দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫, আপনার এলাকায় কবে হতে চলেছে, জানুন।

By Madhuchhanda Dhole

Updated On:

Follow Us
দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫

Duare sarkar camp 2025: এবছরের শুরুতেই আবার দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে পশ্চিমবঙ্গের সব কটি জেলায়, বিভিন্ন তারিখে। এতে জেলার মানুষ উপকৃত হবেন। কারণ বিভিন্ন সরকারী ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার সমাধান মিলবে এই ক্যাম্পে। বিস্তারিত জানতে সম্পূর্ণ খবরটি পড়ুন।

এই রিপোর্টে দুয়ারে সরকারের ক্যাম্প ২০২৫ পশ্চিমবঙ্গের কোন জেলায় কবে হতে চলেছে সেটাই আলোচনা করা হয়েছে।

কবে কোথায় ক্যাম্প হতে চলেছে Duare Sarkar Camp 2025

Duare Sarkar Camp 2025, পশ্চিমবঙ্গের সবকটি জেলায় ২৪ শে জানুয়ারী ২০২৫ থেকে ১ লা ফেব্রুয়ারী ২০২৫ এর মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্প হবে। এই খবরটি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে ১৬ই জানুয়ারী ২০২৫ প্রকাশিত হয়েছে।

আপনার জেলা তথা এলাকায় ক্যাম্পের বিষয়ে জানার স্টেপ

১) গুগলে বাংলা বা ইংরাজিতে টাইপ করুন “দুয়ারে সরকার ২০২৫/ Duare Sarkar Camp 2025” বা এই লিংকে ক্লিক (https://ds.wb.gov.in/) করে সরাসরি অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।

২) এরপর ক্লিক করুন FIND YOUR CAMP অপশনে।

Duare sarkar camp 2025
Duare sarkar camp 2025

৩) এরপর আপনার জেলা, ব্লক/লোকাল বডি, জিপি/ওয়ার্ড নির্বাচন করুন ও জেনে নিন আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে।

ডুয়ারে সরকার ২০২৫

৪) এই রকম লিস্ট থেকে আপনি আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ দেখতে পাবেন।

৫) বিস্তারিত লিস্ট দেখুন

দুয়ারে সরকার ক্যাম্প এর বিভিন্ন প্রকল্পের নাম ও দপ্তর

পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে মোট ৩৭ টি প্রকল্পের তালিকা প্রকাশিত হয়েছে। বিস্তারিত জেনে নিন-

Name of the SchemesDepartment Name
1. Khadya SathiFood & Supplies
2. Swasthya SathiHealth & Family Welfare
3. Disability CertificateHealth & Family Welfare
4. SC & ST CertificatesBackward Classes Welfare
5. Taposhili BandhuBackward Classes Welfare
6. MedhashreeBackward Classes Welfare
7. Sikshashree Tribal Development
8. Jai JoharTribal Development
9. KanyashreeWomen & Child Development and Social Welfare
10. RupashreeWomen & Child Development and Social Welfare
11. ManabikWomen & Child Development and Social Welfare
12. Lakshmir BhandarWomen & Child Development and Social Welfare
13. Widow PensionWomen & Child Development and Social Welfare
14. Old Age PensionWomen & Child Development and Social Welfare
15. Krishak BandhuAgriculture
16. KCC (Kisan Credit Card)Agriculture
17. Agriculture Infrastructure FundAgriculture
18. Drip and Sprinkler Irrigation under Bangla Krishi Sech Yojna (BKKSY)Agriculture
19. Financial Assistance for Farm MachineryAgriculture
20. AikyashreeMinorities Affaires and Madrasah Education
21. Student Credit CardDepartment of Higher Education
Minorities Affairs and Madrasah EducationFinance
23. AADHAAR Related ServicesHome and Hill Affairs
24. Mutation of Agricultural Land and minor correction of land recordsLand and Land Reforms
25. Patta ApplicationsLand and Land Reforms
26. Bina Mulya Samajik Suraksha YojnaLabour
27. Registration of MigrationLabour
28. Matsyajeebi Credit CardFisheries
29. Registration of FishermenFisheries
30. KCC-ARDAnimal Resources Department
31. Artisan/ Weaver Registration22. Banking related including the opening of bank accounts and linking of Bank accounts
32. Registration on “UDHYAM Portal”Micro, Small and Medium Enterprises
33. Bhabhishyat Credit CardMicro, Small and Medium Enterprises
34. SHG Credit CardPanchayats and Rural Development
37. Mission for Integration Development of Horticulture (MIDH)/ Rashtriya Krishi Vikash Yojna (RKVY)- receipt and processing of the applicationPower
36. Electricity New ConnectionPower
Food Processing Industries and HorticultureMicro, Small and Medium Enterprises

Learn More: Canara Bank Recruitment 2025

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

1 thought on “দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫, আপনার এলাকায় কবে হতে চলেছে, জানুন।”

Leave a Comment