গায় কাজের ক্ষেত্রে খুব সাহায্য করবে।

এর জন্য কি কি তথ্য লাগবে, কিভাবে আবেদন করবে, কোন ওয়েবসাইটে যেতে হবে ইত্যাদি বিষয়গুলো এই প্রতিবেদনে উল্লেখ করা হলো।

Overview of DRDO Internship 2025: Internship 2025:

DRDO ঘোষণা করেছে চলতি বছরে অর্থাৎ 2025 সালে যারা BE/B Tech/ B.Sc করছে বা পড়া শেষ হয়ে গেছে তাদের জন্য একটি ইন্টার্নশীপের ব্যবস্থা করবে, যার বিস্তারিত আলোচনা সহ ডিআরডিআর ওয়েবসাইটে নোটিস বেরিয়েছে। ইন্টার্নশিপ সংক্রান্ত সমস্ত বিষয় অফিশিয়াল পোর্টালে আপলোড করা হয়েছে। কিভাবে আবেদন করতে হবে সে সম্বন্ধেও সেখানে বিস্তারিত বলা আছে।

Keypoints of DRDO Internship 2025-

Name of InternshipDRDO Internship 2025
Duration4 weeks to 6 months
Applicable forEngineering and Science students
Application ModeOnline
Paid/Non-Paidছাত্রছাত্রীরা প্রত্যেক মাসে টাইপেন পাবে
Required DocumentsAll academic documents, ID Proof, Resume, Recommendation letter Etc.
ObjectiveResearch knowledge development of Students
Website of DRDOwww.drdo.gov.in
Condition আবেদনকারী কে ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে, এটি এই ট্রেনিংয়ের জন্য বাধ্যতামূলক।

How to Apply for DRDO Internship 2025:

  • যে সমস্ত ছাত্র-ছাত্রীরা সংস্থার শর্ত অনুযায়ী আবেদনের যোগ্য তারা অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
  • বিস্তারিত জানার জন্য সংস্থার নোটিস ভালো করে পড়ার পর registration করিয়ে আবেদনের ফরম ফিলাপ করো।
  • প্রয়োজনীয় নথি অন্তর্ভুক্ত করার পর সংস্থার পরবর্তী নোটিসের জন্য অপেক্ষা করতে হবে।

Important Link-

Visit Website for apply Click on it

Read More: Private Job Opportunity in Kolkata

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment