Duare sarkar camp 2025: এবছরের শুরুতেই আবার দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে পশ্চিমবঙ্গের সব কটি জেলায়, বিভিন্ন তারিখে। এতে জেলার মানুষ উপকৃত হবেন। কারণ বিভিন্ন সরকারী ডকুমেন্ট সংক্রান্ত বিষয়ে যে কোনো সমস্যার সমাধান মিলবে এই ক্যাম্পে। বিস্তারিত জানতে সম্পূর্ণ খবরটি পড়ুন।
এই রিপোর্টে দুয়ারে সরকারের ক্যাম্প ২০২৫ পশ্চিমবঙ্গের কোন জেলায় কবে হতে চলেছে সেটাই আলোচনা করা হয়েছে।
কবে কোথায় ক্যাম্প হতে চলেছে Duare Sarkar Camp 2025
Duare Sarkar Camp 2025, পশ্চিমবঙ্গের সবকটি জেলায় ২৪ শে জানুয়ারী ২০২৫ থেকে ১ লা ফেব্রুয়ারী ২০২৫ এর মধ্যে দুয়ারে সরকারের ক্যাম্প হবে। এই খবরটি পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে ১৬ই জানুয়ারী ২০২৫ প্রকাশিত হয়েছে।
আপনার জেলা তথা এলাকায় ক্যাম্পের বিষয়ে জানার স্টেপ
১) গুগলে বাংলা বা ইংরাজিতে টাইপ করুন “দুয়ারে সরকার ২০২৫/ Duare Sarkar Camp 2025” বা এই লিংকে ক্লিক (https://ds.wb.gov.in/) করে সরাসরি অফিসিয়াল পোর্টালে প্রবেশ করুন।
২) এরপর ক্লিক করুন FIND YOUR CAMP অপশনে।

৩) এরপর আপনার জেলা, ব্লক/লোকাল বডি, জিপি/ওয়ার্ড নির্বাচন করুন ও জেনে নিন আপনার এলাকায় কবে ক্যাম্প বসবে।

৪) এই রকম লিস্ট থেকে আপনি আপনার এলাকার দুয়ারে সরকার ক্যাম্পের তারিখ দেখতে পাবেন।

৫) বিস্তারিত লিস্ট দেখুন
দুয়ারে সরকার ক্যাম্প এর বিভিন্ন প্রকল্পের নাম ও দপ্তর
পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল পোর্টালে মোট ৩৭ টি প্রকল্পের তালিকা প্রকাশিত হয়েছে। বিস্তারিত জেনে নিন-
Name of the Schemes | Department Name |
1. Khadya Sathi | Food & Supplies |
2. Swasthya Sathi | Health & Family Welfare |
3. Disability Certificate | Health & Family Welfare |
4. SC & ST Certificates | Backward Classes Welfare |
5. Taposhili Bandhu | Backward Classes Welfare |
6. Medhashree | Backward Classes Welfare |
7. Sikshashree | Tribal Development |
8. Jai Johar | Tribal Development |
9. Kanyashree | Women & Child Development and Social Welfare |
10. Rupashree | Women & Child Development and Social Welfare |
11. Manabik | Women & Child Development and Social Welfare |
12. Lakshmir Bhandar | Women & Child Development and Social Welfare |
13. Widow Pension | Women & Child Development and Social Welfare |
14. Old Age Pension | Women & Child Development and Social Welfare |
15. Krishak Bandhu | Agriculture |
16. KCC (Kisan Credit Card) | Agriculture |
17. Agriculture Infrastructure Fund | Agriculture |
18. Drip and Sprinkler Irrigation under Bangla Krishi Sech Yojna (BKKSY) | Agriculture |
19. Financial Assistance for Farm Machinery | Agriculture |
20. Aikyashree | Minorities Affaires and Madrasah Education |
21. Student Credit Card | Department of Higher Education |
Minorities Affairs and Madrasah Education | Finance |
23. AADHAAR Related Services | Home and Hill Affairs |
24. Mutation of Agricultural Land and minor correction of land records | Land and Land Reforms |
25. Patta Applications | Land and Land Reforms |
26. Bina Mulya Samajik Suraksha Yojna | Labour |
27. Registration of Migration | Labour |
28. Matsyajeebi Credit Card | Fisheries |
29. Registration of Fishermen | Fisheries |
30. KCC-ARD | Animal Resources Department |
31. Artisan/ Weaver Registration | 22. Banking related including the opening of bank accounts and linking of Bank accounts |
32. Registration on “UDHYAM Portal” | Micro, Small and Medium Enterprises |
33. Bhabhishyat Credit Card | Micro, Small and Medium Enterprises |
34. SHG Credit Card | Panchayats and Rural Development |
37. Mission for Integration Development of Horticulture (MIDH)/ Rashtriya Krishi Vikash Yojna (RKVY)- receipt and processing of the application | Power |
36. Electricity New Connection | Power |
Food Processing Industries and Horticulture | Micro, Small and Medium Enterprises |
Learn More: Canara Bank Recruitment 2025
1 thought on “দুয়ারে সরকার ক্যাম্প ২০২৫, আপনার এলাকায় কবে হতে চলেছে, জানুন।”