Dyal Singh Evening College Recruits Assistant Prof. in 2025: দয়াল সিং ইভিনিং কলেজে 16 টি পদে বিভিন্ন বিষয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ

By Madhuchhanda Dhole

Published On:

Follow Us
Dyal Singh Evening College Recruits Assistant Prof

Dyal Singh Evening College Recruits Assistant Prof.: আপনি যদি শিক্ষকতায় উৎসাহী হন এবং ইকোনমিক্স তথা আর্টসের যেকোনো একটি শাখা থেকে স্নাতকোত্তর হন, তার সাথে যদি আপনার পিএইচপি অথবা ইউ জি সি নেট থাকে, তাহলে দিল্লি ইউনিভার্সিটির অন্তর্ভুক্ত দয়াল সিং ইভিনিং কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য আবেদন করতে পারেন।

Table of Contents

Overview of Dyal Singh Evening College Recruits Assistant Prof.:

Important Date:

Advertisement date & Starting Application28/02/2025
Ending date of application21/03/2025

Post name- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

Recruiter- দয়াল সিং ইভিনিং কলেজ, যেটি দিল্লি ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত [Dyal Singh Evening College (University of Delhi)]

Vacancy: 16

Subject-wise Vacancy:

DepartmentVacancy
Economics2
Commerce5
Pol. Science2
History4
Punjabi1
Urdu1
Sanskrit1
Total16

Caste-wise vacancy:

CategoryVacancy
UR5
SC2
ST2
OBC4
EWS2
PwBD1

Age limit- ওয়েবসাইটে এই সম্বন্ধে কিছু বলা নেই। তবে ইউজিসির নিয়ম অনুযায়ী এটি গ্রাহ্য হবে।

Application fee:

CasteAmount (Rs)
UR, OBC, EWS500
OtherNo fee

Method of Payment: অনলাইনেই কেবলমাত্র দেওয়া যাবে (credit/debit card/Net Banking)

Required Educational Qualification:

  • এই পদে আবেদনের জন্য ভারতের যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরে অন্ততপক্ষে 55% নম্বর নিয়ে পাস করতে হবে।
  • ইউজিসি অথবা সিএসআইআর স্বীকৃত নেট পাস করতে হবে। তবে যাদের পিএইচডি থাকবে তাদের ক্ষেত্রে নেট না হলেও চলবে।

Required Document:

এই পদে আবেদনের জন্য যে সমস্ত তথ্যাদি লাগবে তা হল-

বয়সের প্রমাণ স্বরূপ মাধ্যমিকের এডমিট কার্ড, শিক্ষাগত যোগ্যতা প্রমাণের জন্য প্রয়োজনীয় সমস্ত সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, শারীরিক দিক থেকে অক্ষম হলে তার সার্টিফিকেট, নেট অথবা জে আর এফের সার্টিফিকেট, এমফিল এবং পিএইচডির প্রয়োজনীয় তথ্যাদি, আগের কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট, কোন রিসার্চ publication থাকলে সেগুলি আপলোড করতে হবে এবং এনওসি সহ অন্যান্য কোন অতিরিক্ত সার্টিফিকেট থাকলে তা জমা দিতে হবে।

How to Apply for Dyal Singh Evening College Recruits Assistant Prof:

  • আবেদনকারী কে প্রথমে অনলাইনে ফরম ফিলাপ করে প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে।
  • যারা নির্বাচিত হবেন তাদের ইমেইলের মাধ্যমে কল লেটার পাঠানো হবে।
  • ওয়েবসাইটে (www.dsce.du.ac.in) ইন্টারভিউ এর তারিখ দেওয়া হবে সেই অনুযায়ী প্রয়োজনীয় তথ্যাদি সহ ইন্টারভিউ দিতে হবে।

Important Link of Dyal Singh Evening College Recruits Assistant Prof:

Official Websitewww.dsce.du.ac.in
Notice BoardClick
AdvertisementDownload

Read more: BOI Recruits Different Graded Officers in 2025

Disclaimer: এই প্রতিবেদনটি সংশ্লিষ্ট কলেজের ওয়েবসাইটের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি আবেদনকারীদের সুবিধার্থে তুলে ধরা হয়েছে। এখানে লেখকের নিজস্ব কোন উক্তি নেই।

Madhuchhanda Dhole

I am Madhuchhanda Dhole from Kolkata, West Bengal. I am a content writer, along with different trending news regarding jobs and scheme providers on my website, http://wbnews360.com. I provide updated news on my website to keep you updated in this competitive era.

Leave a Comment